উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের আদালতে ভর্ৎসিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Patha Chatterjee)। বৃহস্পতিবার সিবিআই-এর (CBI) বিশেষ আদালতে পার্থের জামিনের শুনানি ছিল। শুনানি শুরু হতেই তাঁর আইনজীবীকে বিচারক বললেন, ‘জামিন সংক্রান্ত মামলার শুনানি কোন আদালতে হবে, তা নির্ধারণের এক্তিয়ার আপনাকে কে দিল? কোর্টের সময় নষ্টই বা করছেন কেন?’ যদিও কোন আদালতে এই মামলার শুনানি হবে, তা ঠিক করা হবে আজই।
এদিন পার্থর আইনজীবী ১ নম্বর এজলাসে বিচারককে মামলাটি শোনার আর্জি জানান। এই কথা শুনে আইনজীবীকে ভর্ৎসনা করেন বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘জামিন সংক্রান্ত মামলার শুনানি কোন আদালতে হবে, তা নির্ধারণ করার এক্তিয়ার আপনাকে কে দিল? আদালতের সময় নষ্ট করছেন কেন?’
গতকাল অর্থাৎ বুধবার সুপ্রিম কোর্টের (Supreme Court) পার্থের জামিনে চেয়ে তীব্র কাটাক্ষের মুখে পড়েন তাঁর আইনজীবী মুকুল রোহতগির। শীর্ষ আদালতের দুই বিচারপতি সাফ জানান, ‘এই মামলায় বাকিরা জামিন পেতেই পারেন। তাঁরা তো কেউ মন্ত্রী নন। আপনার মক্কেল মন্ত্রী ছিলেন। তিনি যদি দুর্নীতিগ্রস্ত হন, সমাজকে আমরা কী বার্তা দেব? একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি কি এ ভাবে জামিন পেতে পারেন?’ অর্থাৎ গতকাল এবং আজ দু’দিনই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন চেয়ে আদালতের কাছে কড়া ধমক খেতে হল দুই আইনজীবীকে।
প্রসঙ্গত উল্লেখ্য, ইডির (ED) হাতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ইডির মামলা কলকাতার বিচার ভবনে চলে। সিবিআইয়ের মামলা চলে আলিপুরের কোর্টে। পরবর্তীকালে ইডির মামলা চলে যায় অন্য এজলাসে। সিবিআইয়ের মামলাও ওই এজলাসে নিয়ে যাওয়ার জন্য আবার আবেদন জমা পড়ে বিচার ভবনে। ইতিমধ্যে পার্থকে গ্রেপ্তার করে সিবিআই। সিবিআইয়ের মামলাতেও জামিন চেয়ে বিচার ভবনে আবেদন করেন পার্থ। সেই মামলার শুনানি ছিল আজ।