Friday, January 17, 2025
Homeক্যাম্পাসখুদে শিল্পী ও সঙ্গীরা

খুদে শিল্পী ও সঙ্গীরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাতে ধরে কেউ কখনও শেখায়নি। মাঝেমধ্যে ইসলামপুর শহরে যখন ঘুরতে যেত, তখন সেখানকার কুমোরটুলিতে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটাত রামগঞ্জ-২ গ্রাম পঞ্চায়েতের শিবনগর কলোনির এক খুদে। শিল্পীরা প্রতিমা গড়েন কীভাবে, সেখান থেকেই ধারণা পেয়েছিল বর্তমানে শ্রীকৃষ্ণপুর হাইস্কুলের সপ্তম শ্রেণির পড়ুয়া কুণাল রায়। বছরতিনেক আগে ইচ্ছে জাগে, নিজের হাতে গড়বে প্রতিমা। কিন্তু খড়, মাটি, সাজসজ্জার সামগ্রী ইত্যাদি উপকরণ জোগাড় করা তো সহজ ব্যাপার নয়। কুণালের মুশকিল আসান করল তার খেলার সঙ্গীরা। একদল খুদের প্রচেষ্টায় তৈরি হল ছোট্ট সরস্বতী প্রতিমা।

তারপর থেকে কখনও দেশলাই বাক্স দিয়ে মূর্তি গড়েছে কুণাল, কখনও বাঁশ দিয়ে তৈরি করেছে শিল্পসামগ্রী। কোনওরকম প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই নিজের ইচ্ছেতে সে এই কাজ করে অবসর সময়ে। পড়াশোনার ফাঁকে চলে আসে তার বন্ধু শুভদীপ, সানি, বিরাজরা। কেউ মাটি মাখে, কেউ কাটে খড়। কুণাল বলছিল, ‘প্রতিমা গড়তে আমার ভীষণ ভালো লাগে। একটু একটু করে নিজের হাতে গড়ে তোলার পর যখন সাজগোজ শেষ হয়, তখন দেবীর মুখ দেখে মন ভরে যায়। আগামীদিনে পড়াশোনার সঙ্গে সঙ্গে এটা চালিয়ে যাব।’ বড় শিল্পী হতে চায় সে। তাই আরও ভালো কাজ শেখার সুযোগ পেলে পাড়ি দিতে চায় শহরে।

এ বছর প্রতিমা আকারে বেড়েছে। এখন কুণাল যেটা গড়ছে, সেটার পুজো হবে গ্রামেই। প্রতিমার জন্য অগ্রিম অর্থও পেয়েছে খুদে। গ্রামের শিবনগর কলোনি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রের কাজ দেখতে গিয়েছিলেন শিক্ষকরা। খুদের প্রতিভায় মুগ্ধ প্রধান শিক্ষক বিশ্বজিৎ হাওলাদার সিদ্ধান্ত নিয়েছেন, ২০২৫ সালে স্কুলের পুজো হবে কুণালের গড়া প্রতিমা দিয়েই। যা শুনে উচ্ছ্বসিত সপ্তমের ওই পড়ুয়া। রোজ সময় সুযোগ করে গ্রামের বাকি কচিকাঁচাদের মতো বড়রাও আসছেন কুণালের বাড়ি। প্রতিমার কাজ কতটা এগোল, তা দেখতে।

কুণালের বাবা স্বপন রায়ের কথায়, ‘অনেকেই বলেন, এই প্রজন্মের ছেলেমেয়েরা নাকি মোবাইলে আসক্ত। কথাটা পুরোপুরি সত্যি নয়। দেখুন না, কুণাল অবসর সময়ে কত সুন্দর কাজ করছে। বন্ধুরা ওকে সাহায্য করে। এদের দেখে বাকিরাও জীবনে ভালো পথ বেছে নিক।’

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Leopard death | ফের গতির বলি! বেঙ্গল সাফারি পার্কে এনেও বাঁচানো গেল না জখম...

0
বাগডোগরা: হাজার প্রচেষ্টা সত্ত্বেও বাঁচানো গেল না গাড়ির ধাক্কায় গুরুতর জখম চিতাবাঘটিকে। বৃহস্পতিবার রাতে বাগডোগরা-ঘোষপুকুর সড়কের মাঝে গয়াগঙ্গা চা বাগানের সামনে চিতাবাঘটিকে গাড়ি চাপা...

Raiganj | মুখ্যমন্ত্রীর ছবি হাতে প্রাথমিক বিদ্যালয় সংসদে যোগ দিলেন চেয়ারম্যান

0
রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পদে বসলেন মহম্মদ নাজিমুদ্দিন আলি। এদিন দুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে নিয়ে মিছিল করে...

Gurap rape-murder case | ৫৫ দিনের মাথায় গুড়াপ ধর্ষণ-খু্নে ফাঁসির সাজা, জন্মদিনেই বিচার পেল...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জন্মদিনেই বিচার পেল নির্যাততা। হুগলির গুড়াপে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-খুনের ঘটনায় দোষীকে ফাঁসির সাজা শোনাল আদালত। ঘটনার ৫৫ দিনের মাথায়...

Recipe | রাঁধুন ঝরঝরে ভুনা খিচুড়ি, দেখুন রেসিপি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃষ্টি পড়লেই যে খিচুড়ি খেতে হবে তার কি কোনও মানে আছে? ইচ্ছে হলেই বানিয়ে নিতে পারেন খিচুড়ি। তবে খিচুড়ি খেতে...

Bjp | দিল্লি দখলে ‘রেউড়ি রাজনীতি’-ই ভরসা বিজেপির, মহিলাদের মাসে ২৫০০, প্রবীণদের বিমার প্রতিশ্রুতি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহিলাদের ভোটকে ভরসা করেই দিল্লি দখলের স্বপ্ন দেখছে পদ্ম শিবির। দলের ইস্তেহার প্রকাশ করে এদিন মহিলাদের জন্য নানা প্রকল্পের প্রতিশ্রুতি...

Most Popular