শিলিগুড়ি: এক যুবককে প্রেমের জালে ফাঁসিয়ে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও করে রেখেছিলেন এক মহিলা। পরে সেই ভিডিও দেখিয়ে চলছিল ব্ল্যাকমেল। প্রথম দফায় ২ লক্ষ টাকা আদায়ও করে নেয় অভিযুক্ত মহিলা ও তার শাগরেদরা। পরে আবার ওই ভিডিও দেখিয়ে ৩ লক্ষ টাকা দাবি করে তারা। এরপরই আত্মঘাতী হন ওই যুবক। গত ২ সেপ্টেম্বর বিদ্যাচক্র কলোনির বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর। পরিবারের লোকেরা পরে ওই যুবকের মোবাইল খতিয়ে দেখতে গিয়ে একটি ভিডিও দেখতে পান। সেই ভিডিও দেখে তাঁরা বুঝতে পারেন কোনও মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই যুবক। অভিযোগ, মহিলা তাদের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও করে রাখেন। এরপর থেকে ওই মহিলা, তার বন্ধু মনোজ রায় ও স্থানীয় একটি ক্লাবের কয়েকজন সদস্য ওই ব্যক্তির কাছ থেকে টাকা দাবি করতে থাকেন। ভিডিও দেখার পরই মৃত ব্যক্তির পরিবার ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিশ অসম থেকে মেডিকেল মোড় এলাকার বাসিন্দা মনোজ রায়কে গ্রেপ্তার করে। বাকি অভিযুক্তরা এখনও পলাতক। ধৃতের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, পুলিশ একজনকে গ্রেপ্তার করায় তাঁরা খুশি, তবে বাকিদেরও গ্রেপ্তার করা হোক।

