তুফানগঞ্জ: ব্যাংক থেকে টাকা তুলতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হলেন এক তরুণ। তুফানগঞ্জের ১১ নম্বর ওয়ার্ডের বীণাপানি রোডের সাতভাই পাড়ার ঘটনা। নিখোঁজ ওই তরুণের নাম বিক্রমদিত্য পাল (১৯)। তিনি তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র।
নিখোঁজ তরুণের দিদি সুপর্ণা পাল জানান, তাঁরা ৩ নম্বর ওয়ার্ডে একটি জমি কিনবেন। সেজন্য ভাই ব্যাংক থেকে টাকা তুলতে গিয়েছিল। দীর্ঘক্ষণ ভাই বাড়ি ফিরে না আসায় তাঁর খোঁজখবর শুরু হয়। কিন্তু এরপরও তাঁর খোঁজ মেলেনি। তুফানগঞ্জ থানায় মিসিং ডায়েরি করা হয়। ঘটনার তদন্ত করছে পুলিশ।