উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অশান্ত বাংলাদেশে (Bangladesh) শান্তিসেনা পাঠানোর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার এই মন্তব্যের জবাব দিলেন মুহাম্মদ ইউনূসের (Muhammad Yunus) স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী। তিনি বললেন, ‘বাংলাদেশ নয়, আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত ভারতে!’
সম্প্রতি বিধানসভায় (Bidhan Sabha) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের অস্থির পরিস্থিতি নিয়ে বলেছিলেন, ‘আমাদের প্রস্তাব, কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তিসেনা পাঠানোর আর্জি জানাক।’ সঙ্গে তিনি এও বলেছিলেন, ‘যদি বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হন, তবে আমরা তা সহ্য করব না। আমরা তাঁদের সেখান থেকে ফিরিয়ে আনতে পারি। আমাদের পরিবার, সম্পত্তি এবং প্রিয় মানুষেরা বাংলাদেশে আছেন। ভারত সরকার এই বিষয়ে যে অবস্থান নেবে, আমরা তা গ্রহণ করব। কিন্তু বিশ্বের যে কোনও প্রান্তে ধর্মীয় কারণে কেউ অত্যাচারিত হলে আমরা তার নিন্দা জানাই। আমরা এই বিষয়ে ভারত সরকার এবং প্রধানমন্ত্রীকে (PM Narendra Modi) হস্তক্ষেপ করার আর্জি জানাচ্ছি।’
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রায় ৩ দিন পর মুখ খুলল বাংলাদেশ। এদিন নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দিবস কর্মসূচিতে যোগ দিয়ে জাহাঙ্গির আলম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার জবাবে বলেন, ‘বাংলাদেশে নয়, ভারতে শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত। সীমান্তে কোনও উত্তেজনা না থাকলেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতে ধারাবাহিক অপপ্রচার চলছে। আমরা ঐক্যবদ্ধভাবে সমস্ত ষড়যন্ত্রের মোকাবিলা করব।’ এখন দেখার মুহাম্মদ ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলমের বক্তব্যের পালটা জবাব কী দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।