উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ (Russian-Ukraine war) থামাতে বহুদিন ধরেই মধ্যস্থতার কাজ করছে আমেরিকা। এদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে ইউক্রেন যে রাজি, তা আগেই জানিয়েছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। আর এবার তিনি জানিয়ে দিলেন, রাশিয়াকে ইউক্রেন অধিকৃত কুরস্ক (Kursk) অঞ্চলও ছাড়তে রাজি তিনি। তবে এর পরিবর্তে বেশ কিছু শর্ত (Condition) চাপিয়েছেন জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, কুরস্কের পরিবর্তে রাশিয়ার অধিকৃত ভূখণ্ড ফেরত দিতে হবে ইউক্রেনকে। পাশাপাশি রাশিয়া ও ইউক্রেনকে আলোচনার টেবিলে আনতে উদ্যোগ নিতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। মঙ্গলবার এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘আমরা একটি অঞ্চলের পরিবর্তে অন্য এলাকা চাই।’ পরিবর্তে ইউক্রেন কোন রাশিয়া অধিকৃত অঞ্চল দাবি করবে জানতে চাইলে জেলেনস্কি বলেন, ‘আমাদের কাছে সমস্ত অঞ্চলই গুরুত্বপূর্ণ। তাই কোনও অঞ্চলকে নিয়ে অগ্রাধিকার নেই।’ রাশিয়া ২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়া দখল করে নেয়। এরপর ২০২২ সালে ডনেৎস্ক, খেরসন, লুহানস্ক ও জাপোরিঝিয়া দখল করে। যদিও এই অঞ্চলগুলির উপর মস্কোর পূর্ণ নিয়ন্ত্রণ নেই।
সম্প্রতি ট্রাম্প জানিয়েছিলেন, শীঘ্রই তিন বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের অবসান ঘটাবেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, পুতিনের সঙ্গে আলোচনা করে অনেকটা অগ্রগতি করা হয়েছে। যুদ্ধ বন্ধ করতে রাশিয়া এবং ইউক্রেনকে যে কিছু ত্যাগ করতেই হবে একথা স্বীকার করেছেন ট্রাম্প প্রশাসনের আধিকারিকরাও।