উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শিশুর কাছ থেকে লজেন্স নেওয়ার মতো বাইডেনের থেকে টাকা নিয়েছেন জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। ইউক্রেনের প্রেসিডেন্টের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এমনকি আমেরিকার দেওয়া আর্থিক সাহায্যের (American aid) প্রতি জেলেনস্কি কৃতজ্ঞ নন বলেও উল্লেখ করেছেন তিনি।
সম্প্রতি হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠক চলাকালীন তীব্র বাদানুবাদে জড়ান ট্রাম্প ও জেলেনস্কি। এমনকি বৈঠক শেষ না করেই হোয়াইট হাউস ছাড়েন ইউক্রেনের প্রেসিডেন্ট। সেই ঘটনা নিয়ে রবিবার এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তিনি (জেলেনস্কি) একজন কঠোর লোক। তিনি বাইডেনের শাসনকালে আমেরিকার থেকে অর্থ নিয়েছেন, যেমনভাবে একটি শিশুর কাছ থেকে লজেন্স নেওয়া হয়। আমার মনেও হয়না আমেরিকার সাহায্যের জন্য তিনি কৃতজ্ঞ। আমরা তাঁকে ৩৫০ বিলিয়ন মার্কিন ডলার দিয়েছি। কিন্তু উনি বলছেন তাঁরা লড়াই করেছেন, তাঁদের সাহস আছে।’ ট্রাম্প আরও বলেন, ‘আমিই তাঁকে জ্যাভেলিন (ট্যাংক-বিরোধী অস্ত্র ব্যবস্থা) দিয়েছিলাম। ওবামা কিছুই দেননি। আমি প্রেসিডেন্ট থাকলে রাশিয়া কখনও ইউক্রেনে ঢুকতে পারত না। এমনকি ইজরায়েল-হামাস যুদ্ধও হত না।’
প্রসঙ্গত, হোয়াইট হাউসে বাদানুবাদের ঘটনা হওয়ার পর থেকেই ট্রাম্প আরও বেশি করে জেলেনস্কির সমালোচনা শুরু করেছেন। গত শুক্রবারই ট্রাম্প স্বীকার করেছেন যে দুই দেশের মধ্যে যুদ্ধ থামাতে শান্তি চুক্তি নিয়ে কিয়েভের চেয়ে মস্কোর সঙ্গে আলোচনায় বসা বেশি সহজ।