রাজ্য

Loksabha Election | ভোটের আগে চাঁচলে উন্নয়নমূলক প্রকল্পের সূচনা জেলা পরিষদের, কটাক্ষ বিজেপির

চাঁচল: শিয়রে লোকসভা ভোট। যেকোনও মুহূর্তে ঘোষণা হয়ে যেতে পারে তার দিনক্ষণ। উত্তর মালদা লোকসভায় জেতার ক্ষেত্রে তৃণমূলের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ চাঁচল বিধানসভা। কারণ গত বিধানসভা ভোটে এই বিধানসভা থেকে বড় ব্যবধানের লিড পেয়েছিল ঘাসফুল শিবির। পঞ্চায়েত ভোটেও এই বিধানসভার তিনটি জেলা পরিষদ আসনেই জিতেছে রাজ্যের শাসক দল। লোকসভার প্রাক্কালে চাঁচল বিধানসভায় উন্নয়নকে সামনে রেখেই লড়তে চাইছে তৃণমূল।

জেলা পরিষদের তরফে একাধিক এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা হচ্ছে। মূলত জোড় দেওয়া হচ্ছে রাস্তা এবং নিকাশির উপর। সঙ্গে নজর দেওয়া হচ্ছে সৌন্দর্যায়নের ক্ষেত্রেও। খরবা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ নৈকান্দা এলাকায় নিকাশি নিয়ে ব্যাপক সমস্যা ছিল। সেখানে মালদা জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দকৃত ৮ লক্ষ টাকা অর্থ ব্যয়ে ১৩৩ মিটার হাইড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে বৃহস্পতিবার। শিল্যানাস করেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন। এছাড়াও জেলা পরিষদের তরফে বাশিলহাট মোড়ে চার লক্ষ টাকা ব্যয়ে করা হচ্ছে যাত্রী প্রতীক্ষালয় এবং ৫ লক্ষ ১৫ হাজার টাকা ব্যয়ে জল প্রকল্পের কাজ। দুর্গাপুর গোপালপুরে ৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে ঢালাই রাস্তা। কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের চন্ডিগাছি শ্মশানে ছয় লক্ষ টাকা দিয়ে সীমানা প্রাচীর নির্মাণের কাজও শুরু হয়ে গিয়েছে। নুরগঞ্জের ইদগাহতেও ৮ লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে নির্মাণ হচ্ছে সীমানা প্রাচীর। সৌন্দর্যায়নের ক্ষেত্রে মহানন্দা তীরবর্তী তারাপুরে প্রায় পাঁচ বিঘা জমির উপর শিশু উদ্যানকে ঢেলে সাজানো হয়েছে। সেই কাজকেই আরও বাড়ানোর জন্য চিন্তাভাবনা করছে জেলা পরিষদ। মালদা শহরে বাঁধের অনুকরণে আশাপুরে মাধবপুর ব্রিজ এবং বাঁধরোড সাজানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।

তৃণমূলের দাবি, পঞ্চায়েতের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। যে এলাকাগুলিতে সমস্যা ছিল। লোকসভার আগে সেখানে সব জায়গায় কাজ শুরু হচ্ছে। এই উন্নয়নকে সামনে রেখে তারা লোকসভায় লড়াই করবে। যদিও এই নিয়ে বিরোধীদের গলায় কটাক্ষের সুর। বিরোধীদের অভিযোগ, যত কাজ তত কাটমানি। লোকসভার আগে ভোটের খরচ তুলতে এটা তৃণমূলের নাটক। মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন জানান, এর আগের বারে করোনার কারণে আমাদের বোর্ডের পক্ষে কাজ করতে একটু সমস্যা ছিল। এবার যত প্রতিশ্রুতি ছিল সবটা আমরা পূরণ করব। শুধু ভোট বলে না কাজ করাটাই আমাদের লক্ষ্য।

উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর কটাক্ষ, দেখুন কাজের কাজ তো এরা কিছু করে না। এসব কাজ মানেই কাটমানি। তৃণমূল নেতাদের পকেট ভরবে। মানুষের উপকার হবে না। ভোটের খরচ তো তুলতে হবে ওদের।

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Rekha Patra | গাছের ডাল নিয়ে রেখাকে তাড়া করল গ্রামবাসীরা! কী এমন হল বসিরহাটে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিক্ষোভের মুখে বসিরহাটের (Basirhat) বিজেপি প্রার্থী রেখা পাত্র (BJP Candidate Rekha…

5 mins ago

Sarada Math | সারদা মঠের অধ্যক্ষা আনন্দপ্রাণা মাতাজির জীবনাবসান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রয়াত হলেন সারদা মঠ (Sarada Math) এবং রামকৃষ্ণ সারদা মিশনের (Ramakrishna…

19 mins ago

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছত্তীসগঢ়ের বস্তারে নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত দুই মহিলা-সহ সাত মাওবাদী! সংঘর্ষ চলছেছত্তীসগঢ়ের…

21 mins ago

Ramdev | ফের বিপাকে রামদেব, পতঞ্জলির ১৪টি পণ্যের লাইসেন্স বাতিল করল উত্তরাখণ্ড সরকার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ধাক্কা খেল রামদেবের পতঞ্জলি সংস্থা (Patanjali)। এবার পতঞ্জলির ১৪টি পণ্যের…

37 mins ago

Primary Recruitment Case | ‘আপনি চাকরি খাচ্ছেন !’ বিকাশরঞ্জনকে দেখে বিক্ষোভ দেখাল চাকরিপ্রার্থীরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  বিক্ষোভের মুখে পড়লেন কলকাতা হাইকোর্টের (calcutta high court) আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য…

58 mins ago

Heatwave | তাপপ্রবাহের কারণে পশ্চিমবঙ্গ সহ ৪ রাজ্যে জারি রেড অ্যালার্ট

নয়াদিল্লি: তাপপ্রবাহের কারণে ৪টি রাজ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, বিহার, ওডিশায় লাল…

1 hour ago

This website uses cookies.