উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় অসম পুলিশের হাতে গ্রেপ্তার গায়কের তুতো ভাই। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ধৃতের নাম সন্দীপন গর্গ। তিনি অসম পুলিশে ডিএসপি পদে কর্মরত ছিলেন। সিঙ্গাপুরে জুবিনের সফরসঙ্গী ছিলেন তিনি। গায়কের মৃত্যুর ঘটনায় এর আগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তা বেড়ে হল ৫।
সিঙ্গাপুরে জুবিন গর্গের সঙ্গে যাঁরা গিয়েছিলেন, অসম পুলিশ তাঁদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল। গত ৩০ সেপ্টেম্বর হাজিরা দিয়েছিলেন সন্দীপনও। ঘটনার দিন জুবিন কেন সাঁতার কাটতে নেমেছিলেন, তাঁর শারীরিক অবস্থা কেমন ছিল, কেন তাঁকে বাঁচানো গেল না – এসব জানতে চান তদন্তকারীরা। সিঙ্গাপুরে যখন গায়ক জলে ডুবে মারা যান, সেই সময় নাকি তাঁর সঙ্গে ছিলেন তুতো ভাই সন্দীপন। সেই কারণে তদন্তকারীরা তাঁকে হেপাজতে নিয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জুবিনের রহস্যমৃত্যুতে ইতিমধ্যে বিশেষ তদন্তকারী দল গ্রেপ্তার করেছে প্রয়াত গায়কের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মাকে। এছাড়া জুবিনের ব্যান্ডের সদস্য শেখরজ্যোতি গোস্বামীকেও পাকড়াও করেছে পুলিশ। ‘নর্থইস্ট ফেস্টিভাল’-এর আয়োজক শ্যামকানু মহন্ত ও আর এক সংগীতশিল্পী অমৃতপ্রভা মহন্তকেও গ্রেপ্তার করা হয়েছে। জুবিনের স্ত্রী গরিমা স্বামীর মৃত্যুর যথাযথ তদন্ত ও বিচার চাইছেন।

