Breaking News

আগামীদিনে রাজ্যে ১০ লক্ষ কর্মসংস্থান: মমতা

কলকাতা: আগামীদিনে রাজ্যে ১০ লক্ষ কর্মসংস্থান হবে। সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতার মেয়ো রোডে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানালেন, রাজ্যের বাইরে যাওয়ার প্রয়োজন নেই, কাজের অভাব থাকবে না। দুয়ারে সরকারে পরিযায়ী শ্রমিকদের নাম-ঠিকানা নথিভুক্ত করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, শিক্ষকদের ২৪ হাজার শূন্যপদ রয়েছে, কিন্তু কেউ গিয়ে মামলা করে দিচ্ছে।

এদিন পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে মমতা জানান, বাংলায় সব সুবিধা দেওয়া সত্ত্বেও কেউ বাইরে কাজ করতে গেলে সরকারের কিছু করার নেই। তিনি বলেন, ‘এখানে সব করে দিয়েছি। ব্যবসার টাকাও দেব বলেছি। তাও কেউ বাইরে গেলে আমি কী করতে পারি? বাংলা তো শিক্ষায় এক নম্বর। তাও বাইরে পড়তে যান অনেকে। যেতেই পারেন।’ তিনি জানান, সামাজিক নিরাপত্তায় পশ্চিমবঙ্গ সারা দেশে প্রথম।

এদিন মেয়ো রোডের গান্ধি মূর্তির পাদদেশে শাসকদলের ছাত্র শাখার প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষ্যে মঞ্চে বক্তব্য রাখতে উঠেই প্রবল রোদের মধ্যে ধৈর্য ধরে বসে থাকা ছাত্র যুবদের কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী। নিজের ছাত্র রাজনীতির সময়ের স্মৃতিচারণ করে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আমি ছাত্র রাজনীতি থেকে এসেছি। এটাই আমার গর্ব। ববি, অরূপ, মদন এরা সবাই ছাত্র সময় থেকেই রাজনীতি করে আসছে। কলেজে পড়ার সময় দুধের ডিপোতেও কাজ করেছি। সেই টাকাটা যোগমায়া দেবীর কলেজ প্রেসিডেন্ট হিসেবে পড়ুয়াদের জন্য খরচ করতাম। ব্যানার, ফেস্টুন, পোস্টারের খরচা। আমাকে সেসময় ডিএসও টানার অনেক চেষ্টা করেছে। কিন্তু দল বদল করতে পারিনি। কী করে যাব আমার বাবা যে স্বাধীনতা সংগ্রামী ছিল। কিন্তু পরে কংগ্রেস করতে গিয়ে দেখলাম, তারা সিপিএমের সঙ্গে এমন আঁতাত করল যে ২১ জুলাই ১৩টা প্রাণ চলে গেল। কিন্তু তারপরও কংগ্রেস কাউকে পাঠায়নি।’ এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ছাত্র সংগ্রামের কথা সবার সামনে তুলে ধরেন। সিপিএম থেকে বিরোধীদের আক্রমণ করে অতীতে তাঁর উপর হওয়া আক্রমণের বৃন্তান্ত তুলে ধরেন। তিনি বলেন, ‘একবার তো রটে গেল আমি মারা গিয়েছি। সংসদ পর্যন্ত মুলতুবি হয়ে গিয়েছিল।’ চন্দ্রযান-৩-এর অবতরণ দেখতেই পাননি বলে জানালেন মমতা। তিনি বলেন, ‘টিভির সামনে বসেছিলাম। ল্যান্ডিংটা তো দেখতেই পেলাম না। সফট ল্যান্ডিং হল না রাফ, বোঝা গেল না।’ বাংলার ২৮ বিজ্ঞানী ইসরোর চন্দ্রাভিযানে রয়েছে বলে জানালেন মমতা।

বাজি কারখানার বিস্ফোরণের কথা বলতে গিয়ে বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ‘বিজেপি শাসিত রাজ্যগুলিতে তো মানুষ মরছেন। রেল দুর্ঘটনায় ৩০০ জন মারা গেলেন। মিজোরাম, মণিপুর, উত্তরপ্রদেশ, গুজরাটে মানুষ মারা যাচ্ছেন। সেখানে তো কোনও দল পাঠানো হচ্ছে না।’ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন অন্তর্বর্তিকালীন উপাচার্য বুদ্ধদেব সাউয়ের প্রসঙ্গেও এদিন মুখ খোলেন মমতা। তাঁর অভিযোগ, বিজেপির লোককে উপাচার্য করা হয়েছে। মেয়ো রোড থেকে বাজি শ্রমিকদের উদ্দেশে মমতার পরামর্শ, সবুজ বাজি তৈরি করুন। তাতে টাকা কিছুটা কম হবে। কিন্তু জীবন তো বাঁচবে।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Weather Report | উত্তর সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীব্র দাবদাহ কাটিয়ে স্বস্তির বৃষ্টি রাজ্যজুড়ে। ফের আকাশে কালো মেঘের ঘনঘটা…

23 mins ago

Flying Taxi | ভারতের আকাশে উড়ন্ত ট্যাক্সি! পরিবহণ ব্যবস্থায় নতুন চমক, প্রকাশ্যে ছবি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের অন্যতম নামকরা শিল্পপতি তথা মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা (Anand…

33 mins ago

IPL | ইডেন গার্ডেনসে মুম্বই বধ কেকেআরের, প্লে অফের টিকিট নিশ্চিত কলকাতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইডেন গার্ডেনসে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএলের প্লে অফে নিজেদের জায়গা পাকা…

9 hours ago

Asansol | আম কুড়োতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, বজ্রাঘাতে মৃত্যু বিজেপি কর্মীর ছেলের

বারাবনি: বৃষ্টির মধ্যে বাড়ির অদূরে আম কুড়োতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হলো এক বিজেপি কর্মীর ছেলের।…

9 hours ago

Maynaguri | অভাবের চোখরাঙানি উপেক্ষা করে নজির কৃতী পড়ুয়ার, উচ্ছ্বসিত গোটা গ্রাম

ময়নাগুড়ি : দারিদ্র্যের মাঝেও নজির প্রত্যন্ত এলাকার পড়ুয়ার। ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি এলাকার ভবানী হাই স্কুলের…

10 hours ago

Siliguri | শিলিগুড়িতে রাতে প্রবল বর্ষণ, কিছু জায়গায় দাঁড়ালো জল

শিলিগুড়ি : অবশেষে প্রবল বৃষ্টি শিলিগুড়িতে। যার ফলে ব্যহত হল শহরের রাতের নগর জীবন। মনে…

10 hours ago

This website uses cookies.