সোমবার, ১৭ মার্চ, ২০২৫

জীবন্ত ট্যাবলো প্রতিযোগিতার মধ্য দিয়ে ২৬তম রাস উৎসব শেষ হল গাজোলে

শেষ আপডেট:

গাজোল: লক্ষাধিক মানুষের সমাগমে জীবন্ত ট্যাবলো প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হল ২৬তম রাস উৎসব। ট্যাবলো প্রতিযোগিতা দেখার জন্য বিকেল থেকেই ভিড় জমতে শুরু করে গাজোল শহরের বিভিন্ন জায়গায়। সন্ধ্যে ৬টার পর কদুবাড়ি মোড় থেকে শুরু হয় ট্যাবলো প্রতিযোগিতা। ট্যাবলোর আগে রায় বেশে নাচ প্রদর্শন করছিলেন মুর্শিদাবাদ থেকে আসা ১২ জনের একটি দল। এরপর ছিল আদিবাসী নৃত্য। তারপর ছিল মহিলা ঢাকিদের দল। এরপর একে একে ট্যাবলোর গাড়িগুলো আসতে শুরু করে। এবার ৪৩টি গাড়ি ট্যাবলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। জীবন্ত ট্যাবলো দেখার জন্য বামনগোলা মোড় থেকে তুলসিডাঙ্গা হাসপাতাল মোড় পর্যন্ত ৫১২ নম্বর জাতীয় সড়কের প্রায় দুই কিলোমিটার এবং বিদ্রোহী মোড় থেকে কদুবাড়ি মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা চলে গিয়েছিল জনতার দখলে। একটা সময় এই দুই রাস্তায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। অনেক কষ্টে ৫১২ নম্বর জাতীয় সড়কের একটি লেন খোলা রাখতে সমর্থ হয় পুলিশ।

গাজোল সর্বজনীন রাস উৎসব কমিটির সম্পাদক বিধানচন্দ্র রায় জানালেন, এবারের রাস উৎসবের বাজেট ছিল ৪০ লক্ষ টাকা। মাঝখানে বৃষ্টির জন্য দু’দিন অনুষ্ঠান পন্ড হয়ে যাওয়াতে উৎসব আরও দু’দিন বাড়াতে হয়েছে। যার ফলে আরও বেশ কিছু টাকা খরচ হয়েছে। এবারের রাস উৎসবে রেকর্ড পরিমাণ ৪৩টি ট্যাবলো অংশগ্রহণ করেছিল। রাস উৎসব যাতে খুব ভালোভাবে সম্পন্ন করা যায় তার জন্য জেলা প্রশাসন, ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসন আমাদের দারুণভাবে সহযোগিতা করেছে। দমকল দপ্তরের একটি ইঞ্জিন প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমাদের সঙ্গে ছিল। তবে কোনওরকম অঘটন ছাড়াই এবারও শেষ হল রাস উৎসব।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Kishanganj | ফের অগ্নিকাণ্ড চানামনা গ্রামে, পুড়ে ছাই তিনটি বাড়ি

কিশনগঞ্জ: রবিবার রাতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল তিনটি বাড়ি।...

Coochbehar | গৃহশিক্ষকের কুপ্রস্তাবের চাপে ‘আত্মঘাতী’ ছাত্রী

বুল নমদাস, নয়ারহাট : ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক...

Jaldapara National Park | অফলাইনে টিকিটে ভোগান্তি, জলদাপাড়ায় সমস্যা এলিফ্যান্ট রাইডিংয়েও

নীহাররঞ্জন ঘোষ, মাদারিহাট: অফলাইনে টিকিট দেওয়ার নিয়ম চালু হতেই...

Yogi | দোলের দিন শান্তি বজায় রাখতে পারলেন না, অথচ ‘মৃত্যুকুম্ভ’ বলছেন! মমতাকে তীব্র কটাক্ষ যোগীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দোল উৎসবকে (Dol Utsav) কেন্দ্র...