রায়পুর: ছত্তিশগড়ে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে তীব্র গুলির লড়াই। রবিবার দান্তেওয়াড়ায় মাও দমন অভিযানে নামে পুলিশ ও যৌথ নিরাপত্তারক্ষী বাহিনী। গুলির লড়াইয়ে হত তিন মাওবাদী। পুলিশের তরফে জানানো হয়েছে, মাওবাদীদের গতিবিধির খবর আগাম পেয়ে বিশেষ অভিযান শুরু করে তারা। এরপর বিকেল সাড়ে ৫টা নাগাদ মাওবাদীদের একটি দলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের। গুলিতে তিনজনের মৃত্যু হলেও বাকিরা ঘন জঙ্গলে গা ঢাকা দেন।
বস্তার পুলিশের আইজি সুন্দররাজ পি জানিয়েছেন, কাতেকল্যাণ পুলিশ থানার নিকটবর্তী দাব্বাকুন্না গ্রামের কাছে একটি পাহাড়ি অঞ্চলে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ দান্তেওয়াড়া-সুকমা সীমানার কাছে যখন অভিযান চালাচ্ছে, তখনই অতর্কিতে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা জবাব দেয় পুলিশ ও সেনা। ওই এলাকা থেকে প্রচুর অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। এখনও এলাকায় তল্লাশি অভিযান চলছে।