রাজ্য

Basanti Puja | ঢেঁকিভাঙা চালে ভোগ হয় দেবীর, ৩৫০ বছরে পা দিল গোস্বামী বাড়ির বাসন্তীপুজো

জলপাইগুড়ি: বাংলাদেশের পাবনার বাসন্তীপুজোর আমেজ জলপাইগুড়ি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের অরবিন্দনগরে। গোস্বামীবাড়ির এই পুজো দেখতে দেখতে এবার ৩৫০ বছরে পা দিল। সাত-আট পুরুষ ধরে চলে আসা পুজো অন্যমাত্রা যোগ করেছে পরিবারে। আজও ঢেঁকিভাঙা চালে বাসন্তীদেবীকে ভোগ নিবেদন করেন তাঁরা। পুত্রবধূ স্বপ্না গোস্বামী বলেন, ‘১৯ বছর হল এই বাড়িতে এসেছি। আমি একমাত্র বৌমা। বিয়ের পর থেকে আমি মায়ের পুজোর যাবতীয় কাজ করি। বেশ ভালো লাগে। আজকাল ঢেঁকির প্রচলন নেই বললেই চলে। কিন্তু আজও বাসন্তীপুজোয় আমাদের বাড়িতে ঢেঁকি চলে। মাকে ওই চাল দিয়ে অন্নভোগ দেওয়া হয়।’ মঙ্গলবার অষ্টমীতে ঢাকের তালে নিষ্ঠাসহকারে গোস্বামীবাড়িতে পূজিতা হলেন বাসন্তীদেবী।

বংশপরম্পরায় হওয়া এই পুজোর দায়িত্ব এখন অমর গোস্বামীর কাঁধে। অমর বলেন, ‘বাংলাদেশে থাকাকালীন পূর্বপুরুষেরা বৈষ্ণব মতে পুজো করতেন। জায়গা পরিবর্তন হলেও নিয়মনীতির একচুল হেরফের হয়নি। সেই নিয়ম মেনে প্রতিমা বানানো থেকে পুজো চলছে।’ তাঁর সংযোজন, ‘আমাদের পুজোয় মায়ের ডান দিকে নয়, বামে থাকেন সিদ্ধিদাতা গণেশ। মায়ের কাছে সংকল্পের সময় শুধু নিজেদের নয়, সকলের জন্যই প্রার্থনা করা হয়৷ মা যেন সকলকে ভালো রাখেন। তবেই এত পুরোনো পুজোর মাহাত্ম্য বজায় থাকবে।’ মঙ্গল, শনি বা বৃহস্পতিবার হোক না কেন, দশমীর দিন বিসর্জন হবে বলে জানালেন পরিবারের সদস্যরা।

এদিন সকাল থেকে গোস্বামীবাড়িতে পুজোর চরম ব্যস্ততা লক্ষ করা গেল। দূরদূরান্ত থেকে প্রচুর ভক্ত এসেছিলেন মায়ের পুজো দেখার পাশাপাশি অঞ্জলি দিতে। অঞ্জলি দিচ্ছিলেন বামনপাড়া থেকে আসা প্রিয়াংকা দাস। প্রশ্ন করতেই বললেন, ‘নতুন বিয়ে হয়ে আসার পর শুনেছি এখানে শ্বশুরবাড়ির সকলে পুজো দেন। ৩৫০ বছরের পুজোতে অঞ্জলি দেওয়ার লোভ সামলাতে না পেরে এসেছি। খুব ভালো লাগছে। মা ভালো রাখলে আগামী বছরও আসব।’

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Indian Student Protest in Canada |  কানাডায় হঠাৎ নিয়ম বদল, বিতারনের মুখে ভারতীয় পড়ুয়ারা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কানাডার (Canada) বুকে প্রিন্স এডওয়ার্ড দ্বীপে সমস্যার মুখে পড়েছেন ভারতীয় পড়ুয়ারা।…

32 mins ago

Alipurduar | শুকিয়ে গিয়েছে অধিকাংশ নদী-ঝোরা, জলসংকট বক্সার তিন গ্রামে

মণীন্দ্রনারায়ণ সিংহ, আলিপুরদুয়ার: পাহাড়ের বুক চিড়ে আসা অধিকাংশ নদী ও ঝোরা শুকিয়ে গিয়েছে। ফলে আলিপুরদুয়ারে…

1 hour ago

Lightning | বন্ধুদের সঙ্গে গল্পে মগ্ন অসিত, বাড়িতে নিথর দেহ ফিরতেই উঠল কান্নার রোল

গাজোল: বৃহস্পতিবার দুপুরে আদিনা (Adina) এলাকায় বজ্রাঘাতে (Lightning Strike) মৃত্যু হয় এক ছাত্রের। বছর ১৯…

1 hour ago

Mamata Banerjee | মঞ্চেই জুতো ছিঁড়ল মমতার, সেফটিপিন লাগিয়ে আদিবাসীদের সঙ্গে নৃত্যে পা মেলালেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নির্বাচনি প্রচারে গিয়ে জুতো ছিঁড়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সভার মাঝেই…

1 hour ago

Balurghat | শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে তাক লাগানো ফল, পাশে দাঁড়াল প্রশাসন

বালুরঘাট: ৮০ শতাংশ শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে উচ্চমাধ্যমিকে (HS Result 2024) ৯২ শতাংশ নম্বর পেয়ে তাক…

1 hour ago

Abhijit Ganguly | মমতাকে নিয়ে ‘কুকথা’, অভিজিৎকে শোকজ করল নির্বাচন কমিশন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) নিয়ে লোকসভা ভোটের (Lok Sabha…

2 hours ago

This website uses cookies.