Tuesday, May 14, 2024
HomeTop Newsভোটের আগে দলবদলের হিড়িক রাজ্যে, দুবরাজপুরে একদিনে দু’বার ফুল বদল করল ৫০টি...

ভোটের আগে দলবদলের হিড়িক রাজ্যে, দুবরাজপুরে একদিনে দু’বার ফুল বদল করল ৫০টি পরিবার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোটের আগে দলবদলের খেলা শুরু হয়েছে রাজ্যে। তবে বীরভূম জেলার দুবরাজপুরে আলাদাই ছবি নজরে আসল। মঙ্গলবার সন্ধ্যায় দুবরাজপুর বিধানসভার অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের বেলবুনী গ্রামে ৫০টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা। তার ২৪ ঘণ্টা যেতে না যেতেই ফের দল বদল করল ওই ৫০টি পরিবার। পুনরায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল ওই ৫০টি পরিবার। বৃহস্পতিবার তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন দুবরাজপুর ব্লকের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল খান।

পুনরায় তৃণমূলে যোগ দেওয়া ওই পরিবারগুলির এক সদস্য বলেন, ‘আমরা ভুল বুঝে বিজেপিতে যোগ দিয়েছিলাম। আমরা বরাবর তৃণমূল সমর্থক। দলের নেতা কর্মীদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। সেই কারণে অভিমান করে বিজেপিতে চলে গিয়েছিলাম। কিন্তু দল ছাড়ার পরেও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এসে আমাদের সঙ্গে কথা বলে সব অভিযোগ শোনেন। তারপরই আমরা আবার তৃণমূলে ফিরে আসার সিদ্ধান্ত নিই।‘

এই বিষয়ে দুবরাজপুরের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল খান বলেন, বিজেপি ভয় দেখিয়ে ভুল বুঝিয়ে গরীব মানুষগুলিকে দলে টেনেছিল। কিন্তু তাঁরা নিজের ভুল বুঝে আমাদের ছাতার তলায় আবার ফিরে এলেন। বিজেপির এই ভয়ের রাজনীতি দুবরাজপুরে চলবে না।‘

দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, ‘ওই পরিবারগুলি স্বেচ্ছায় বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু যোগ দেওয়ার দিনই রাতের দিকে তৃণমূলের গুণ্ডাবাহিনী তাঁদের গিয়ে হুমকি দেয়। সেই কারণেই তাঁরা ফের তৃণমূলে যোগ দেয়।‘

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Dengue | ডেঙ্গি মোকাবিলায় আগাম সতর্কতা, স্কুল, কলেজ সাফাই করবে পুরনিগম

0
রাহুল মজুমদার, শিলিগুড়ি: ডেঙ্গি (Dengue) পরিস্থিতি মোকাবিলায় এবার কোমর বেঁধে নামতে চাইছে পুরনিগম। শহরের সমস্ত সরকারি হাউজিং কমপ্লেক্স, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর সাফাই করে দেওয়ার...

CM Mamata Banerjee | ‘নাগরিকত্ব দেওয়ার নাম করে টাকা তুলছেন শান্তনু ঠাকুর’, বড় অভিযোগ...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একজন দলের প্রাক্তন কর্মী, অন্যজন বিজেপির প্রতিমন্ত্রী। কোন রাখঢাক না রেখে নির্বাচনি জনসভা (Election campaign) থেকে বিজেপির দুই হেভিওয়েট প্রার্থী...

Mamata Banerjee | ‘সিপিএমের হার্মাদরাই এখন বিজেপিতে’, বনগাঁয় আক্রমণ মমতার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘সিপিএমের হার্মাদরাই এখন বিজেপিতে।’ মঙ্গলবার বনগাঁয় (Bangaon) সভা থেকে সন্দেশখালি (Sandeshkhali Incident) নিয়ে সিপিএম এবং বিজেপিকে একযোগে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী...

PM Narendra Modi | গঙ্গারতির পর কালভৈরব মন্দিরে পুজো দিয়ে বারাণসীতে মনোনয়ন পেশ মোদির,...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহাসমারোহে মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মঙ্গলবার বারাণসীর (Varanasi) জেলাশাসকের দপ্তরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi...

Cannes Film Festival | শুরু হচ্ছে ৭৭তম কান চলচ্চিত্র উৎসব, ভারতকে প্রতিনিধিত্ব কিয়ারার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুরু হচ্ছে ৭৭তম কান চলচ্চিত্র উৎসব। এবছর ভারতকে প্রতিনিধিত্ব করতে চলেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবানি। আজ, মঙ্গলবার থেকে শুরু হল...

Most Popular