রাজ্য

পূর্ণবয়স্ক হরিণের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

শামুকতলা: একটি পূর্ণবয়স্ক হরিণের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। সোমবার কুমারগ্রাম ব্লকের নারারথলি বিট অফিস সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা কাঁকরোলখেতের ভেতরে লোহার তারের মধ্যে হরিণের ক্ষতবিক্ষত দেহ দেখতে পান। এরপর তাঁরা বক্সা ব্যাঘ্র-প্রকল্পের নারারথলি বিট অফিসে খবর দেন। বনকর্মীরা ঘটনাস্থলে আসেন। খবর দেওয়া হয় সাউথ রায়ডাক রেঞ্জের বনকর্মীদেরও। রেঞ্জ অফিস থেকেও বনকর্তারা আসেন ঘটনাস্থলে। কীভাবে হরিণটির মৃত্যু হয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে বন দপ্তর। বন দপ্তরের অনুমান, চিতাবাঘের আক্রমণে হরিণটির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা সম্ভব হবে বলে জানিয়েছেন বনকর্মীরা। হরিণটি স্পটেড ডিয়ার প্রজাতির।

স্থানীয় বাসিন্দা আনন্দ বিশ্বাস জানান, এদিন সকালে কমিউনিটি হলের পাশের খেতে একটি পূর্ণবয়স্ক হরিণের ক্ষতবিক্ষত দেহ দেখতে পান গ্রামের কয়েকজন। হরিণটিকে খুবলে খাচ্ছিল কয়েকটি কুকুর। চাষের জমিতে কাজ করতে যাওয়ার পথে বিষয়টি নজরে আসে স্থানীয় কয়েকজনের। হরিণটি জীবিত রয়েছে, এমন মনে করেই তাঁরা কুকুরগুলোকে তাড়িয়ে দেন। কিন্তু কাছে গিয়ে বুঝতে পারেন, হরিণটি মৃত। কীভাবে সেটির মৃত্যু হল, তা নিয়েই চর্চা শুরু হয়েছে গ্রামে।

বন দপ্তর জানিয়েছে, হরিণটি এদিন চিতাবাঘের তাড়া খেয়ে বক্সা ব্যাঘ্র-প্রকল্পের নারারথলি জঙ্গল থেকে বিট অফিস সংলগ্ন গ্রামে চলে আসে। এখানে একটি কাঁকরোলখেতে ঢুকে পড়ে হরিণটি। খেতের চারদিকে লোহার তারের উঁচু বেড়া দেওয়া ছিল। সেখানে এসে হরিণটিকে আক্রমণ করে চিতাবাঘটি। তাতেই মৃত্যু হয় বুনোটির। হরিণের শিংটি তারের বেড়ায় আটকে যায়। এর ফলে চিতাবাঘ হরিণটিকে সহজেই বাগে পেয়ে যায়। দেহের অনেকটা অংশ খুবলে খায় চিতাবাঘ। এরপর হরিণটির উপর আক্রমণ চালায় কুকুরের দল।

সাউথ রায়ডাকের রেঞ্জ অফিসার দেবাশিস মণ্ডল বলেছেন, ‘জঙ্গল থেকে চিতাবাঘের তাড়া খেয়ে হরিণটি নারারথলি বিট অফিস সংলগ্ন গ্রামে চলে আসে। সেখানে চাষের জমির তারের বেড়ায় শিং আটকে যায়। এরপরই হরিণটিকে খুবলে খেতে শুরু করে চিতাবাঘ। সেই সময় গ্রামের কয়েকটি কুকুর এসে চিৎকার শুরু করলে সেটি ভয়ে পালিয়ে যায়।’ তাঁর সংযোজন, ‘চিতাবাঘের আক্রমণে হরিণটির মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিক তদন্তে মনে করছি। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Siliguri | মহানন্দা সেতুর নীচে মদ-জুয়ার আসর, ক্ষোভ বাসিন্দাদের

শিলিগুড়ি: পুলিশের নাকের ডগায় বসেছে জুয়ার আসর। শিলিগুড়ির(Siliguri) এয়ারভিউ মোড় সংলগ্ন মহানন্দা সেতুর(Mahananda Bridge) নীচেই…

52 mins ago

Siliguri | বৃষ্টিতে ডেঙ্গির প্রকোপ বাড়ার শঙ্কা, নজরদারি বাড়াচ্ছে পুরনিগম

রাহুল মজুমদার, শিলিগুড়ি: বৃষ্টি নিয়ে দোলাচলে শিলিগুড়ি (Siliguri) পুরনিগমের দুই দপ্তর। জল সংকটের মাঝে বৃষ্টিতে…

53 mins ago

COVID-19 | ফের থাবা করোনার! সিঙ্গাপুরে আক্রান্ত প্রায় ২৬ হাজার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সিঙ্গাপুরে (Singapore) নতুন করে থাবা বসাল করোনা ভাইরাস (COVID-19)। করোনার নতুন…

1 hour ago

Elephant | ফের জঙ্গলে রুটিন টহলদারিতে শিলাবতী

ময়নাগুড়ি: দেখতে দেখতে তিন মাসের বেশি সময় হয়ে গেল। রামশাই (Ramsai) মেদলা ক্যাম্পের জঙ্গলে সেভাবে…

1 hour ago

Health Care Centre | উদ্বোধনের পাঁচ মাস পরেও অচল স্বাস্থ্যকেন্দ্র

কার্তিক দাস, খড়িবাড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন অধিকারীর বারাসতভিটার সুস্বাস্থ্যকেন্দ্র…

2 hours ago

This website uses cookies.