জীবনযাপন

ঘুমের মধ্যেও মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছে? যা ডেকে আনতে পারে জটিল রোগ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘুমের মধ্যেও মন ছটফট, দুশ্চিন্তার ছোটাছুটি। চোখ বুজলেও মনে চিন্তা ঘুরপাক খেতে থাকে। স্বপ্নের মধ্যেও সেই একই ঘটনার প্রত্যাবর্তন। এমন হলে সাবধান। মনোবিদেরা বলছেন, ব্যস্ত থাকা ভাল। তবে, মাথায় সারাক্ষণ কাজের চিন্তা ঘুরতে থাকা আসলে ‘টাইম ফ্যামিন’।

‘টাইম ফ্যামিন’ কী?

ব্যস্ততা রয়েছে, কিন্তু কোনও কাজই সঠিক ভাবে করা হচ্ছে না। আবার, কোনও কাজ শুরু হলেও তা সুষ্ঠুভাবে শেষ করা যাচ্ছে না। এ দিকে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার মতো সময়ও নেই। মানসিক স্বাস্থ্যের অবনতি হওয়ার পিছনে এমন পরিস্থিতি একাই একশো। তবে, চাইলে জটিল এই পরিস্থিতিও সামলে ওঠা যায়। তার জন্য কী কী পরিবর্তন আনতে হবে?

সময় বেঁধে ফেলুন:

শুধু ঘুমের সময়টুকু বাদ দিলে সারাক্ষণই কোনও না কোনও কাজ করেই চলেছেন। নাওয়া-খাওয়ার সময় নেই। শুনতে ভাল লাগলেও মাথার জন্য এই অভ্যাস ভাল নয়। মনোরোগ চিকিৎসকেরা বলছেন, একঘেয়ে কাজ করতে কারও ভাল লাগে না। কাজের মাঝে-মাঝে তাই বিরতি নেওয়ার প্রয়োজন রয়েছে। তাতে যেমন শরীরের ভাল হয়, তেমন কাজের মানও উন্নত হয়। ঘরে-বাইরে নানা রকম কাজ থাকে। সেগুলি সঠিক ভাবে সম্পন্ন করতে গেলে সময় ভাগ করে নেওয়াও জরুরি।

উদ্‌যাপন করতে শিখুন:

যত ব্যস্ততাই থাক, তার মাঝে যেটুকু সময় পাওয়া যায়, সেই সময়টুকু চুটিয়ে মজা করতে শিখুন। দু’-তিন দিন কাজ থেকে ছুটি নিয়ে কোথাও ঘুরে আসতে পারেন। একেবারেই সময় না থাকলে অফিস ছুটির পর সিনেমা দেখতে কিংবা কোথাও খেতে যেতে পারেন। অফিসের কাজ থেকে ছুটি পেয়ে কোমর বেঁধে বাড়ির কাজ সারতে গেলে কিন্তু হবে না।

নিজের জন্য খরচ করুন:

কোনও একটা দিন অতিরিক্ত সময় কাজ করলে পরের দিন নিজেকে উপহার দিন। তা খুব দামি কিছু না-ও হতে পারে। বাইরে থেকে খাবার কিনে এনে খেতে পারেন।

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

আত্মহননের ঝোঁক বেশি অবিবাহিতদের! কী বলছেন মনোবিদরা?

(যুগ বদলায়। বদলায় প্রেমের ধরনও। আজকাল কৈশোরেই সোশ্যাল মিডিয়ায় প্রেমে মজে নতুন প্রজন্ম। ধোঁকা, বিচ্ছেদ…

55 seconds ago

Jalpaiguri | ভারী বৃষ্টিতে চিন্তা বাড়াচ্ছে তিস্তা, বন্যা রোধে বৈঠক সেচ দপ্তরের

জলপাইগুড়ি: গতবছর সিকিম বিপর্যয়ের পর তিস্তা অববাহিকায় তৈরি হয়েছে একাধিক চ্যানেল। বহু জায়গায় পড়েছে বালির…

14 mins ago

PM Narendra Modi | পুরীতে রোড-শো মোদির, জনসমুদ্র দেখে আপ্লুত নমো

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু মাথা। গলি থেকে বড় রাস্তা চারদিকে…

17 mins ago

Alipurduar | বক্সা, জয়ন্তীতে পড়ুয়া কমছে নেপালি স্কুলে

প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের (Alipurduar) বক্সা, জয়ন্তী পাহাড়ি এলাকায় আঞ্চলিক ভাষায় পড়াশোনা করার আগ্রহ কমছে…

31 mins ago

Bangaon | বনগাঁয় তৃণমূল প্রার্থীকে বুথে ঢুকতে বাধা! কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নালিশ কমিশনে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ তৃণমূলের প্রার্থীকে বুথে ঢুকতে দিল না কেন্দ্রীয় বাহিনী। সোমবার সকালে এমনই…

35 mins ago

Cooch Behar | কোচবিহারে আপেল চাষে পাইলট প্রোজেক্ট

 চাঁদকুমার বড়াল, কোচবিহার: কোচবিহারে (Cooch Behar) কৃষি ব্যবস্থায় নতুন দিক খুলতে চলেছে। এবার কৃষি দপ্তরের…

47 mins ago

This website uses cookies.