উত্তরবঙ্গ

Siliguri | ঝড়-বৃষ্টিতে দেরিতে ট্রেন, দুর্ভোগ চরমে

সানি সরকার, শিলিগুড়ি: প্রাকৃতিক দুর্যোগের জেরে দুর্ভোগে ট্রেনযাত্রীরা। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গগামী ট্রেন(Train) তো বটেই, অসম থেকে উত্তরবঙ্গ হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলা ট্রেনগুলিও কয়েক ঘণ্টা দেরিতে চলছে। ফলে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেকেই ক্ষোভ উগরে দিচ্ছেন। আবার অনেকে সমস্যায় পড়লেও প্রাকৃতিক দুর্যোগকে মেনে নিচ্ছেন। তাঁদের মধ্যে বড় একটা অংশ বুধবার নিউ জলপাইগুড়িতে পা রেখে শিলিগুড়ির আবহাওয়া দেখে মোহিত হয়ে যান। ‘শিলিগুড়ির(Siliguri) আবহাওয়া যখন এত সুন্দর, পাহাড় তো আরও অপরূপ’, বলতে শোনা গিয়েছে দক্ষিণবঙ্গের অনেক পর্যটককে। তাঁদের গন্তব্য যে গ্যাংটক অথবা দার্জিলিং, বুঝতে অসুবিধা হয় না।

কয়েকদিন ধরেই ঝড়-বৃষ্টির সাক্ষী থাকছে দক্ষিণবঙ্গ। প্রতিদিনই কোথাও না কোথাও আছড়ে পড়ছে ঝড়। দোসর হয়ে উপস্থিত ভারী বৃষ্টি, যা স্বস্তি এনে দিয়েছে সেখানকার বাসিন্দাদের। কিন্তু মঙ্গলবার রাতে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে কলকাতা, হাওড়া, বর্ধমান, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা সহ বেশ কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করে আবহাওয়া দপ্তর। রাত ১০টার পর থেকে একাধিক জায়গায় ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার গতিতে ঝড় শুরু হয়ে যায়। যার ফলে দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেসের মতো উত্তরবঙ্গগামী কয়েকটি ট্রেনকে বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। পদাতিককে রামপুরহাটে দাঁড় করিয়ে রাখা হয়েছিল বলে জানান আকাশনীল চৌধুরী। তিনি বলেন, ‘প্রচণ্ড ঝড়-বৃষ্টি হচ্ছিল সে সময়। এত আওয়াজ হচ্ছিল যে আমরা অনেকেই ভয় পেয়ে যাই।’

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ট্রেনগুলির যাত্রা শুরু হয় বলে রেল সূত্রে খবর। যার জেরে এদিন ৮টা ৫ মিনিটের পরিবর্তে দার্জিলিং মেল এনজেপিতে পৌঁছায় ১১টা নাগাদ। ট্রেনটি হলদিবাড়িতে ৯টা ৫৫ মিনিটের পরিবর্তে পৌঁছায় ১২টা ২৫ মিনিটে। পদাতিক ৯টা ১৫ মিনিটের পরিবর্তে ১০টা ৪০ এবং নিউ আলিপুরদুয়ারে ১২টা ২৫ মিনিটের পরিবর্তে ২টায় পৌঁছায়।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলছেন, ‘প্রচণ্ড গতিতে ঝড় হওয়ায় ঝুঁকি এড়াতে ট্রেনগুলিকে বিভিন্ন স্টেশনে দাঁড় করানো হয়েছিল।’

তাৎপর্যপূর্ণভাবে এদিন নিউ আলিপুরদুয়ারে নির্দিষ্ট সময়ের আগে পৌঁছালেও তিস্তা-তোর্ষা এক্সপ্রেস শিয়ালদার উদ্দেশে রওনা দেয় দুপুর ১২টা ২০ মিনিটের পরিবর্তে ৩টা ২৫ মিনিটে। এই দেরির ব্যাখ্যা অবশ্য পাওয়া যায়নি রেলকর্তাদের কাছ থেকে। যথারীতি শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস প্রায় ছয় ঘণ্টা, হাওড়াগামী কামরূপ এক্সপ্রেস আড়াই ঘণ্টা ও সরাইঘাট এক্সপ্রেস এক ঘণ্টা দেরিতে চলাচল করছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলছেন, ‘প্রাকৃতিক দুর্যোগের জেরে কিছুটা সমস্যা হচ্ছে। আপ বা ডাউন, একটি রুটের ট্রেন লেট হলে ফিরতি রুটে তার প্রভাব পড়ছে। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।’

এদিকে, এদিন এনজেপিতে পৌঁছে পালটে যাওয়া আবহাওয়া দেখে খুশি হয়ে ওঠেন দক্ষিণবঙ্গের পর্যটকরা। নারকেলডাঙ্গার সুপ্রতীক বসু বলেন, ‘আমাদের ওখানেও ঝড়-বৃষ্টি হচ্ছে। কিন্তু এত সুন্দর পরিবেশ নেই।’ দার্জিলিংয়ের আবহাওয়া সম্পর্কে খোঁজ নিতে দেখা গেল তাঁকে। তাঁর মতোই পাহাড়ের আবহাওয়া সম্পর্ক জেনে দমদমের প্রদ্যুৎ গুহ বললেন, ‘বেড়াতে আসার সিদ্ধান্ত এখন সঠিক মনে হচ্ছে।’

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

শমিদীপ দত্ত, শিলিগুড়ি: ফোর লেনের কাজ শুরু হতেই লক্ষ্মীলাভ আশপাশের বাড়ির মালিকদের। চম্পাসারি সেতু থেকে…

6 mins ago

Molestation | যৌন হেনস্তাকাণ্ডে মুখ খুলল বিএসএফ, ঘনিষ্ঠ মুহূর্ত স্বামী দেখে ফেলতেই মিথ্যে অভিযোগ মহিলার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ উলুবেড়িয়ায় গৃহবধূকে যৌন হেনস্তা কাণ্ডে এবার মুখ খুলল বিএসএফ। গৃহবধূর অভিযোগ,…

7 mins ago

Theft Case | পরপর চুরি, আতঙ্ক ছড়াচ্ছে শিলিগুড়ি শহরে

শিলিগুড়ি: ক্রেতা সেজে দোকান থেকে বহুমূল্য ঘড়ি চুরি (Theft case) করে চম্পট দিল চোর। শনিবার…

23 mins ago

Siliguri | গরমের ছুটিতে অবৈতনিক ক্লাস প্রধান শিক্ষকের, অভিনব উদ্যোগে খুশি অভিভাবকরা

তমালিকা দে, শিলিগুড়ি: গরমের ছুটি চলছে। তার ওপর রবিবার। স্বাভাবিকভাবে স্কুল ইউনিফর্ম পরা পড়ুয়াদের দেখে…

44 mins ago

Yami Gautam | ইয়ামি-আদিত্যর পরিবারে নতুন সদস্য, সন্তানের নাম কী রাখলেন দম্পতি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইয়ামি গৌতম (Yami Gautam) ও তাঁর স্বামী আদিত্য ধরের (Aditya Dhar)…

48 mins ago

Vindhyeshwari Kali Puja | গঙ্গারামপুরের ঐতিহ্যবাহী বিন্দ্যেশ্বরী কালীপুজো

গঙ্গারামপুর: জৈষ্ঠ্যের প্রথম সোমবার ঐতিহ্যবাহী বিন্দ্যেশ্বরী কালীপুজো (Vindhyeshwari Kali Puja) অনুষ্ঠিত হল গঙ্গারামপুরের (Gangarampur) দহপাড়ায়।…

50 mins ago

This website uses cookies.