রাজ্য

শান্তিনগর হাউজিং কমপ্লেক্সের মাঠে বসেছে পিচ গলানোর প্ল্যান্ট, ধোঁয়ায় ভোগান্তি আবাসিকদের

শিলিগুড়ি: সপ্তাহখানেক ধরে দমবন্ধকর পরিস্থিতিতে থাকতে হচ্ছে শান্তিনগর হাউজিং কমপ্লেক্সের আবাসিক সহ আশপাশের বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, সেখানে প্ল্যান্ট বসিয়ে পিচ গলিয়ে অন্যত্র কাজ হচ্ছে। আর সেই প্ল্যান্টের কালো ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে গিয়েছে। কালো ধোঁয়ার পাশাপাশি পিচ পোড়ার গন্ধও রয়েছে। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে বয়স্কদের। শান্তিনগর ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক রাজেশ ঘোষ অভিযোগ করে বলেন, ‘এখানে বেশ কয়েকটি বাড়িতে বয়স্ক মানুষ রয়েছেন। অনেকেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগেন। এই ধোঁয়ায় তাঁদের মারাত্মক সমস্যা হচ্ছে। প্রতি বাড়িতে সর্দিকাশি, শ্বাসকষ্ট বাড়ছে।’

বিহিত চেয়ে আবাসিকরা ইতিমধ্যে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ) সহ স্থানীয় জনপ্রতিনিধিদের সমস্যার কথা জানিয়েছেন। কিন্তু বিষয়টি নিয়ে কোনও পদক্ষেপ না করায় ক্ষোভ জমছে। জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মনীষা রায় বলেন, ‘বিষয়টি শুনেই বরাতপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার সঙ্গে কথা বলেছি। উন্নয়নের কাজ করতে হবে তবে তাতে কারও সমস্যা হোক, সেটা ঠিক নয়। কী করা যায়, দেখছি।’ ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এসজেডিএ’র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অভিজিৎ সিভালেও।

জাবরাভিটায় এসজেডিএ’র মালিকানাধীনে থাকা শান্তিনগর হাউজিং কমপ্লেক্সে প্রায় ৫০টি পরিবার রয়েছে। প্রায় প্রতিটি বাড়িতেই তিন-চারটি করে ভাড়া রয়েছে। সবমিলিয়ে, শতাধিক পরিবারের বাস। এছাড়া, মহিলা পলিটেকনিক কলেজ, বন দপ্তরের অফিস, প্রাথমিক বিদ্যালয় সহ অন্যান্য অফিসও রয়েছে। পাশে দক্ষিণ শান্তিনগর এলাকা।

এই হাউজিং কমপ্লেক্সের মাঠে গত এক-দেড় সপ্তাহ ধরে রাস্তার কাজের জন্য পিচ গলানোর প্ল্যান্ট বসানো হয়েছে। হাউজিং কমপ্লেক্সের আবাসিকরা জানালেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্ল্যান্ট চালিয়ে পিচ গলানোর কাজ চলছে। তারপর সেগুলো গাড়িতে ভরে আসা-যাওয়া হচ্ছে। প্ল্যান্ট থেকে বেরোনো কালো ধোঁয়ার চক্করে আবাসিকদের সারাদিন দরজা-জানলা বন্ধ করে রাখতে হচ্ছে। তারপরেও ঘুলঘুলি দিয়ে ধোঁয়া ঘরে ঢুকছে।

আবাসনের বাসিন্দা নিত্যগোপাল সরকার বলেন, ‘অন্য জায়গায় রাস্তার কাজ হচ্ছে। আর এখানে আমাদের কমপ্লেক্সে পিচ গলানোর প্ল্যান্ট বসানো হয়েছে। এটা কেন হবে? আমাদের হাউজিংয়ের কোনও কাজ হত, মেনে নিতাম। এভাবে বেশ কয়েকদিন ধরে আমাদের এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। যেখানে রাস্তা হচ্ছে, সেখানে এই প্ল্যান্ট বসানো হোক।’ দক্ষিণ শান্তিনগরের বাসিন্দারাও এই ঘটনায় ক্ষুব্ধ।

কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার প্রধান সুরজিৎ চট্টোপাধ্যায়ের যুক্তি, ‘কয়েকদিনের জন্য প্ল্যান্ট বসানো হয়েছে। উন্নয়নমূলক কাজ হচ্ছে, একটু সমস্যা তো হতেই পারে। তবে সকালের দিকে কিছুক্ষণের জন্য প্ল্যান্ট চলে, সারাদিন নয়।’

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Theft Case | দিনদুপুরে সরকারি স্কুলে চুরি

নিশিগঞ্জ: দিনদুপুরে সরকারি স্কুলের চুরির (Theft Case) ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহারের (Coochbehar) নিশিগঞ্জে (Nishiganj)।…

31 mins ago

জাতীয়স্তরে বিজ্ঞানমন্থন প্রতিযোগিতায় দ্বিতীয় জলপাইগুড়ির অদিতি

নাগরাকাটা: ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) ও ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম…

34 mins ago

Sand smuggling | দিনে দুপুরে ট্রলি বোঝাই করে বালি পাচার! নাম জড়াল তৃণমূল নেতার

রতুয়া: দিনে দুপুরে পাচার করা হচ্ছে ট্রলিবোঝাই বালি। এই বালিপাচার চক্রে নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূল…

57 mins ago

Smriti Mandhana | ‘এমন প্রত্যাবর্তনে দম লাগে’, বিরাটদের প্রশংসায় স্মৃতি মান্ধানা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চেন্নাইকে হারিয়ে আইপিএলের প্লে-অফে পৌঁছে গিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।…

1 hour ago

Lok Sabha Election 2024 | উন্নয়নের দাবিতে ভোট বয়কট উত্তরপ্রদেশ ও ঝাড়খন্ডের ৩ গ্রামে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৬ টি রাজ্য এবং ২ টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৪৯…

1 hour ago

Drinking water crisis | স্বাধীনতার ৭৫ বছর পরেও পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত গাজোলের গ্রাম

গাজোল: স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গিয়েছে। চারিদিকে হোর্ডিং-ব্যানারে বিকশিত ভারতের প্রচার। অথচ এখনও বহু গ্রামে…

1 hour ago

This website uses cookies.