Thursday, May 2, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গদেড় দশক বাদে কংগ্রেসি বৈঠকে নব্বইয়ের নরবুলা

দেড় দশক বাদে কংগ্রেসি বৈঠকে নব্বইয়ের নরবুলা

ভাস্কর বাগচী, শিলিগুড়ি: বিরোধীরা যতই ‘সাইনবোর্ড দল’ তকমা এঁটে দিক না কেন, পাহাড়ে এখনও কংগ্রেসের মেরুদণ্ড বলতে যাঁকে বোঝায় তিনি দাওয়া নরবুলা। দীর্ঘ প্রায় দেড় দশক পাহাড়ে সক্রিয় রাজনীতির যুক্ত নন ঠিকই, কিন্তু আড়ালে তিনিই যেন সব। দার্জিলিং কেন্দ্রে ২০০৪ সালে কংগ্রেসের টিকিটে জয়ী শেষ সাংসদও তিনি।

বুদ্ধি, পরামর্শই নিতেই হোক কিংবা ভোট প্রচারের টিপস- সমতল থেকে কংগ্রেসিরা পাহাড়ে উঠলেই আগে গিয়ে দেখা করেন তাঁদের প্রিয় নরবুদার সঙ্গে। নাই বা থাকুক আগের মতো মানুষের সমর্থন, তবু পাহাড়ে কংগ্রেসের পার্টি অফিসটা রয়েছে আগের মতোই। বছর পাঁচেক আগেও এই পার্টি অফিসে মাঝেমধ্যে এসে বসলেও এখন আর বয়সের ভারে বাড়ি থেকে তেমন বের হতে পারেন না নব্বই ছুঁইছুঁই নরবুলা।

রবিবার তাঁকেই আবার রাজনীতির ময়দানে প্রকাশ্যে দেখতে পেল পাহাড়। সৌজন্যে কংগ্রেসের বৈঠক। মাইক হাতে বক্তব্যও রাখলেন দার্জিলিংয়ের প্রাক্তন সাংসদ। নরবুলার কথায়, ‘বয়সের ভারে এখন আর তেমন বের হতে পারি না। লোকের সঙ্গে দেখাও কম হয়। অনেকদিন বাদে আবার বৈঠকে এলাম।’

পাহাড়ে এবার কংগ্রেসের হয়ে লড়ছেন ডাঃ মুনীশ তামাং। নরবুলা তাঁর সমর্থনে বলছেন, ‘পাহাড়ের মানুষ দিল্লিতে গেলে মুনীশ তাঁদের অনেক সাহায্য করেন। উনি শিক্ষিত মানুষ। উনি সাংসদ হলে পাহাড়ের মানুষের অনেক উন্নতি হবে। তাছাড়া পাহাড়ের উন্নয়ন একমাত্র কংগ্রেসই করতে পারে।’

আট ও নয়ের দশকে যখন পাহাড়ে জিএনএলএফের তীব্র দাপট তখনও কংগ্রেসের পতাকা নিয়ে ঠায় দাঁড়িয়ে ছিলেন নরবুলা। পরবর্তীতে ২০০৭ সাল থেকে গোর্খা জনমুক্তি মোর্চার আন্দোলনের সময়ও একই ছবি দেখা গিয়েছে। অনেক হুমকি, অপমান সহ্য করেও কারও কাছে মাথানত করেননি বলেই এখনও পাহাড়ে শুধু কংগ্রেস নয়, অন্য রাজনৈতিক দলের নেতাদের কাছেও নরবুদা ‘প্রিয়’ মানুষ।

এদিন সকালে দার্জিলিংয়ের সুমেরু মঞ্চে কংগ্রেস প্রার্থীর সমর্থনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রার্থী মুনীশ ছাড়াও উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক সমন পাঠক, হামরো পার্টির নেতা অজয় এডওয়ার্ড। মুনীশ বলছেন, ‘দাওয়া নরবুলা অনেক অভিজ্ঞ নেতা। ওঁর থেকে অনেক শেখার রয়েছে। আমি ওঁকে আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি এসেছিলেন। এটা বড় প্রাপ্তি।’

ইদানীং খুব ভালো করে চোখেও দেখেন না। কিন্তু কংগ্রেসের কথা শুনলে এখনও চুপ করে থাকতে পারেন না নরবুলা। তাঁর কথায়, ‘কংগ্রেস তো আমার রক্তে, কী করে চুপ থাকি বলুন!’

২০০৪ সালে দার্জিলিং থেকে সাংসদ হয়েছিলেন নরবুলা। কিন্তু  ২০০৯ সালের ভোটে তিনি পরাজিত হন। এরপর থেকে আর কংগ্রেস এই আসনে জয়ের মুখ দেখতে পারেনি। তবে তাঁর আশা, মুনীশের হাত ধরে ফের কংগ্রেস পাহাড়ে তাদের আধিপত্য বিস্তার করবে।

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Madhyamik Result | প্রকাশিত হল মাধ্যমিক ফল, পাশের হার ৮৬.৯০ শতাংশ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার   পরীক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পাবেন সকাল ৯টা ৪৫ মিনিট থেকে। ফল ঘোষণার দিনেই পরীক্ষার্থীরা হাতে পাবেন মার্কশিট। পরীক্ষার্থীরা সরাসরি পশ্চিমবঙ্গ...
head-hit-by-gun-butt-injured-two-youths

Dinhata | বচসার জেরে বন্দুকের বাট দিয়ে মাথায় আঘাত, জখম দুই যুবক

0
দিনহাটা: বন্দুকের বাট দিয়ে মেরে এক যুবকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দিনহাটা(Dinhata) কৃষিমেলা সংলগ্ন এলাকায়। শৈয়ব মুস্তাফা নামে ওই...

Madhyamik result | আর কিছুক্ষণের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ, কোন সাইটে নজর রাখবেন?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আর কিছুক্ষণের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, আজ সকাল ৯টায় মধ্য শিক্ষা পর্ষদ সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের...

IPL-2024 | ব্যর্থ ঋতুরাজের লড়াই, ৭ উইকেটে পঞ্জাবের কাছে হেরে গেল চেন্নাই সুপার কিংস

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরের মাঠে পঞ্জাবের কাছে ৭ উইকেটে হেরে গেল চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস ৭ উইকেট হারিয়ে...

Recruitment scam | ২০২০ সালের নিয়োগেও দুর্নীতি! মেধা তালিকায় দ্বিতীয় হয়েও মেলেনি চাকরি, বিস্মিত...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০১৬ সালের পর এ বার প্রশ্ন উঠল ২০২০ সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ। আর এই দুর্নীতি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন...

Most Popular