Wednesday, July 3, 2024
HomeMust-Read NewsRobbery | দিনেদুপুরে বাসে ডাকাতি, জখম বাসচালক, নিরাপত্তা নিয়ে প্রশ্ন যাত্রীদের

Robbery | দিনেদুপুরে বাসে ডাকাতি, জখম বাসচালক, নিরাপত্তা নিয়ে প্রশ্ন যাত্রীদের

ঘোকসাডাঙ্গা: নবদ্বীপ থেকে কোচবিহারগামী বেসরাকারি যাত্রীবাহী বাসে ডাকাতি(Robbery)। বাসের চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে জিনিসপত্র লুঠ করল চার-পাঁচজনের একটি দুষ্কৃতীর দল। ঘটনায় গুরুতর জখম হয়েছেন একজন। এই ঘটনার পরই এলাকায় এসেছেন মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই। তার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছোন কোচবিহার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্তপ্রতিম রায়, তৃণমূলের যুব সভাপতি কমলেশ অধিকারী সহ অন্যান্যরা।

জানা গিয়েছে, রানাঘাট থেকে কোচবিহার অভিমুখে ২৫-৩০ জন যাত্রী নিয়ে একটি বেসরকারি বাস আসছিল।  সোমবার সকাল ১০টা নাগাদ পুণ্ডিবাড়ি ফালাকাটা জাতীয় সড়কের মাঝে ঘোকসাডাঙ্গা(Ghoksadanga) হিমঘর চৌপতি এলাকা অতিক্রম করার পর রাইস মিল সংলগ্ন এলাকায় দুঃসাহসিক ঘটনাটি ঘটে। ফিল্মি কায়দায় বাসচালক সিটল গোপের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতি শুরু করে দুষ্কৃতীরা। বাসের আরেক চালক অসিত পালকে ধারাল অস্ত্রের কোপ দেয়। তারপরই বাসে থাকা চার পাঁচটি ব্যাগ নিয়ে মাত্র কয়েকটি মিনিটের মধ্যেই সেখান থেকে নেমে ছোট গাড়িতে করে পালিয়ে যায় ডাকাত দল। ঘটনায় গুরুতর জখম হয়েছেন অসিত পাল। বর্তমানে  তাঁকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বাসে উপস্থিত বাকি যাত্রীদের কোনও ক্ষতি করেনি বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, ওই বাসে রুপো ব্যবসায়ী অরূপ কুণ্ডুর একটি পার্সেল আসছিল। সেই কারণেই এই ঘটনা ঘটেছে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছে যাত্রীরা। এছাড়া বাসযাত্রীদের অভিযোগ, দিনেদুপুরে এভাবে ডাকাতির ঘটনায় নিরাপত্তা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। ঘটনার পর থেকে জেলাজুড়ে জাতীয় সড়ক, রাজ্য সড়ক সহ বিভিন্ন এলাকায় নাকা চেকিং শুরু করেছে পুলিশ। যাত্রীদের একাংশ এদিনের ঘটনা প্রসঙ্গে জানান, জীবনে প্রথম এইরকম ঘটনার সম্মুখীন হলাম।  শূন্যেও গুলি ছোড়া হয়েছে।  বাস কন্ডাক্টর নির্মল সরকার বলেন, ‘শূন্যে গুলি করে ডাকাত দল। চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে এই ঘটনা ঘটায় তারা।‘

অন্যদিকে, ঘটনার কথা স্বীকার করলেও, গুলি চালানোর ঘটনা ঘটেনি বলে দাবি কোচবিহার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের। সমস্ত ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ।

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

EURO 2024 | রোমানিয়াকে ৩-০ গোলে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রি কোয়ার্টার ফাইনালে রোমানিয়াকে ৩-০ গোলে হারিয়ে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে উঠল নেদারল্যান্ডস। শেষ আটে তুরস্কর বিরুদ্ধে খেলবে তারা। ২০০৮...
Hathras-Stampede

Hathras Stampede | হাথরস কাণ্ডে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা, দাবি সিবিআই তদন্তেরও

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের হাথরসে পদপিষ্ট (Hathras Stampede) হয়ে মৃত্যুর ঘটনায় এবার মামলা হল সুপ্রিম কোর্টে (Supreme Court)। শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের...

Elephant Attack | জলপাইগুড়ি জেলাজুড়ে অব্যাহত হাতির হানা, আতঙ্কিত বাসিন্দারা

0
জলপাইগুড়ি ব্যুরো: হাতির হানা(Elephant Attack) থামার যেন কোনও লক্ষণই নেই। সোমবার রাতেও একাধিক বাড়িঘর সহ সুপারি গাছ ক্ষতিগ্রস্ত হল জলপাইগুড়ি(Jalpaiguri) জেলার বিভিন্ন এলাকায়। সন্ধে...
SLG-Nisith-Barman

Siliguri | এনার্জি রিসার্চে সুযোগ শিলিগুড়ির নিশীথের

0
তমালিকা দে, শিলিগুড়ি: দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে গবেষণা করার সুযোগ পেলেন শিলিগুড়ির (Siliguri) নিশীথ বর্মন। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে (IISC) ‘ইন্টারডিসিপ্লিনারি সেন্টার...

Euro 2024 | অস্ট্রিয়াকে হারিয়ে ১৬ বছর পর ফের ইউরোর শেষ আটে তুরস্ক

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে ১৬ বছর পর ফের ইউরো কাপের শেষ আটে উঠল তুরস্ক। মঙ্গলবার গভীর রাতের ম্যাচে মাত্র ৫৭...

Most Popular