Tuesday, June 25, 2024
Homeরাজ্যদক্ষিণবঙ্গসিপিএম-তৃণমূল সংঘর্ষ! হরিহরপাড়ায় বিধায়কের গাড়ি ভাঙচুরের অভিযোগ

সিপিএম-তৃণমূল সংঘর্ষ! হরিহরপাড়ায় বিধায়কের গাড়ি ভাঙচুরের অভিযোগ

বহরমপুর: সিপিএম এবং তৃণমূল কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সদানন্দপুর এলাকা। অভিযোগ আজ সকাল থেকে সদানন্দপুরে বিভিন্ন বুথ জ্যাম করে ভোট করছিল সিপিআইএম কর্মীরা। খবর পেয়ে দুপুরে এলাকাতে পৌঁছে যান হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ, জেলা পরিষদের তৃণমূল প্রার্থী জিল্লার রহমান, পঞ্চায়েত সমিতির প্রার্থী মীর আলমগীর সহ অন্যান্য তৃণমূল নেতারা। সেই সময় তাদের ঘিরে ব্যাপক বোমাবাজি এবং গাড়ি লক্ষ্য করে ইঁট বৃষ্টি শুরু হয়। হামলায় তৃণমূলের কমপক্ষে তিনজন কর্মী গুরুতর আহত হন। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তৃণমূল প্রার্থী মীর আলমগীর বলেন, ‘হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখকে নিয়ে আমরা সদানন্দপুর গ্রামে যাই। কিন্তু সেই সময় হঠাতই আমাদের লক্ষ্য করে বোমা এবং গুলি চালাতে শুরু করে সিপিএমের লোকেরা। সিপিএমের লোকেরা বিধায়কের গাড়ি সহ আরও তিনটি গাড়িতে ভাঙচুর চালায়।’

অন্যদিকে অপর একটি ঘটনায়, হরিহরপাড়া থানার শাহজাদপুরের ২৩০ নম্বর বুথের মধ্যে ঢুকে ভাঙচুর করে ব্যালটে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বাম-কংগ্রেসের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বাম কংগ্রেস। মুর্শিদাবাদ জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি শামসুজ্জোহা বিশ্বাস বলেন, ‘আজ সকাল থেকে ওই বুথে শান্তিপূর্ণভাবে ভোট চলছিল। কিন্তু হঠাতই বাম-কংগ্রেস দুষ্কৃতীরা বুথে ঢুকে ভোট কর্মীদের কাছ থেকে ব্যালট পেপার এবং অন্য জিনিসপত্র ছিনিয়ে নিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। ভোটে জিততে পারবে না বলেই তারা এই কাজ করেছে।’ এই প্রসঙ্গে সিপিআইএমের মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক জামির মোল্লা বলেন, এই ঘটনার সঙ্গে আমাদের দলের কোনও সম্পর্ক নেই। সারা রাজ্যে তথা আমাদের জেলাতে শাসকদল যেভাবে অত্যাচার চালিয়েছে মানুষ তার প্রতিবাদ করেছে। এটা তাদের নিজেদের গোষ্ঠী কোন্দলের জের।

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

তিহারে বসেও কেষ্টর খেলা চলে বীরভূমে

0
  অলকেশ বন্দ্যোপাধ্যায় এই প্রথম কোনও লোকসভা ভোট নিজের গড়ের বাইরে কাটালেন অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডল। বাংলা থেকে দেড় হাজার কিলোমিটার দূরে দিল্লির তিহার জেলে।...

Eviction Drive | কোচবিহারে প্রশাসনের উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল দোকানপাট

0
কোচবিহার: ফের কোচবিহার শহর লাগোয়া মহিষবাথানে আঞ্চলিক পরিবহণ দপ্তরের সামনে উচ্ছেদ অভিযান চালাল প্রশাসন। মঙ্গলবার ওই এলাকায় প্রায় ২০টি দোকান ভেঙে দেওয়া হয়। এর...

Balurghat | বালুরঘাটে ফের বিকল শ্মশানের বৈদ্যুতিক চুল্লি, প্রতিবাদে বিক্ষোভ বিজেপির

0
বালুরঘাট: ঘটা করে চালুর ১২ দিনের মধ্যে ফের বিকল হয়ে পড়ল বালুরঘাট (Balurghat) পুরসভার খিদিরপুর শ্মশানের বৈদ্যুতিক চুল্লি (Electric furnace)। প্রায় ৩৫ লক্ষ টাকা...

Digital Learning | নয়া প্রজন্মের হাতে ডিজিটাল লার্নিংয়ের দিশা

0
সৌভিক সেন ও অনিমেষ দত্ত, শিলিগুড়ি: ছেলে লেখাপড়ায় ভালো। পরিবারে অনেকেই চিকিৎসক। ছেলে মহম্মদ সরফরাজও চিকিৎসক হবে, এই আশায় একটি ডিজিটাল কোচিং ইনস্টিটিউটে ভর্তি...

T20 World Cup 2024 | টি২০ বিশ্বকাপে আফগান রূপকথা, বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে রশিদরা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টি২০ বিশ্বকাপে আফগান রূপকথা। রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশকে ডাকওয়ার্থ লুইস মেথডে ৮ রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল আফগানিস্তান। অন্যদিকে, সেমির...

Most Popular