Thursday, May 23, 2024
Homeরাজ্যদক্ষিণবঙ্গসিপিএম-তৃণমূল সংঘর্ষ! হরিহরপাড়ায় বিধায়কের গাড়ি ভাঙচুরের অভিযোগ

সিপিএম-তৃণমূল সংঘর্ষ! হরিহরপাড়ায় বিধায়কের গাড়ি ভাঙচুরের অভিযোগ

বহরমপুর: সিপিএম এবং তৃণমূল কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সদানন্দপুর এলাকা। অভিযোগ আজ সকাল থেকে সদানন্দপুরে বিভিন্ন বুথ জ্যাম করে ভোট করছিল সিপিআইএম কর্মীরা। খবর পেয়ে দুপুরে এলাকাতে পৌঁছে যান হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ, জেলা পরিষদের তৃণমূল প্রার্থী জিল্লার রহমান, পঞ্চায়েত সমিতির প্রার্থী মীর আলমগীর সহ অন্যান্য তৃণমূল নেতারা। সেই সময় তাদের ঘিরে ব্যাপক বোমাবাজি এবং গাড়ি লক্ষ্য করে ইঁট বৃষ্টি শুরু হয়। হামলায় তৃণমূলের কমপক্ষে তিনজন কর্মী গুরুতর আহত হন। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তৃণমূল প্রার্থী মীর আলমগীর বলেন, ‘হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখকে নিয়ে আমরা সদানন্দপুর গ্রামে যাই। কিন্তু সেই সময় হঠাতই আমাদের লক্ষ্য করে বোমা এবং গুলি চালাতে শুরু করে সিপিএমের লোকেরা। সিপিএমের লোকেরা বিধায়কের গাড়ি সহ আরও তিনটি গাড়িতে ভাঙচুর চালায়।’

অন্যদিকে অপর একটি ঘটনায়, হরিহরপাড়া থানার শাহজাদপুরের ২৩০ নম্বর বুথের মধ্যে ঢুকে ভাঙচুর করে ব্যালটে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বাম-কংগ্রেসের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বাম কংগ্রেস। মুর্শিদাবাদ জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি শামসুজ্জোহা বিশ্বাস বলেন, ‘আজ সকাল থেকে ওই বুথে শান্তিপূর্ণভাবে ভোট চলছিল। কিন্তু হঠাতই বাম-কংগ্রেস দুষ্কৃতীরা বুথে ঢুকে ভোট কর্মীদের কাছ থেকে ব্যালট পেপার এবং অন্য জিনিসপত্র ছিনিয়ে নিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। ভোটে জিততে পারবে না বলেই তারা এই কাজ করেছে।’ এই প্রসঙ্গে সিপিআইএমের মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক জামির মোল্লা বলেন, এই ঘটনার সঙ্গে আমাদের দলের কোনও সম্পর্ক নেই। সারা রাজ্যে তথা আমাদের জেলাতে শাসকদল যেভাবে অত্যাচার চালিয়েছে মানুষ তার প্রতিবাদ করেছে। এটা তাদের নিজেদের গোষ্ঠী কোন্দলের জের।

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Siriya Parveen Join Tmc | সন্দেশখালি অস্বস্তির মাঝে বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের (Lok Sabha Election 2024) মাঝে সন্দেশখালি কাণ্ডে (Sandeshkhali incident) একের পর এক ভিডিও ভাইরাল হয়েছে। যদিও কোনও ভিডিও’র সত্যতা...

BCCI | বাড়িতে বেশি সময় কাটাতে চান, রোহিতদের কোচ হওয়ার প্রস্তাব ফেরালেন পন্টিং

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হওয়ার কোনও ইচ্ছে নেই রিকি পন্টিং-এর। বিসিসিআই(BCCI)-এর তরফ থেকে আমেরিকায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের(T20...

Remal | ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড় রেমাল, কতটা প্রভাব উত্তরে?

0
পতিরাম: মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে সৃষ্ট নিম্নচাপ বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে। এর দ্বারা সৃষ্ট ঘূর্ণিঝড়...

Dinhata | ২২ হাজার ৪০০ বোতল কাপ সিরাফ উদ্ধার, গ্রেপ্তার চালক

0
দিনহাটা: ট্রাকের গোপন চেম্বারে কাপ সিরাপ (Cough syrup) পাচার করতে গিয়ে শেষ রক্ষা হল না চালকের। এসটিএফ (STF) ও দিনহাটা থানার যৌথ অভিযানে ব্যর্থ...

Kumarganj | পণের দাবিতে শাশুড়ির মাথা ফাটাল জামাই! শোরগোল কুমারগঞ্জে

0
কুমারগঞ্জ: পণের দাবিতে শাশুড়ির মাথা ফাটাল জামাই! শোরগোল কুমারগঞ্জের (Kumarganj) রাধানগরে। ঘটনায় গ্রেপ্তার (Arrest) করা হয় অভিযুক্তকে। এদিকে গ্রেপ্তার স্বামীকে থানায় ছাড়াতে এসেও ফিরে...

Most Popular