Saturday, June 15, 2024
HomeBreaking Newsমুখ্যমন্ত্রীর কপ্টার বিভ্রাটের তদন্ত করবে ডিজিসিএ, বেরিয়ে আসবে দুর্ঘটনার আসল তথ্য  

মুখ্যমন্ত্রীর কপ্টার বিভ্রাটের তদন্ত করবে ডিজিসিএ, বেরিয়ে আসবে দুর্ঘটনার আসল তথ্য  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ উত্তরবঙ্গ সফরে শেষ করে কলকাতায় ফেরার পথে হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মুখ্যমন্ত্রীর কপ্টার জরুরী অবতরন করে সেবকরোডের সেনা ছাউনিতে। মুখ্যমন্ত্রী এই দুর্ঘটনায় আহত হন। তাঁর শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে। এবার সেই কপ্টার দুর্ঘটনার তদন্ত করবে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। বেসরকারি ওই হেলিকপ্টারের ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার (ডিএফডিআর)-এ থাকা তথ্য খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে বলে ডিজিসিএ সূত্রের খবর।

নির্বাচনী প্রচার সেরে গত ২৭ জুন জলপাইগুড়ির ক্রান্তির সভাস্থল থেকে হেলিকপ্টারে বাগডোগরা পৌঁছনোর কথা ছিল মুখ্যমন্ত্রীর। হেলিকপ্টার আকাশে ওড়ার কিছুক্ষনের মধ্যেই প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। দুর্যোগের মুখে পড়ে মুম্বইয়ের একটি সংস্থা থেকে ভাড়া নেওয়া সেই হেলিকপ্টার। দৃশ্যমানতা প্রায় তলানিতে চলে যায়। ঝড়-বৃষ্টিতে বিপজ্জনক ভাবে দুলতে থাকে হেলিকপ্টারটি। বেগতিক দেখে হেলিকপ্টারের দুই পাইলট শালুগাড়ায় সেনাবাহিনীর হেলিপ্যাডে মুখ্যমন্ত্রীকে নিয়ে জরুরি অবতরণ করেন। এই ঘটনায় গুরুতর জখম হন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে বিশেষ বিমানে কলকাতা থেকে উড়িয়ে আনা হয়। তাঁর কোমরে বা পায়ে গুরুতর আঘাত লাগে। পরে তাঁর পায়ে অস্ত্রোপচারও হয় এসএসকেএমে।

জানা গিয়েছে, দেশের আকাশে বিমান, হেলিকপ্টার সংক্রান্ত কোনও দুর্ঘটনা বা বেনিয়ম ঘটলে সেই ঘটনার তদন্ত করে আকাশের নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। তারা জানিয়েছে, ঘটনার দিন ক’টার সময়ে হেলিকপ্টার উড়েছিল, তার ওয়েদার রেডারে কোনও আগাম সতর্কতা ছিল কি না, ক’টার সময়ে হেলিকপ্টার মুখ ঘুরিয়ে অন্যত্র চলে গিয়েছিল, সে সব তথ্যই জমা থাকে ডিএফডিআর-এ। ঘটনার কথা জানতে পেরে সমস্ত তথ্য চেয়ে পাঠায় ডিজিসিএ। প্রধানত দু’টি প্রশ্ন ওঠে। এক, ওই আধুনিক হেলিকপ্টারে ওয়েদার রেডার রয়েছে। কোনও গন্তব্যে রওনা হওয়ার আগে আকাশপথে (এনরুট) কোথাও দুর্যোগ রয়েছে কি না, তা আগেভাগে জেনে যাওয়ার কথা ছিল পাইলটদের। প্রশ্ন, সে দিন কি হেলিকপ্টারের ওয়েদার রেডার মারফত সেই দুর্যোগের কথা জানা যায়নি? যদি জানা গিয়ে থাকে, তা হলে তার পরেও কেন ঝুঁকি নিয়েছিলেন পাইলটেরা? দ্বিতীয় প্রশ্ন, মাঝপথে কোনও দুর্যোগে পড়লে সাধারণত যেখান থেকে রওনা হয়েছিল হেলিকপ্টার সেখানেই ফিরে আসার কথা। এ ক্ষেত্রে তা হয়নি।

ডিজিসিএ কর্তারা জানিয়েছেন, ওই ঘটনার পরে কপ্টারের দুই পাইলটের ভূয়সী প্রশংসা করে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই চিঠিও এখন তদন্তের অঙ্গ। মুখ্যমন্ত্রী তাদের প্রশংসা করায় সেই পাইলটদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি বিমানসংস্থা।

উল্লেখ্য, দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছিলেন সেদিনের ভয়বহতার কথা। তিনি বলেছিলেন, আর ৩০ সেকেন্ড আকাশে থাকলেই কপ্টারটি ভেঙে পরত। তিনিও লাফ দিয়ে কপ্টার থেকে নেমেছিলেন। আর তাতেই তিনি আহত হন। অথচ দুর্ঘটনার দিন সেনার তরফে জানানো হয়েছিল, মমতার কপ্টার নির্বিঘ্নেই মাটি ছুঁয়েছিল।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Train accident | আগুন লাগার ‘গুজব’, ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের, মৃত ৩, আহত বেশ...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘ইঞ্জিনে আগুন লেগেছে।’ এই ‘গুজব’ ছড়িয়ে পড়তেই প্রাণ বাঁচাতে ভয়ে ট্রেন থেকে ঝাঁপ দিলেন যাত্রীরা। উলটোদিকের লাইন দিয়ে আসছিল মালগাড়ি।...

West bengal weather update | উত্তরে বৃষ্টি, দক্ষিণে কবে ঢুকবে বর্ষা?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গের মানুষ হাপিত্যেশ করে বসে আছেন। কবে দেখা মিলবে স্বস্তির বৃষ্টির? আবহাওয়া (West bengal weather update)...

Modi-Hasina Meeting | ২১ জুন ভারতে আসছেন শেখ হাসিনা, মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দুই দিনের ঝটিকা সফরে ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহনের দিন আমন্ত্রণ পেয়ে দিল্লিতে এসেছিলেন বাংলাদেশের...

T-20 World Cup | বৃষ্টিতে কপাল পুড়ল বাবরদের, আয়ারল্যান্ড-আমেরিকা ম্যাচ ভেস্তে যাওয়ায় ছুটি পাকিস্তানের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বৃষ্টিতে কপাল পুড়ল পাকিস্তানের। ফ্লোরিডায় বৃষ্টিতে ভেস্তে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকা-আয়ারল্যান্ড ম্যাচ। পয়েন্ট ভাগাভাগিতে আমেরিকা ১ পয়েন্ট নিয়ে চলে গেল...

Uddhav Thackeray | ইন্ডিয়া জোট ছেড়ে বিধানসভায় একাই লড়বেন উদ্ধব! জল্পনা মহারাষ্ট্রে  

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটা ডেস্কঃ ইন্ডিয়া জোটের সঙ্গে নয়, বরং ‘একলা চলো’ নীতিই অবলম্বন করে রাজ্যের ভোটে লড়তে চাইছেন উদ্ধব ঠাকরে। অন্যদিকে রাজ ঠাকরেও নাকি...

Most Popular