Monday, May 13, 2024
HomeTop Newsপঞ্চায়েত ভোটের অজস্র মামলায় বিরক্ত হাইকোর্ট, অসন্তোষ প্রকাশ প্রধান বিচারপতির

পঞ্চায়েত ভোটের অজস্র মামলায় বিরক্ত হাইকোর্ট, অসন্তোষ প্রকাশ প্রধান বিচারপতির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিভিন্ন মামলার নির্দিষ্ট সময় দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করেছিলেন আইনজীবীদের একাংশ। মঙ্গলবার সেই আবেদনের জবাব দিতে গিয়ে অসন্তোষ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপর্ব থেকে হিংসা অশান্তি দেখে বাংলা। নির্বাচনে ছাপ্পাভোট থেকে বুথ দখল, প্রাণহানী, বোমাবাজি, গোলাগুলির ঘটনা দেখেছে বাংলা। ভোট পর্ব মিটলেও রাজ্যে অব্যাহত রয়েছে হিংসা। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হাইকোর্টে দায়ের হয়েছে অজস্র মামলা। একাধিক বিচারপতির এজলাসে সেই মামলাগুলির শুনানিও চলছে। এত রাজনৈতিক মামলা নিয়ে এর আগেই বিরক্তি প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। এবার অসন্তোষ প্রকাশ করলেন খোদ প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। এদিন একটি পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলা চলাকালীন ক্ষোভ প্রকাশ করে তিনি উল্লেখ করেন, পঞ্চায়েতের মামলা শুনতে গিয়ে অন্য মামলা শোনা হচ্ছে না। এতে মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে।

মঙ্গলবার এমনই এক মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেন, “গত দেড় মাস ধরে গাদা গাদা পঞ্চায়েত মামলা হচ্ছে। সে সব মামলা শুনতে গিয়ে অন্য কোনও মামলা শোনা যাচ্ছে না। আর মানুষ ভাবছে আমরা কাজ করছি না।”

মামলার নির্দিষ্ট সময় দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করেছিলেন আইনজীবীদের একাংশ। সেই আবেদনের জবাবে প্রধান বিচারপতি বলেন, আসলে আপনাদের পঞ্চায়েত মামলার ভিড়ে অন্য সব মামলা চাপা পড়ে যাচ্ছে। এরপরেও যদি আপনারা মামলার সময় নির্দিষ্ট করতে বলেন, সেটা আমাদের পক্ষে সম্ভব নয়।

সম্প্রতি পূর্ব মেদিনীপুরের ১০জন বিজেপি কর্মী রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়। সেই মামলায় বিরক্তি প্রকাশ করেন বিচারপতি জয় সেনগুপ্ত। এত রাজনৈতিক মামলায় সময় দেওয়া সম্ভব নয় বলেও জানিয়ে দিয়েছিলেন তিনি।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Sandeshkhali | সন্দেশখালির ঘটনায় উসকানির অভিযোগ! গভীর রাতে পুলিশি হানায় গ্রেপ্তার ৪ বিজেপি নেতা...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রবিবার দিনভর উত্তপ্ত ছিল সন্দেশখালি। এদিনের উত্তেজনার ঘটনায় চার বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল সন্দেশখালি থানার পুলিশ। রবিবার গভীর রাতে এলাকায়...

ভোট বেহাতের আশঙ্কাই কি সত্য হবে

0
রন্তিদেব সেনগুপ্ত গত সপ্তাহে উত্তরবঙ্গ সংবাদের প্রথম পাতায় প্রকাশিত এক নিবন্ধে শিহরিত এবং বিস্মিত হওয়ার মতো একটি ঘটনার উল্লেখ আছে। ঘটনাটি তৃতীয় দফার ভোটের। ভোটগ্রহণের...
Kalimpongs 'offbeat' spot now a tourist destination

Kalimpong | ঘিঞ্জি দার্জিলিং ছেড়ে পর্যটকদের গন্তব্য কালিম্পং, স্বস্তি দিচ্ছে ‘অফবিট’ স্পট

0
ভাস্কর বাগচী, কালিম্পং: দার্জিলিংয়ের(Darjeeling) মতো কালিম্পং(Kalimpong) শহরও ভ্রমণপিপাসুদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে বরাবর। বিশেষ করে বাঙালি পর্যটকরা ঘুরতে আসার জন্য বেছে নেন এই জেলা শহরকে।...

উত্তরাধিকারহীন উত্তরবঙ্গের জন্য যন্ত্রণা 

0
ছোটবেলায় একটা গর্ব ছিল সেটা মাঝে মাঝেই অনেককে বলতাম। জানিস তো সমরেশ মজুমদার আমাদের স্কুলে পড়তেন...। অনেকটা বড় হওয়ার পরেও সেটা প্রায় সুযোগ পেলেই...

বিভাজনের রাজনীতি ও আত্মধ্বংস

0
সুপর্ণ পাঠক এয়ারপোর্ট থেকে বেরিয়ে ডানদিকে ঘুরতেই শুরু কংক্রিটের কার্পেট। একদিকে হাইওয়ে আর তার পাশ ঘেঁষে হাইরাইজ। তার পর নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলতে থাকা...

Most Popular