Saturday, May 18, 2024
HomeBreaking Newsবিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল ডিভিশন বেঞ্চেও, ববিতা মামলায় প্রকাশ করতেই হবে উত্তরপত্র

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল ডিভিশন বেঞ্চেও, ববিতা মামলায় প্রকাশ করতেই হবে উত্তরপত্র

কলকাতা: ববিতা সরকারের করা মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বুধবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সিঙ্গল বেঞ্চের নির্দেশ অনুযায়ী ওএমআর শিট প্রকাশে কোনও অসুবিধা নেই। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনকে সিঙ্গল বেঞ্চের নির্দেশ অনুযায়ী একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট প্রকাশ করতে হবে।

প্রসঙ্গত, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা করেছিলেন ববিতা সরকার। আদালতের নির্দেশে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার চাকরি পেয়েছিলেন ববিতা। কিন্তু পরে তাঁরও চাকরি ‘অবৈধ’ হিসেবে প্রমাণিত হয়। ফলে বাতিল হয় ববিতার চাকরি। এরপর হাইকোর্টে নতুন করে মামলা দায়ের করেন ববিতা। তাঁর দাবি ছিল, ২০১৬ সালের একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করুক স্কুল সার্ভিস কমিশন। মেধাতালিকা সামনে এলে জানা যাবে, কারা কীভাবে চাকরি পেয়েছেন। তিনি জানিয়েছিলেন, ওএমআর শিট বিকৃত করে যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁদের চাকরি বাতিল হলে তিনিও ফের চাকরি পেতে পারেন।

ববিতার আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছিলেন, ২০১৬ সালে একাদশ-দ্বাদশ শ্রেণিতে সাড়ে ৫ হাজার জন চাকরি পেয়েছিলেন। পরে এই নিয়োগের তদন্তে সিবিআই জানিয়েছিল, ৯০৭ টি ওএমআর শিটে কারচুপি হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই চাকরি করছেন। আদালত জানায়, ২০১৬ সালের প্যানেলভুক্ত ও ওয়েটিং লিস্টে থাকা সব চাকরিপ্রার্থীদের ওএমআর শিট এসএসসি’কে প্রকাশ করতে হবে। তারপর ববিতা চাকরি পাবেন কিনা তা পরবর্তী শুনানিতে স্পষ্ট হবে। বিচারপতি গঙ্গোপাধ্যায় ২০১৬ সালের একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট প্রকাশের নির্দেশ দেন। তাঁর নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল কমিশন। সেই মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল হল ডিভিশন বেঞ্চও। শীঘ্রই উত্তরপত্র প্রকাশ করতে হবে কমিশনকে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Marriage of a girl with a 45-year-old man, police rescued bride

Gangarampur | ৪৫-এর ব্যক্তির সঙ্গে কিশোরীর বিয়ে, কনেকে উদ্ধার করল পুলিশ

0
বিপ্লব হালদার, গঙ্গারামপুর: যে বয়সে বইখাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সেই মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন অভিভাবকরা। ১৩ বছরের সেই বালিকা বধূকে...

Education | ঘাটতি মেটাতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে একাদশ-দ্বাদশে পড়াবে রাজ্য

0
সাগর বাগচী, শিলিগুড়ি: নিয়োগ বন্ধ। নিজেদের চাকরি নিয়ে সংশয়ে হাজার হাজার শিক্ষক-শিক্ষিকা। তারপরও রাজ্যের সিংহভাগ হাইস্কুল শিক্ষক সংকটে (Teacher Shortage) ভুগছে। এর মধ্যে একাদশ...

Balurghat | পাচারের উদ্দেশ্যে অপহরণ নাবালিকা, গ্রেপ্তার অভিযুক্তের বাবা

0
বালুরঘাট: টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হল এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে বালুরঘাট(Balurghat) শহরে। ভিনরাজ্যে পাচারের উদ্দেশ্যে একাদশ শ্রেণির ওই ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে স্থানীয় এক...

PM Modi | ‘পাকিস্তানের কাছে আগে বোমা ছিল, এখন ভিক্ষের বাটি’, কটাক্ষ মোদির

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘পাকিস্তানের কাছে আগে বোমা ছিল, এখন ভিক্ষের বাটি’, এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার হরিয়ানায় একটি নির্বাচনি সমাবেশে এই...

Dakshin Dinajpur | আদিবাসী কিশোরীকে শ্লীলতাহানি! গ্রেপ্তার পঞ্চাশোর্ধ্ব মিল মালিক

0
বুনিয়াদপুর: ধান ভাঙার মিলঘরে ১৩ বছরের আদিবাসী কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে (Harassment Case) পঞ্চাশোর্ধ্ব মিল মালিককে গ্রেপ্তার করল দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) বংশীহারি থানার (Banshihari...

Most Popular