Saturday, May 18, 2024
HomeTop Newsচিকিৎসায় গাফিলতির জেরে প্রসূতির মৃত্যু! হাসপাতালে ভাঙচুর, প্রহৃত চিকিৎসক

চিকিৎসায় গাফিলতির জেরে প্রসূতির মৃত্যু! হাসপাতালে ভাঙচুর, প্রহৃত চিকিৎসক

কিশনগঞ্জ: চিকিৎসায় গাফিলতির জেরে প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠল বিহারের পূর্ণিয়ায়। ঘটনাকে ঘিরে সোমবার সকালে রণক্ষেত্রের রূপ নেয় ভবানীপুর গ্রামীণ হাসপাতাল চত্বর। চালানো হয় ভাঙচুরও। মাথা ফেটেছে চিকিৎসকের। মহকুমা শাসক জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রের খবর, এদিন ভোরে প্রসবযন্ত্রণা নিয়ে ভবানীপুর গ্রামীণ হাসপাতাল ভর্তি হয়েছিলেন অঞ্জু দেবী নামে ভবানীপুরের এক মহিলা। তার কিছুক্ষণের মধ্যেই সন্তান প্রসব করেন তিনি। এরপর তাঁর অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। পরিস্থিতি বিবেচনা করে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে পূর্ণিয়ায় রেফার করেন। কিন্তু পথে অ্যাম্বুল্যান্সেই অঞ্জু দেবীর মৃত্যু হয়।

এতে ক্ষিপ্ত হয়ে এদিন সকালে ভবানীপুর গ্রামীণ হাসপাতালে চড়াও হন তাঁর পরিবারের লোকজন। অভিযোগ, তাঁরা হাসপাতালে ভাঙচুর ও তাণ্ডব চালান। তাঁদের হাতে প্রহৃত হন ডাঃ আর এন সিনহা ও একজন কম্পাউন্ডার। ডাঃ সিনহার মাথা ফেটে যায়।

হাসপাতালের সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কোনওরকমে পালিয়ে প্রাণ বাঁচান। খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হয়। এরপর ধামদাহর মহকুমা শাসক রাজীব কুমার বিশাল পুলিশ বাহিনী নিয়ে সেখানে এসে বিক্ষুব্ধদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরিবারের অভিযোগ, চিকিৎসক ও নার্সদের গাফিলতির জন্যই অঞ্জুর মৃত্যু হয়েছে। তবে ডাঃ সিনহা জানান, এদিন ভোরে ওই প্রসূতি সন্তানের জন্ম দেন। তারপরই প্রচন্ড রক্তক্ষরণ শুরু হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাঁকে অন্যত্র রেফার করেন। কিন্তু রাস্তায় অ্যাম্বুল্যান্সে প্রসূতির মৃত্যু হয়। এরপরই মৃতার আত্নীয়-স্বজনরা হাসপাতালে চড়াও হন। হাসপাতাল সূত্রের খবর, নবজাতক সুস্থ আছে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Siliguri | তিস্তায় জলস্তর বেড়ে আটক ২, উদ্ধারে শুরু তৎপরতা

0
শিলিগুড়ি: পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে তিস্তার জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় বিপত্তি ঘটলো রংপোতে। নদীতে আটকে পড়লেন দু'জন। তবে তাঁরা স্থানীয় না পর্যটক তা স্পষ্ট...

Patiram | ঘুমের মধ্যেই বেহুঁশ করে চুরি, যাওয়ার আগে আইসক্রিম খেলো চোরের দল

0
পতিরাম: এ যেন ফিল্মি কায়দায় চুরি। পরিবারকে গ্যাস স্প্রে করে অচৈতন্য করে বাড়ির সর্বস্ব চুরি করল চোরের দল। যাওয়ার আগে খেয়ে গেল আইসক্রিম। নগদ...

Bomb Recovered | বিস্ফোরণের পর ফের উদ্ধার জারভর্তি বোমা, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

0
কালিয়াচক: কালিয়াচকের রাজনগর মডেল গ্রামে বোমা বিস্ফোরণের পর আরও এক জার বোমা উদ্ধার (Bomb recovered) হল ঘটনাস্থল থেকে। ওই জার থেকে ৯টি প্লাস্টিকের বলবোমা...

Minority Scholarship Scam | স্কলারশিপের টাকা আত্মসাৎ! অভিযুক্ত ২ জনকে হেপাজতে চায় সিআইডি

0
বিশ্বজিৎ সরকার, করণদিঘি: মাইনোরিটি স্কলারশিপের (Minority Scholarship Scam) কোটি কোটি টাকা তছরুপের দায়ে অভিযুক্ত মহম্মদ ফইজুল রহমান ও আবদুস সামাদকে নিজেদের হেপাজতে নিতে চায়...

Raiganj | গ্রেপ্তার করেনি পুলিশ, বহালতবিয়তে ঘুরছে দুই অভিযুক্ত

0
রাহুল দেব, রায়গঞ্জ: আদালতের নির্দেশ সত্ত্বেও খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার(Arrest) করেনি পুলিশ। এলাকায় বহালতবিয়তে ঘুরছে দুই অভিযুক্ত। শুধু তাই নয়, অভিযোগকারীদের প্রায়শই খুনের...

Most Popular