Wednesday, May 15, 2024
HomeBreaking News'গণতন্ত্রে মন্ত্রিসভার হাতেই ক্ষমতা', সুপ্রিম রায়ে খুশি কেজরি

‘গণতন্ত্রে মন্ত্রিসভার হাতেই ক্ষমতা’, সুপ্রিম রায়ে খুশি কেজরি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উপরাজ্যপাল বনাম দিল্লি সরকার মামলায় তাৎপর্যপূর্ণ রায় দিল শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, গণতন্ত্রে প্রশাসনিক ক্ষমতা থাকা উচিত জনগণের দ্বারা নির্বাচিত সরকারের হাতেই। আর শীর্ষ আদালতের এই রায়কে অরবিন্দ কেজরিওয়াল সরকারের জন্য বড় জয় হিসেবে দেখছে দিল্লি সরকার।

শীর্ষ আদালতে রায়ে বলা হয়েছে, ‘বিধানসভাকে ক্ষমতা দেওয়াই হয় সাধারণ মানুষের দাবি পূরণের জন্য, সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করার জন্য। আর সেই নির্বাচিত সরকারকেই যদি আধিকারিকরা কাজের খতিয়ান না দেয়, বা আধিকারিকদের উপর যদি সরকারেরই নিয়ন্ত্রণ না থাকে তাহলে দায়বদ্ধতা ক্ষতিগ্রস্ত হয়।‘ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চের বক্তব্য, কেন্দ্র কোনওভাবেই দিল্লির শাসন ব্যবস্থা দখল করতে পারে না। দিল্লির সরকার দিল্লিবাসীর দ্বারা নির্বাচিত। এছাড়া প্রশাসনে তাদের আরও ক্ষমতা থাকা উচিত।

প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে উপরাজ্যপালের ক্ষমতা এবং দিল্লি সরকারের সীমাবদ্ধতার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লড়াই চলছিল অরবিন্দ কেজরিওয়ালের সরকারের। সেই মামলায় ৫ সদস্যের এক সাংবিধানিক বেঞ্চ গঠন হয়। বৃহস্পতিবার সেই মামলাতেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ জানাল, উপরাজ্যপাল নয়। আসল প্রশাসনিক ক্ষমতা থাকা উচিত নির্বাচিত সরকার এবং মন্ত্রিসভার হাতেই।

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Siliguri | প্রেমের পাতা ফাঁদ, তিন মাসে ঘরছাড়া শতাধিক নাবালিকা

0
মিঠুন ভট্টাচার্য, শিলিগুড়ি: স্মার্টফোনের স্ক্রিনে হঠাৎ ভেসে ওঠা মেসেঞ্জারের নোটিফিকেশনটায় একপ্রকার ইচ্ছে করেই সাড়া দিয়েছিল বছর সতেরোর মেয়েটা। ওপ্রান্ত থেকে ভেসে আসা অপরিচিত ছেলেটার...

রাম নাম সব নয় অযোধ্যার ভোটেও

0
রূপায়ণ ভট্টাচার্য, অযোধ্যা: জনস্রোতের মধ্যে দাঁড়িয়ে আছি রামপথে। রাম জন্মভূমিতে ঢোকার প্রধান গেটের ঠিক উলটোদিকে। মিনিটে মিনিটে ঘোষণা হচ্ছে, হারিয়ে যাওয়া মানুষের নাম। চেনা,...

বাবার পরিচয়ে কিছু করিনি, বাবাও প্রশ্রয় দেননি

0
কুণাল সেন বাবার সবচেয়ে বড় সমালোচক যদি বলতে হয়, তাহলে সেই শিরোপা আমার প্রাপ্য। আমার তখন খুব অল্প বয়স। সেই ছোট্ট বয়স থেকেই বাবা...

Sikkim | লাগামছাড়া গাড়ি ভাড়া, সিকিমকে কড়া চিঠি পর্যটনমন্ত্রকের

0
সানি সরকার, শিলিগুড়ি: সিকিমে (Sikkim) বেড়াতে গিয়ে ‘নিঃস্ব’ হয়ে ফেরার অভিযোগ নতুন নয়। মূলত গাড়ি ভাড়া নিয়ে দিনের পর দিন বিস্তর অভিযোগ উঠছে। কিন্তু...

Cyclone Remal | ‘রেমাল’ কি আছড়ে পড়বে বঙ্গে? ভয় ধরাচ্ছে মে মাস

0
শিলিগুড়ি: ২০০৯ সালের ২৫ মে বাংলার উপকূলে আছড়ে পড়ে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিয়েছিল ‘আয়লা’। ২০২০ সালের ২০ মে তীব্র গতিতে আছড়ে পড়েছিল ‘আমফান’।...

Most Popular