Saturday, May 11, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গসড়ক নির্মাণে ক্ষতিগ্রস্ত পাইপ লাইন, বন্ধ জলসরবরাহ, বিপাকে গাজোলের সরকার পাড়া     

সড়ক নির্মাণে ক্ষতিগ্রস্ত পাইপ লাইন, বন্ধ জলসরবরাহ, বিপাকে গাজোলের সরকার পাড়া     

গাজোলঃ ৫১২ নম্বর জাতীয় সড়ক সংস্কারের সময় নষ্ট হয়েছে ভূগর্ভস্থ পানীয় জলের পাইপ। যার ফলে গাজোলের সরকার পাড়া সহ বিভিন্ন এলাকায় পিএইচই র পানীয় জল পরিষেবা একপ্রকার বন্ধ। জল সমস্যার সমাধান চেয়ে এলাকার বাসিন্দারা এর আগে দ্বারস্থ হয়েছিলেন গ্রাম পঞ্চায়েত এবং বিডিওর কাছে। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে পানীয় জলের ট্যাঙ্কারে করে বিভিন্ন জায়গায় পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হয়। যার ফলে কিছুটা হলেও সুবিধা পাচ্ছিলেন এলাকার বাসিন্দারা। কিন্তু ভোট পর্ব মিটে যেতেই বন্ধ হয়ে গেছে পানীয় জল পরিষেবার কাজ। যার ফলে আবার পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে সরকারপাড়া সহ বিভিন্ন এলাকায়। বাধ্য হয়ে সামান্য পানীয় জলের জন্য মানুষের দরজায় দরজায় ছুটতে হচ্ছে মহিলাদের। বিদ্যুৎ সমস্যার জন্য যাদের বাড়িতে সাবমারসিবল রয়েছে তারা বেশি জল দিতে নারাজ। যার যার জন্য পানীয় জলের দাবিতে এদিন আবার বিডিওর দ্বারস্থ হয়েছেন সরকার পাড়া এলাকার মহিলারা। তাদের দাবি অবিলম্বে ভূগর্ভস্থ পাইপ মেরামত করে পানীয় জল পরিসেবার কাজ শুরু করা হোক। তা না হলে আগের মত আবার ট্যাংকারের মাধ্যমে পানীয় জল দেওয়া হোক।

এলাকার মহিলা গীতা বড়াল জানালেন, রাস্তার কাজ করতে গিয়ে পিএইচইর পাইপ ফাটিয়ে দেওয়া হয়েছে। তারপর থেকেই আমাদের এলাকায় পানীয় জল পরিষেবার কাজ বন্ধ। এরপর আমরা প্রধান এবং বিডিওর দ্বারস্থ হওয়ায় সাময়িকভাবে ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। পান করা এবং রান্নাবান্নার জন্য সেই জল আমরা ব্যবহার করতাম। কিন্তু ভোটের পরদিন থেকে সেই জল পরিষেবার কাজ বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে চরম বিপদে পড়েছি আমরা। পানীয় জলের জন্য লোকের দরজায় দরজায় ঘুরতে হচ্ছে। কিন্তু প্রতিদিন জল নিতে গিয়ে তাদের নানা কথা শুনতে হচ্ছে। বিদ্যুতের সমস্যার জন্য অনেকে আবার জল দিতে চাইছে না। যার ফলে সামান্য পানীয় জলের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে আমাদের। সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি আগের মত পানীয় জল যাতে আমরা পাই দ্রুত তার ব্যবস্থা করা হোক।

মঞ্জু চক্রবর্তী নামে অপর এক মহিলা জানালেন, আমাদের বলা হয়েছিল কিছুদিনের মধ্যেই পাইপের সমস্যা মিটে যাবে। যতদিন সেই সমস্যার সমাধান না হচ্ছে ততদিন ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জল দেওয়া হবে। ট্যাঙ্কার এর মাধ্যমে যে জল দেওয়া হতো তা আমরা পান করতাম এবং রান্নার কাজে ব্যবহার করতাম। কিন্তু ভোটের পরের দিন থেকে সেই জল বন্ধ করে দেওয়ায় চরম সমস্যার মধ্যে পড়েছি আমরা।

তিনি আরও বলেন, আমাদের এলাকায় একটিও নলকূপ নেই। একটি কুয়ো রয়েছে তার জল তলানিতে। বাধ্য হয়ে পানীয় জলের জন্য আমাদের লোকের বাড়িতে যেতে হচ্ছে। কাপড় কাচা, স্নান, বাসন মাজা এসব কাজ করতে হচ্ছে পাশের পচা পুকুরে। তাই বিডিওর কাছে আবার আমরা দাবি জানাতে এসেছি অবিলম্বে পিএইচইর পানীয় জলের পাইপ লাইনের সংস্কার করা হোক। না হলে অস্থায়ীভাবে যেভাবে পানীয় জল সরবরাহ করা হচ্ছিল সেভাবেই পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হোক। এই বিষয় নিয়ে গণস্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি আমরা বিডিওর হাতে তুলে দিচ্ছি।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

POK | অন্যায্য করের বোঝা! বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জনগণের বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর (POK)। কয়েকদিন আগেই নতুন কর আরোপ করে পাকিস্তান সরকার। যা নিয়ে প্রতিবাদ শুরু হয়।...

Elephant attack | ফের হাতির হানা ছোটা ফাঁপড়িতে, জানালা ভাঙল আইসিডিএস সেন্টার ও শিশু...

0
শিলিগুড়ি: অন্যত্র খাদ্য সামগ্রী সরিয়েও কাজের কাজ কিছু হল না, ফের হাতির হামলার মুখে পড়তে হল ছোটা ফাঁপড়ির আইসিডিএস সেন্টারকে। এবার শিশু শিক্ষা কেন্দ্রের...

Jalpaiguri News | নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গেল ডাম্পার, কোনমতে প্রাণ বাঁচল চালকের

0
বেলাকোবা: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পাথর বোঝাই ডাম্পার (Dumper loaded with stones)। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন চালক। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে  জলপাইগুড়ি (Jalpaiguri)...

Akhil Giri | রাষ্ট্রপতির পর এবার রাজ্যপাল, বেফাঁস মন্তব্য করে বিতর্কে মন্ত্রী অখিল গিরি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতির পর এবার রাজ্যপাল। বেফাঁস মন্তব্য করে বিতর্কে রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি (Akhil Giri)। তাঁর বক্তব্যের ভিডিও সোশাল মিডিয়ায়...

Naxalbari | নকশালবাড়িতে নজরকাড়া ফল অঙ্কিতা করের, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা হওয়ার স্বপ্ন এই কৃতীর  

0
নকশালবাড়িঃ আর্থিক প্রতিকূলতাকে দূরে সরিয়ে মায়ের গৃহশিক্ষকতায় এবার উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফল করল নকশালবাড়ির ছাত্রী অঙ্কিতা কর। তিনি নকশালবাড়ি নন্দপ্রসাদ হাইস্কুলের ছাত্রী ছিলেন। তাঁর প্রাপ্ত...

Most Popular