মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

সড়ক নির্মাণে ক্ষতিগ্রস্ত পাইপ লাইন, বন্ধ জলসরবরাহ, বিপাকে গাজোলের সরকার পাড়া     

শেষ আপডেট:

গাজোলঃ ৫১২ নম্বর জাতীয় সড়ক সংস্কারের সময় নষ্ট হয়েছে ভূগর্ভস্থ পানীয় জলের পাইপ। যার ফলে গাজোলের সরকার পাড়া সহ বিভিন্ন এলাকায় পিএইচই র পানীয় জল পরিষেবা একপ্রকার বন্ধ। জল সমস্যার সমাধান চেয়ে এলাকার বাসিন্দারা এর আগে দ্বারস্থ হয়েছিলেন গ্রাম পঞ্চায়েত এবং বিডিওর কাছে। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে পানীয় জলের ট্যাঙ্কারে করে বিভিন্ন জায়গায় পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হয়। যার ফলে কিছুটা হলেও সুবিধা পাচ্ছিলেন এলাকার বাসিন্দারা। কিন্তু ভোট পর্ব মিটে যেতেই বন্ধ হয়ে গেছে পানীয় জল পরিষেবার কাজ। যার ফলে আবার পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে সরকারপাড়া সহ বিভিন্ন এলাকায়। বাধ্য হয়ে সামান্য পানীয় জলের জন্য মানুষের দরজায় দরজায় ছুটতে হচ্ছে মহিলাদের। বিদ্যুৎ সমস্যার জন্য যাদের বাড়িতে সাবমারসিবল রয়েছে তারা বেশি জল দিতে নারাজ। যার যার জন্য পানীয় জলের দাবিতে এদিন আবার বিডিওর দ্বারস্থ হয়েছেন সরকার পাড়া এলাকার মহিলারা। তাদের দাবি অবিলম্বে ভূগর্ভস্থ পাইপ মেরামত করে পানীয় জল পরিসেবার কাজ শুরু করা হোক। তা না হলে আগের মত আবার ট্যাংকারের মাধ্যমে পানীয় জল দেওয়া হোক।

এলাকার মহিলা গীতা বড়াল জানালেন, রাস্তার কাজ করতে গিয়ে পিএইচইর পাইপ ফাটিয়ে দেওয়া হয়েছে। তারপর থেকেই আমাদের এলাকায় পানীয় জল পরিষেবার কাজ বন্ধ। এরপর আমরা প্রধান এবং বিডিওর দ্বারস্থ হওয়ায় সাময়িকভাবে ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। পান করা এবং রান্নাবান্নার জন্য সেই জল আমরা ব্যবহার করতাম। কিন্তু ভোটের পরদিন থেকে সেই জল পরিষেবার কাজ বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে চরম বিপদে পড়েছি আমরা। পানীয় জলের জন্য লোকের দরজায় দরজায় ঘুরতে হচ্ছে। কিন্তু প্রতিদিন জল নিতে গিয়ে তাদের নানা কথা শুনতে হচ্ছে। বিদ্যুতের সমস্যার জন্য অনেকে আবার জল দিতে চাইছে না। যার ফলে সামান্য পানীয় জলের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে আমাদের। সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি আগের মত পানীয় জল যাতে আমরা পাই দ্রুত তার ব্যবস্থা করা হোক।

মঞ্জু চক্রবর্তী নামে অপর এক মহিলা জানালেন, আমাদের বলা হয়েছিল কিছুদিনের মধ্যেই পাইপের সমস্যা মিটে যাবে। যতদিন সেই সমস্যার সমাধান না হচ্ছে ততদিন ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জল দেওয়া হবে। ট্যাঙ্কার এর মাধ্যমে যে জল দেওয়া হতো তা আমরা পান করতাম এবং রান্নার কাজে ব্যবহার করতাম। কিন্তু ভোটের পরের দিন থেকে সেই জল বন্ধ করে দেওয়ায় চরম সমস্যার মধ্যে পড়েছি আমরা।

তিনি আরও বলেন, আমাদের এলাকায় একটিও নলকূপ নেই। একটি কুয়ো রয়েছে তার জল তলানিতে। বাধ্য হয়ে পানীয় জলের জন্য আমাদের লোকের বাড়িতে যেতে হচ্ছে। কাপড় কাচা, স্নান, বাসন মাজা এসব কাজ করতে হচ্ছে পাশের পচা পুকুরে। তাই বিডিওর কাছে আবার আমরা দাবি জানাতে এসেছি অবিলম্বে পিএইচইর পানীয় জলের পাইপ লাইনের সংস্কার করা হোক। না হলে অস্থায়ীভাবে যেভাবে পানীয় জল সরবরাহ করা হচ্ছিল সেভাবেই পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হোক। এই বিষয় নিয়ে গণস্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি আমরা বিডিওর হাতে তুলে দিচ্ছি।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Dinhata | দিনের আলোয় ডোবা ভরাট! নীরব প্রশাসন

দিনহাটা: গত এক সপ্তাহ ধরে দিনের আলোয় ভরাট করা...

Cooch Behar | সিঁদুর পরার ধরনে বদল! কী বলছেন আধুনিকা নারীরা?

কোচবিহার: আগে ঘরে-বাইরে বিবাহিত মেয়েদের কপালে সিঁদুরের টিপ আর...

Balurghat | পাইপলাইন জোড়ার আঠা দিয়ে কৃষ্ণের মূর্তি

পঙ্কজ মহন্ত, বালুরঘাট: মাটি দিয়ে মূর্তি তৈরির কথা সকলের...

Cooch Behar | মোবাইল নিয়ে হলে, বহিষ্কার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে

কোচবিহার: মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকেও মোবাইল নিয়ে পরীক্ষার হলে...