Tuesday, June 18, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গচিকিৎসার গাফিলতিতে মৃত্যু রোগীর! হাসপাতালে বিক্ষোভ পরিবারের

চিকিৎসার গাফিলতিতে মৃত্যু রোগীর! হাসপাতালে বিক্ষোভ পরিবারের

মালবাজার: মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে অন্তর্বিভাগে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। মৃতের পরিবারের লোকজন বৃহস্পতিবার সকাল থেকে চিকিৎসা গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান। হাসপাতালের সুপারিন্টেন্ডেন্টের ঘরে বিক্ষোভকারীদের প্রতিনিধিদের নিয়ে আলোচনাও হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ প্রশাসনিক স্তরে দায়ের হয়নি।

জানা গিয়েছে, মৃত মহিলার নাম সোনালী খালকো (২৪)। বাড়ি বানারহাট ব্লকের চুনাভাটি চা বাগানের উপর লাইনে। গত ৩১ জুলাই গর্ভবতী অবস্থায় তাঁকে মাল বাজারের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সিজারিয়ান পদ্ধতিতে ১ অগাস্ট তাঁর কন্যাসন্তান প্রসবও হয়। সন্তান সুস্থ ছিল। তবে পরিবারের অভিযোগ, অপারেশনের পর তাঁর  শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর বুধবার রাতে হাসপাতালেই তিনি মারা যান তিনি।  মৃতার স্বামী রূপলাল ওরাওঁ বলেন, ‘অপারেশনের পর আমাদের রক্ত আনতে বলা হয়। আবার ফের অপারেশনের কথাও বলা হয়। চিকিৎসা গাফিলতির জন্যই এই ঘটনা ঘটল।‘ এদিন সকাল থেকেই হাসপাতালে ভিড় করেন বিক্ষোভ দেখান মৃতার আত্মীয় স্বজনরা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মাল মহকুমা পুলিশ আধিকারিক রবীন থাপা, মহকুমা শাসক করণের ডেপুটি ম্যাজিস্ট্রেট রথীন্দ্রনাথ সরকার সহ বিশাল পুলিশবাহিনী। হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের ব্যক্তিরা ক্ষুব্ধ বাসিন্দাদের বোঝানোর চেষ্টা করেন।

মালবাজারের সুপার স্পেশালিটি হাসপাতাল সুপারিন্টেন্ডেন্ট ডা: প্রিয়াংকু জানা বলেন, ‘এখনও পর্যন্ত মৃতের পরিবারের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ আমাদের কাছে জমা দেওয়া হয়নি। ওই রোগীকে সর্বতো চিকিৎসা পরিষেবাই দেওয়া হয়েছিল। চিকিৎসা গাফিলতির কোনও প্রশ্নই নেই। গর্ভবতী মহিলা বানারহাট হাসপাতাল থেকে রেফার হয়ে এসেছিলেন। একটি বিরল রোগে আক্রান্তও ছিলেন। প্রসবের পরে রক্তক্ষরণ হতে থাকে। মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা প্রক্রিয়া জারি ছিল। শিশুকে বাঁচানো গেলেও মাকে বাঁচানো সম্ভব হয়নি।’

অন্যদিকে পরে পরিস্থিতি আলোচনার মাধ্যমে মিটেছে। কোনও রূপ লিখিত অভিযোগই এখনও পর্যন্ত দায়ের করা হয়নি। রোগীর আত্মীয় পরিজনেরা পরে মৃতদেহ তাঁদের বাড়িতে নিয়ে যান।

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Harris Rauf | ছবি তুলতে চাওয়াই অপরাধ, এক সমর্থকের দিকে তেড়ে গেলেন পকিস্তানের রউফ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। ইতিমধ্যেই দলের পারফরম্যান্স নিয়ে প্রকাশ্যেই তীব্র নিন্দা করেছেন দেশের প্রাক্তনীরা। নানান বিতর্কের মাঝেই এবার...

Narendra Modi | পিএম কিষান প্রকল্পে ২০ হাজার কোটি! অন্নদাতাদের মন পেতে বড় উপহার...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বারাণসী (Baranasi) থেকে দেশের কৃষকদের জন্য বড় উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন পিএম কিষাননিধি (PM Kisan) প্রকল্পের...

Central force | স্কুলের বিকল্প হিসেবে কোথায় রাখা হবে কেন্দ্রীয় বাহিনী? রাজ্য-কেন্দ্রকে সিদ্ধান্ত নিতে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের ফল প্রকাশের পর রাজনৈতিক হিংসা (Post poll violence) অব্যাহত রাজ্যের বিভিন্ন জায়গায়। এদিকে রাজ্য বিজেপির দাবি, অন্তত দুর্গাপুজো পর্যন্ত...

Bihar bridge collapse | উদ্বোধনই হয়নি, তার আগেই ভেঙে পড়ল ১২ কোটি ব্যয়ে নির্মীয়মাণ...

0
কিশনগঞ্জ: উদ্বোধনের আগেই ভেঙে পড়ল ১২ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মাণ সেতু (Bihar bridge collapse)। মঙ্গলবার বিহারের (Bihar) আরারিয়ার সিকটি গ্রামের কাছে বকরা নদীর উপর...

Newra river | নেওরা নদীর ভাঙন ঠেকাতে তৎপর সেচ দপ্তর, শুরু হল বাঁধ নির্মাণের...

0
চালসাঃ অবশেষে মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি গুয়াবাড়ি সংলগ্ন এলাকায় শুরু হল নেওরা নদীর ভাঙন রোধের কাজ। পাথর ও তরজালি দিয়ে চলছে স্পার...

Most Popular