Tuesday, May 21, 2024
HomeBreaking Newsসংসদে ফিরছেন রাহুল, আদালতের রায়ের পর পদ ফেরালেন স্পিকার

সংসদে ফিরছেন রাহুল, আদালতের রায়ের পর পদ ফেরালেন স্পিকার

নয়াদিল্লি: বড় স্বস্তি! এবার সাংসদ পদ ফেরত পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। সোমবার লোকসভা সেক্রেটারিয়েটের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ওয়েনাড়ের সাংসদের পদ ফিরিয়ে দেওয়া হচ্ছে রাহুলকে।

সোমবার লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরি জানিয়েছিলেন, স্পিকারের কাছে সুপ্রিম কোর্টের অর্ডার কপি সহ সমস্ত নথিপত্র জমা দেওয়া হয়েছে। সেগুলি খতিয়ে দেখে দ্রুত রাহুলের সাংসদ পদ ফেরাতে হবে। নাহলে, দল প্রতিবাদে নামবে। সোমবারের মধ্যে রাহুলের সাংসদ পদ না ফেরানো হলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হবে বলেও শোনা যায়। তবে তার আগেই সাংসদ পদ ফিরে পেলেন রাহুল। এদিন খবর পাওয়ার পরই রাহুল গান্ধির বাসভবনের সামনে উচ্ছ্বাসে মেতে ওঠেন দলীয় কর্মী-সমর্থকরা।

প্রসঙ্গত, ‘মোদি পদবি’ মন্তব্য মামলায় রাহুল গান্ধির সুরাট আদালতের ২ বছরের কারাদণ্ডের রায়ে শুক্রবার স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নিম্ন আদালত সর্বোচ্চ শাস্তি দিলেও, তার কারণ ব্যাখ্যা করেনি, এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের। ফলে সুরাট আদালতের রায়ে স্থগিতাদেশ দেওয়া হয়।

২০১৯ সালের লোকসভা ভোটের প্রচারের সময় কর্ণাটকের কোলারে ‘মোদি’ পদবি তুলে আপত্তিকর মন্তব্যের দায়ে গুজরাটের সুরাট ম্যাজিস্ট্রেট আদালত রাহুলকে দু’বছর কারাদণ্ডের সাজা শুনিয়েছিল। গুজরাটের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদির দায়ের করা ওই ‘অপরাধমূলক মানহানি’ মামলায় দোষী রাহুলের জামিনের আবেদন মঞ্জুর করে রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদনের জন্য তাঁকে ৩০ দিন সময় দিয়েছিলেন বিচারক। আদালতের রায়ের ভিত্তিতে রাহুলের সাংসদ পদও খারিজ হয়ে যায়। রাহুল সাজার রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে সুরাটেরই দায়রা আদালতে আবেদন করেছিলেন। কিন্তু গত ২০ এপ্রিল অতিরিক্ত দায়রা বিচারক আরপি মোগেরা সেই আবেদন খারিজ করে সাজা কার্যকরের রায় বহাল রাখেন। রাহুলের আইনজীবী অভিষেক মনু সিংভি শীর্ষ আদালতে অভিযোগ করেছিলেন এই মামলায় বিচার প্রক্রিয়ার অবমাননা হয়েছে।

শুক্রবার শীর্ষ আদালত সুরাট আদালতের রায়ে স্থগিতাদেশ দেওয়ার পর রাহুলের সাংসদ পদ ফিরে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়। এদিন তাঁর সাংসদ পদ ফিরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার থেকে মণিপুর ইস্যুতে আনা অনাস্থা প্রস্তাবের আলোচনা শুরু হবে সংসদে। বাদল অধিবেশনও শেষ হতে আরও বেশ কিছুদিন বাকি আছে। সেইসময়ে সংসদে রাহুলের উপস্থিতি কংগ্রেসকে বেশ অক্সিজেন জোগাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Siliguri | শিলিগুড়িকে পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ, সপ্তাহে দু’দিন ওয়ার্ডে ওয়ার্ডে ‘স্পেশাল ড্রাইভ’

0
রাহুল মজুমদার, শিলিগুড়ি: শিলিগুড়ি (Siliguri) শহরকে আরও বেশি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবার সপ্তাহে দু’দিন করে ওয়ার্ড ধরে ধরে স্পেশাল ড্রাইভ চালাবে শিলিগুড়ি পুরনিগম (Siliguri Municipal...

0
বালুরঘাট, ২১ মে: বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির কারণে সদ্যোজাত কন্যা শিশু মৃত্যুর অভিযোগ। ঘটনায় মঙ্গলবার সকাল হাসপাতালে বিক্ষোভ দেখায় মৃত শিশুর পরিবারের...

Uday Shankar Pal | ক্যানসারই কাড়ল প্রাণ, প্রয়াত ‘ভূতের ভবিষ্যৎ’র আত্মারাম উদয় শংকর পাল

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্যানসারের কাছে হার মানলেন ‘ভূতের ভবিষ্যৎ’র আত্মারাম। প্রয়াত বর্ষীয়ান টলিউড অভিনেতা (Tollywood actor) উদয় শংকর পাল (Uday Shankar Pal)। সোমবার...

Coal scam case | দুই অভিযুক্ত গরহাজির, কয়লা পাচার মামলার চার্জ গঠন হল না...

0
আসানসোল: আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে কয়লা পাচার মামলায় চার্জ গঠনের দিন ধার্য হয়েছিল মঙ্গলবার। কিন্তু অন্যতম দুজন অভিযুক্ত এদিন গরহাজির থাকায় এই মামলার চার্জ...

Theft Case | মুদির দোকানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তার দাবি ব্যবসায়ীদের

0
চালসা: সরকারি কৃষক বাজারে অবস্থিত মুদির দোকানে দুঃসাহসিক চুরি। খোয়া গেল প্রায় ৪০ হাজার টাকার সামগ্রী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মেটেলি ব্লকে। স্থানীয় সূত্রে...

Most Popular