Tuesday, April 30, 2024
HomeBreaking Newsসংসদে ফিরছেন রাহুল, আদালতের রায়ের পর পদ ফেরালেন স্পিকার

সংসদে ফিরছেন রাহুল, আদালতের রায়ের পর পদ ফেরালেন স্পিকার

নয়াদিল্লি: বড় স্বস্তি! এবার সাংসদ পদ ফেরত পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। সোমবার লোকসভা সেক্রেটারিয়েটের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ওয়েনাড়ের সাংসদের পদ ফিরিয়ে দেওয়া হচ্ছে রাহুলকে।

সোমবার লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরি জানিয়েছিলেন, স্পিকারের কাছে সুপ্রিম কোর্টের অর্ডার কপি সহ সমস্ত নথিপত্র জমা দেওয়া হয়েছে। সেগুলি খতিয়ে দেখে দ্রুত রাহুলের সাংসদ পদ ফেরাতে হবে। নাহলে, দল প্রতিবাদে নামবে। সোমবারের মধ্যে রাহুলের সাংসদ পদ না ফেরানো হলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হবে বলেও শোনা যায়। তবে তার আগেই সাংসদ পদ ফিরে পেলেন রাহুল। এদিন খবর পাওয়ার পরই রাহুল গান্ধির বাসভবনের সামনে উচ্ছ্বাসে মেতে ওঠেন দলীয় কর্মী-সমর্থকরা।

প্রসঙ্গত, ‘মোদি পদবি’ মন্তব্য মামলায় রাহুল গান্ধির সুরাট আদালতের ২ বছরের কারাদণ্ডের রায়ে শুক্রবার স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নিম্ন আদালত সর্বোচ্চ শাস্তি দিলেও, তার কারণ ব্যাখ্যা করেনি, এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের। ফলে সুরাট আদালতের রায়ে স্থগিতাদেশ দেওয়া হয়।

২০১৯ সালের লোকসভা ভোটের প্রচারের সময় কর্ণাটকের কোলারে ‘মোদি’ পদবি তুলে আপত্তিকর মন্তব্যের দায়ে গুজরাটের সুরাট ম্যাজিস্ট্রেট আদালত রাহুলকে দু’বছর কারাদণ্ডের সাজা শুনিয়েছিল। গুজরাটের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদির দায়ের করা ওই ‘অপরাধমূলক মানহানি’ মামলায় দোষী রাহুলের জামিনের আবেদন মঞ্জুর করে রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদনের জন্য তাঁকে ৩০ দিন সময় দিয়েছিলেন বিচারক। আদালতের রায়ের ভিত্তিতে রাহুলের সাংসদ পদও খারিজ হয়ে যায়। রাহুল সাজার রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে সুরাটেরই দায়রা আদালতে আবেদন করেছিলেন। কিন্তু গত ২০ এপ্রিল অতিরিক্ত দায়রা বিচারক আরপি মোগেরা সেই আবেদন খারিজ করে সাজা কার্যকরের রায় বহাল রাখেন। রাহুলের আইনজীবী অভিষেক মনু সিংভি শীর্ষ আদালতে অভিযোগ করেছিলেন এই মামলায় বিচার প্রক্রিয়ার অবমাননা হয়েছে।

শুক্রবার শীর্ষ আদালত সুরাট আদালতের রায়ে স্থগিতাদেশ দেওয়ার পর রাহুলের সাংসদ পদ ফিরে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়। এদিন তাঁর সাংসদ পদ ফিরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার থেকে মণিপুর ইস্যুতে আনা অনাস্থা প্রস্তাবের আলোচনা শুরু হবে সংসদে। বাদল অধিবেশনও শেষ হতে আরও বেশ কিছুদিন বাকি আছে। সেইসময়ে সংসদে রাহুলের উপস্থিতি কংগ্রেসকে বেশ অক্সিজেন জোগাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Flood control | কোচবিহার ও আলিপুরদুয়ারে বন্যা নিয়ন্ত্রণে বরাদ্দ ৮০ কোটি

0
গৌরহরি দাস, কোচবিহার: উত্তরবঙ্গের কোচবিহার (Cooch Behar) ও আলিপুরদুয়ার (Alipurduar) জেলার অনেক নদীই বন্যাপ্রবণ। প্রতিবছর বর্ষায় নদী লাগোয়া এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়। দুই...

IPS Debashis Dhar | ‘প্রার্থীপদ’ রক্ষা করতে সুপ্রিম-দুয়ারে দেবাশিস ধর, আবেদন ফেরাল শীর্ষ আদালত

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের (IPS Debashish Dhar) আবেদন ফেরাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার দেশের শীর্ষ আদালত দেবাশিস ধরকে...

Indian Navy Chief | ভারতীয় নৌবাহিনীর ২৬তম প্রধানের দায়িত্ব নিলেন দীনেশ কুমার ত্রিপাঠী

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় নৌবাহিনীর ২৬তম প্রধান (Indian Navy Chief) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী (Admiral Dinesh Kumar Tripathi)। মঙ্গলবার...

নখ দেখেই চেনা যাবে রোগ! কোন কোন উপসর্গ দেখলে সতর্ক হবেন?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শরীরে কোনও সমস্যা দেখা দিলে ত্বক, গলার স্বর, চুল কিংবা নখের দিকেও লক্ষ রাখা খুব জরুরি। বিশেষ করে নখের উপর।...

Rajbhaban-Indian Museum | উড়িয়ে দেওয়া হবে রাজভবন, যাদুঘর… হুমকি ইমেল ঘিরে তোলপাড় কলকাতা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতা বিমানবন্দরের পর এবার রাজভবন, জাদুঘর (Rajbhaban-Indian Museum)। নাশকতার হুমকি দিয়ে একাধিক জায়গায় এল ইমেল। যা নিয়ে তোলপাড় কলকাতা (Kolkata)। এদিন...

Most Popular