Monday, May 20, 2024
HomeTop Newsবস্তাবন্দি অবস্থায় উদ্ধার বৃদ্ধার দেহ, গায়েব মৃতার দেহের অলংকার, গ্রেপ্তার ১ প্রতিবেশী...

বস্তাবন্দি অবস্থায় উদ্ধার বৃদ্ধার দেহ, গায়েব মৃতার দেহের অলংকার, গ্রেপ্তার ১ প্রতিবেশী    

ধূপগুড়ি: শনিবার সকালে ধূপগুড়ি পুরসভার ৫ নং ওয়ার্ডে উদ্ধার হল বস্তা বন্দি এক বৃদ্ধার মৃতদেহ। দেহটি উদ্ধার হয় সূর্যসেন কলোনী পাড়ায়। মৃত বৃদ্ধার নাম পুষ্পা গাইন(৭৩)। এদিন সকালে রাস্তার পাশে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় বৃদ্ধার দেহ। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় জলপাইগুড়ি জেলা হাসপাতালে। বৃদ্ধার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। অনুমান করা হচ্ছে মৃত্যুর পেছনে কোনও তন্ত্রসাধনার ঘটনাও থাকতে পারে।

জানা গিয়েছে, মৃত বৃদ্ধা ছিলেন বিদ্যুৎ দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মী। বৃদ্ধা শুক্রবার দুপুরে বাড়ি থেকে বেড়িয়ে আর ফেরেন নি। এদিন সকালে রাস্তার পাশে প্রতিবেশীদের নজরে আসে একটি বস্তা, যার ভেতর থেকে বৃদ্ধার পা বেরিয়ে ছিল। এরপরই খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। পুলিশ এসে বস্তার ভিতর থেকে বৃদ্ধার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় জলপাইগুড়ি জেলা হাসপাতালে। বৃদ্ধার গলা এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কপাল থেকে চামড়া তুলে নেওয়া হয়। তার শরীর থেকে সোনার গয়না উধাও হয়ে যায় বলে দাবি পরিবারের। মৃতদেহের আঘাতের চিহ্ন দেখে অনুমান করা হচ্ছে শুধু অলংকার হাতিয়ে নেওয়াই নয়, পেছনে থাকতে পারে তন্ত্রসাধনার তত্ত্ব। মৃতার মেয়ে গৌরি সরকার জানায়, তাঁর মায়ের গলায় ও হাতে মূল্যবান অলংকার ছিল। যা মৃতদেহের শরীরে পাওয়া যায়নি।

এদিকে এই ঘটনায় মৃতের পরিবারের অভিযোগক্রমে হত্যার মামলা রুজু করেছে ধূপগুড়ি থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এক যুবককে আটক করেছে ধূপগুড়ি থানার পুলিশ। আরও এক যুবককে শনাক্ত করে তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে। প্রতিবেশীদের দাবী, অভিযুক্তরা সম্পর্কে দুই ভাই। তারা দীর্ঘদিন থেকে তন্ত্রসাধনার সঙ্গে যুক্ত। এর আগেও এক অভিযুক্তের বিরুদ্ধে স্ত্রীকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল। তখনও অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছিল।

অপরদিকে এদিন সাকোয়াঝোড়া ২ নং গ্রাম পঞ্চায়েতের মল্লিকশোভা এলাকায় গলার নলিকাটা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম শান্তি রায়(৬২)। শুক্রবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ শান্তি রায় নিখোঁজ হয়। শনিবার সকালে বাড়ির অদূরেই বাশ ঝাড়ে নলিকাটা অবস্থায় পাওয়া যায়। প্রতিবেশী মন্ত্রী রায় জানায়, কিভাবে ঘটল তা জানা নেই। এভাবে নৃশংস ভাবে নলিকাটা দেখে সকলেই হতবাক।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Legal notice to Mamata | ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ, মমতাকে নোটিশ পাঠালেন কার্তিক...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ হুগলির গোঘাটের জনসভা থেকে রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘের সাধুদের একাংশের বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি...

এবার ভোটে বড় প্রাপ্তি রাহুল গান্ধি

0
রন্তিদেব সেনগুপ্ত ২০২৪-এর লোকসভা নির্বাচন এখন প্রায় শেষ লগ্নে। আজ পঞ্চম দফার ভোটগ্রহণ। এরপর আর মাত্র দুটি দফা বাকি থাকছে। এবারের এই ভোটে প্রাপ্তি...

Ebrahim Raisi | আশঙ্কাই সত্য, চপার ভেঙে মৃত্যু ইব্রাহিম রাইসির, শোকপ্রকাশ মোদির

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চপার ভেঙে মৃত্যু হল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির (Ebrahim Raisi)। নিহত সে দেশের বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানও। ইরানের (Iran) প্রশাসনিক আধিকারিকদের...

Sexual harassment | যৌন হেনস্তায় অভিযুক্ত জওয়ানকে সরাল কমিশন, এফআইআর উলুবেড়িয়া থানায়  

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নির্বাচনের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। রবিবার ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া কেন্দ্রে। এই অভিযোগ সামনে আসতেই...

Lok Sabha Election 2024 | ‘বিজেপির হাতই ধরতে হবে রচনাকে’, বললেন লকেট, পালটা যা...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার পঞ্চম দফা ভোট (Lok Sabha Election 2024) শুরু হয়েছে দেশের ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে। পশ্চিমবঙ্গেও ভোট...

Most Popular