Sunday, April 28, 2024
HomeBreaking Newsএশিয়া কাপে দুরমুশ পাকিস্তান! ২২৮ রানে বাবর আজমের দলকে হারাল ভারত

এশিয়া কাপে দুরমুশ পাকিস্তান! ২২৮ রানে বাবর আজমের দলকে হারাল ভারত

নিউজ ব্যুরো: এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানকে ২২৮ রানের বিরাট ব্যবধানে হারিয়ে দিল রোহিত শর্মার টিম ইন্ডিয়া। ম্যান অফ দ্য ম্যাচ কিং কোহলি।

ভারতের ৩৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে কখনই ছন্দে ছিল না পাকিস্তান। দলের রান যখন ১৭ সেই সময় তাদের প্রথম ধাক্কা দেন বুমরাহ। বুমরাহর বলে শুভমান গিলের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ইমামুল হক (৯)। এরপর হার্দিক পান্ডিয়া স্ট্যাম্প ছিটকে দেন পাক অধিনায়ক বাবর আজমের (১০)। সেই ধাক্কা তাঁরা আর কাটিয়ে উঠতে পারেননি।

নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে পাকিস্তান। এর জন্য কৃতিত্ব প্রাপ্য কুলদীপ যাদবের। এদিন তিনি দুর্দান্ত বল করেছেন। মাত্র ৮ ওভার বল করে ২৫ রানের বিনিময়ে তাঁর ঝুলিতে ৫ উইকেট। ফকর জামান (২৭), সলমন আলি আঘা (২৩), ইফতিকার আহমেদ (২৩) সামান্য রুখে দাঁড়ানোর চেষ্টা করলেও তা পাহাড় সমান রান তাড়া করার জন্য যথেষ্ট ছিল না। প্রথম ধাক্কা বুমরাহ দিলেও মূলত কুলদীপ যাদবের স্পিনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাক ব্যাটিং লাইন আপ। তবে ফিল্ডিংয়ের সময় চোট পাওয়ায় এদিন ব্যাট করতে নামেননি নাসিম শা ও রউফ।

এদিন বিরাট কোহলি ও কেএল রাহুলের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর দিয়ে পাকিস্তানের সামনে ৩৫৭ রানের টার্গেট দেয় ভারত। দুই ব্যাটারই অপরাজিত শতরান করেন। কোহলি ৯৪ বলে ১২২ রানে অপরাজিত থাকেন। ইনিংসে ছিল ৯টি চার ও ৩টি ছয়। অন্যদিকে, রাহুল ১০৬ বলে করেন ১১১। তিনিও অপরাজিত থাকেন। তিনি ইনিংস সাজান ১২টি চার ও দুটি ছক্কা দিয়ে। ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৫৬ রান তোলে ভারত। জেতার জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ৩৫৭ রান। এই রান তাড়া করতে নেমে ৩২ ওভারে মাত্র ১২৮ রানে গুটিয়ে যান বাবর আজমরা।

রবিবার কলম্বোয় এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই পড়শি দেশ। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান পাক অধিনায়ক বাবর আজম। গতকাল দুর্দান্ত শুরু করেন টিম ইন্ডিয়ার দুই ওপেনার শুভমান গিল ও অধিনায়ক রোহিত শর্মা। শুভমান (৫২ বলে ৫৮) ও রোহিত (৪৯ বলে ৫৬) করেন। তাঁদের জুটিতে ওঠে ১২১ রান। তাঁরা আউট হলে মাঠে নামেন বিরাট-রাহুল। গতকাল ২৪.১ ওভারের মাথায় ভারতের স্কোর যখন ২ উইকেটে ১৪৭, ঠিক তখনই ঝমঝমিয়ে বৃষ্টি নামে। বৃষ্টির জন্য যখন খেলা থামে তখন বিরাট ৮ এবং রাহুল ১৭ রানে ক্রিজে ছিলেন।

সোমবার বিকেল ৪টা ৪০ নাগাদ রিজার্ভ ডে-র খেলা শুরু হতেই দুই ব্যাটারকে একই ছন্দে দেখা যায়। প্রথমে দেখে নিয়ে দুজনেই ঝড় তোলেন ব্যাটিংয়ে। পাক বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান দিয়েছেন শাহিন আফ্রিদি। ১০ ওভারে ৭৯ রান দিয়ে ১টি উইকেট পান তিনি। ফাহিম আশরাফ ১০ ওভারে ৭৪ রান দিলেও কোনও উইকেট পাননি। নাসিম শা গতকালের পর এদিনও ভালো বল করেন। তবে ৯.২ ওভারে ৫৩ রান দিয়ে উইকেটহীন থাকেন তিনি। ইফতিকার আহমেদকেও বেধড়ক ঠেঙিয়েছেন বিরাট-রাহুল। ৫.৪ ওভার বল করে ৫২ রান দেন ইফতিকার। সাদাব খান ১০ ওভারে দেন ৭১ রান।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Online betting app scam Actor Sahil Khan arrested from Chhattisgarh

Sahil Khan | অনলাইন বেটিং অ্যাপ কেলেঙ্কারি! ছত্তিশগড় থেকে গ্রেপ্তার অভিনেতা সাহিল খান

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারি কাণ্ডে(Mahadev online betting app case) নাম জড়িয়েছে একাধিক বলিউড তারকার। এবার সেই মামলায় ছত্তিশগড় থেকে বলিউড(Bollywood)...

Leopard | চিতাবাঘের আতঙ্ক আলিপুরদুয়ারে, তল্লাশি চালাচ্ছে বন দপ্তর

0
ফালাকাটা: চিতাবাঘের আতঙ্ক ছড়াল ফালাকাটা ব্লকের রাইচেঙ্গা ও আলিপুরদুয়ার-১ ব্লকের পারপাতলাখাওয়া গ্রামে। রবিবার ভোর সাড়ে চারটা নাগাদ রাইচেঙ্গায় একটি পুকুরের পাশে তিনবার বাঘের গর্জন...

Mamata Banerjee | মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য! বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে যাচ্ছে তৃণমূল

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ। এবার বারাসাত লোকসভার (Barasat Lok Sabha) বিজেপি প্রার্থী (BJP) স্বপন...

China Tornado | বিধ্বংসী টর্নেডোর কবলে চিন, নিহত কমপক্ষে ৫

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধ্বংসী টর্নেডোর কবলে চিন (China Tornado)। এর জেরে প্রাণ হারিয়েছেন অন্তত ৫ জন। আহত হয়েছেন ৩৩ জন। শনিবার ঘটনাটি ঘটেছে...

BJP | দেবশ্রীর প্রচারে গিয়ে রক্তাক্ত বিজেপির মহিলা মণ্ডল সভাপতি! অভিযুক্ত তৃণমূল

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ কলকাতা (Dakshin Kolkata) লোকসভা কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী দেবশ্রী চৌধুরীর (Debashree Choudhury) সমর্থনে প্রচার করতে গিয়ে দুষ্কৃতী হামলা। রক্তাক্ত...

Most Popular