শিলিগুড়ি: গাড়ির ধাক্কায় মৃত্যু হল চিতাবাঘের। সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ শিলিগুড়ি-দার্জিলিং সড়ক (ভায়া রোহিণী)-এর শিমুলবাড়ি মোড় এলাকার চেকপোস্টের কাছে ঘটনাটি ঘটেছে। বন দপ্তর সূত্রের খবর, স্ত্রী চিতাবাঘটির বয়স আড়াই থেকে তিন বছরের মধ্যে। এদিন চেকপোস্ট থেকে প্রায় ২০০ মিটার দূরে সড়কের মাঝে সেটির রক্তাক্ত দেহ পড়েছিল। এলাকাটি বামনপোখরি রেঞ্জের অধীন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন বনকর্মীরা। বন দপ্তরের প্রাথমিক অনুমান, কোনও গাড়ির ধাক্কাতেই চিতাবাঘটির মৃত্যু হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হবে। তারপরই মৃত্যু কারণ স্পষ্ট হবে।
গাড়ির ধাক্কায় চিতাবাঘের মৃত্যু! রাস্তায় পড়ে দেহ
RELATED ARTICLES