Wednesday, June 5, 2024
HomeBreaking Newsপক্ষে ৪৫৪, বিপক্ষে ২, লোকসভায় পাশ মহিলা সংরক্ষণ বিল

পক্ষে ৪৫৪, বিপক্ষে ২, লোকসভায় পাশ মহিলা সংরক্ষণ বিল

নয়াদিল্লি: লোকসভায় পাস হল মহিলা সংরক্ষণ বিল। বিলের স্বপক্ষে ভোট দিয়েছেন ৪৫৪ জন সাংসদ। উপস্থিত ২ সাংসদ বিলের বিপক্ষে ভোট দিয়েছেন। হায়দ্রাবাদের মিম সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি এবং আরেকজন সাংসদ এর বিপক্ষে মত দিয়েছেন বলে জানা গেছে সংসদীয় সূত্রে। নিম্ন কক্ষের ছাড়পত্র পাওয়ার পর বৃহস্পতিবার উচ্চ কক্ষে বিলটি নিয়ে পূর্ণাঙ্গ আলোচনায় বসবেন রাজ্যসভার প্রতিনিধিরা৷ বিল পাস হলেও সারা দিন এই বিশেষ বিল নিয়ে আলোচনায় উত্তপ্ত হয়ে ছিল নতুন সংসদ ভবনের লোকসভা কক্ষ। দিনের শেষে, সংসদে হাজির হয়ে সেই উত্তাপের সাক্ষী ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নারী শক্তি বন্দন অধিনিয়ম শীর্ষক এই বিলটি লোকভায় পেশ করেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। বিলের উপর আলোচনা করেন রাহুল গান্ধী, অমিত শা, কাকলী ঘোষ দস্তিদাররে মতো বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। মোট ৭ ঘন্টার উপর আলোচনার পর বিলটি পাশ করানো হয়। তবে এখন পাশ করা হলেও দেশজুড়ে ডিলিমিটেশনের পরই বিলটি কার্যকর হবে। ফলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই আইন কার্যকর হওয়ার কোনও সম্ভাবনা নেই। এই বিল পাশ হওয়ায় লোকসভা ও রাজ্য বিধানসভায় ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।

মঙ্গলবার এই বিল পেশের সময় বিলের উদ্দেশ্য-বিধেয় নিয়ে বিতর্কের ঝড় ওঠে লোকসভায়৷ বুধবারে তারই পুনরাবৃত্তি দেখা গেল যখন বিলের নেপথ্যে সরকারি মনোবাঞ্ছার বিরুদ্ধে গর্জে ওঠেন ইন্ডিয়া জোটের মহিলা সাংসদরা৷ ইন্ডিয়া শিবিরের সদস্য মহিলা সাংসদ সনিয়া গান্ধী, কাকলি ঘোষ দস্তিদার, কানিমোঝি বা মহুয়া মৈত্রদের প্রশ্ন, মহিলাদের ক্ষমতায়ন ও সার্বিক বিকাশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর সরকার যখন এতই চিন্তিত, তখন ২০১৪ সালে ক্ষমতায় আসার পরে কেন মোদী সরকার মহিলা সংরক্ষণ বিল পাসের উদ্যোগ নেয়নি?  কেন তাদের পাক্কা দশটি বছর সময় লাগলো দেশের গণতন্ত্রের পীঠস্থানে এই বিল পেশ করতে? একইসঙ্গে ইন্ডিয়া জোটের সদস্যদের প্রশ্ন, ২০২৩ সালে বিল পাসের পরে কেন মহিলাদের অধিকার প্রাপ্তির জন্য আরও ৬ বছর অপেক্ষা করতে হবে? তবে মহিলা সাংসদরা সবাই স্পষ্ট করেছেন মোদী সরকারের অভিপ্রায় নিয়ে প্রশ্ন তুললেও তাঁরা মহিলা স্বশক্তিকরণ ও সার্বিক ক্ষমতায়নের কথা মাথায় রেখে মোদী সরকার প্রণীত মহিলা সংরক্ষণ বিলটির পক্ষেই রায় দিচ্ছেন৷

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Manikchawk | মানিকচকে উদ্ধার মাথার খুলি! ব্যাপক চাঞ্চল্য এলাকায়

0
মানিকচক: বুধবার অর্ধদগ্ধ মাথার খুলি উদ্ধার হল মানিকচকের মথুরাপুরে। ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। আতঙ্কে এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন মানিকচকের মথুরাপুর হরিবাসর সংলগ্ন এলাকায়...

NDA Meeting | রাতেই সরকার গড়ার দাবি পেশ, নীতীশ-নাইডুকে নিয়ে রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন মোদি-নাড্ডারা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে শেষ হয়েছে এনডিএ-র শরিক দলগুলির বৈঠক। বৈঠকে হাজির ছিলেন তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু, জনতা দল...
cobra eggs were recovered and given to the forest department

Cobra | গোখরোর ডিম উদ্ধার, বন দপ্তরকে দিলেন পরিবেশকর্মীরা

0
গাজোল: গোখরোর(Cobra) ১৬টি ডিম উদ্ধার করে বন দপ্তরের(Forest Department) হাতে তুলে দিলেন পরিবেশকর্মী জয়ন্ত চক্রবর্তী এবং বাপি দাস। জানা গিয়েছে, রাঙাভিটা এলাকায় মেঘদূত ক্লাবের...

বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে ঘাস ফুলের পতাকা লাগিয়ে বিজয়োল্লাস তৃণমূলের

0
তুফানগঞ্জ: বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত দখলের দাবিতে দলীয় পতাকা লাগিয়ে বিজয়োল্লাস শুরু করে তৃণমূলের কর্মী-সমর্থকেরা। লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হতেই বুধবার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের...

T-20 World Cup | নিউ ইয়র্কে সকাল সাড়ে ১০টায় আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ভারতের, কেন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করছে ভারত। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে নিজেদের প্রথম তিনটি ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। এদিন...

Most Popular