Saturday, May 4, 2024
HomeTop Newsইউপিএ আমলে হয়নি ওবিসি সংরক্ষণ, সাংবাদিক সম্মেলনে দু:খপ্রকাশ রাহুলের

ইউপিএ আমলে হয়নি ওবিসি সংরক্ষণ, সাংবাদিক সম্মেলনে দু:খপ্রকাশ রাহুলের

নয়াদিল্লি: ইউপিএ জমানায় কেন্দ্রে ক্ষমতাসীন পূর্বতন মনমোহন সিং সরকারের উচিত ছিল মহিলা সংরক্ষণ বিল প্রণয়ন করে তার মধ্যে আলাদা করে ওবিসি কোটার সংরক্ষণ প্রদান করা৷ কিন্তু বাস্তবে তা হয়নি। সে সময়ে এই পদক্ষেপ গ্রহণ না করার জন্য, শুক্রবার প্রকাশ্যে দু:খপ্রকাশ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

শুক্রবার নয়াদিল্লিতে কংগ্রেস সদর দপ্তরে সাংবাদিক সম্মেলন করে মহিলা সংরক্ষণ বিলের প্রয়োগ নিয়ে মোদি সরকারকে নিশানা করে রাহুল বলেন, ‘আগের কংগ্রেস সরকার মহিলা সংরক্ষণ বিলে ওবিসি কোটা নির্ধারণ করেনি তার জন্য আমি ১০০ শতাংশ অনুতপ্ত। এটা করা উচিত ছিল৷ আমরা এটা করেই ছাড়ব।’ উল্লেখ্য, ২০১০ সালে ইউপিএ ২ জমানায় মহিলা সংরক্ষণ বিল পাস হয়েছিল রাজ্যসভায়৷ তারপরেও লোকসভায় বিলটি আটকে যায় সপা, বসপা, আরজেডির মত দলের তরফে তোলা ওবিসি সংরক্ষণের দাবিতে৷ সেই সময় যদি ইউপিএ সরকার মহিলা সংরক্ষণ বিলের আওতায় ওবিসিদের জন্য আলাদা করে সংরক্ষণ প্রদান করত, তাহলে আজ মহিলা বিল পাস করিয়ে নিচ্ছে বিজেপি, এই দিন দেখতে হতো না, এটা বুঝতে পেরেছে কংগ্রেস নেতৃত্ব৷

এদিন, সংসদের বিশেষ অধিবেশনে পাস হওয়া মহিলা সংরক্ষণ বিল ও তার বাস্তবিক প্রয়োগ নিয়ে রাহুল তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী জানিয়ে ছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন তৈরি হবে, তাতে আমরা সম্মত হই৷ মহিলা সংরক্ষণ বিল দেশের মহিলাদের ক্ষমতায়নের জন্য খুব জরুরি বলেই আমরা সরকারের প্রস্তাবে সম্মতি জানাই৷ কিন্তু সমস্যা হল বিলটির বাস্তবায়ন নিয়ে।দশ বছর পরে বিলটি কার্যকর হবে কেন? এই প্রসঙ্গে ওবিসি কোটার সংরক্ষণ ছাড়া মহিলা সংরক্ষণ বিল অসম্পূর্ণ, মহিলা সংরক্ষণ বিল প্রয়োগের আগে প্রথমে জাতিগত জনগণনা করতে হবে৷ গোটা দেশে ওবিসি কত, আদিবাসী কত তা নির্ণয় করতে হবে৷ আগে ডেটা, পরে সিদ্ধান্ত।অনেকে বলেন আমাদের দেশের মোট জনসংখ্যার ৫০ শতাংশের বেশি ওবিসি৷ সঠিক কত, কেউ জানে না৷ এই বিষয়ে কোনও ডেটাই নেই আমাদের সামনে৷ তাহলে এই বিরাট সংখ্যক ওবিসি শ্রেণীর জন্য সংরক্ষণ প্রদান করে হবে কিভাবে?’

স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট ক্ষমতায় এলে কি হবে? তখন কি মহিলা সংরক্ষণ বিলকে সঙ্গে সঙ্গেই লাগু করা হবে? এই প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গিয়েছেন রাহুল৷ দেশের পরিচালনভার হাতে তুলে নেওয়া ৯০ জন কেন্দ্রীয় সচিবের মধ্যে কেন মাত্র ৩ জন ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধি হবে, এই প্রশ্ন তুলে রাহুলের পাল্টা দাবি, ‘সরকার চাইছে না দেশের সব আইনসভায় মহিলা সংরক্ষণ করতে, চাইলে এখনই হতে পারে এই সংরক্ষণ৷ এহেন ওবিসি সংরক্ষণ, জাতিগত জনগণনা এবং আদানি ইস্যু থেকে নজর ঘোরানোর জন্যই মহিলা সংরক্ষণ বিল নিয়ে এসেছে সরকার৷ এরা চাইছে দেশের মহিলাদের ক্ষমতায়ন না করে আদানিজির হাতে সব ক্ষমতা তুলে দিতে৷ এটা আমরা মানবো না৷’ রাহুলের জোর দিতে বলেন, ‘১০ বছর পরে নয়, অবিলম্বে লাগু করা হোক মহিলা সংরক্ষণ বিল যেখানে দেশের জনসংখ্যার অংশীদারিত্বের ভিত্তিতে।’ বুধবারের পর বৃহস্পতিবার রাজ্যসভায় সর্বসম্মতিক্রমে পাস হয়েছে মহিলা সংরক্ষণ বিল। এবার রাষ্ট্রপতির সাক্ষর হলেই তা দ্রুত আইনে রূপান্তরিত হবে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

huge amount of dead fish floating at mirik lake

Mirik Lake | মিরিক লেকে মাছের মড়ক, বন্ধ বোটিং

0
শিলিগুড়ি: মিরিক লেকে (Mirik Lake) ভেসে উঠছে মৃত মাছ (Dead Fish)। গত দু’দিন ধরে চলা এই ঘটনার জেরে প্রশাসনিক মহল থেকে শুরু করে সাধারণ...

Robbery | গৃহকর্তার অনুপস্থিতিতে ডাকাতি! স্ত্রী-মেয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে লুট আড়াই লক্ষ টাকা ও...

0
ডালখোলাঃ গৃহকর্তার অনুপস্থিতিতে তাঁর স্ত্রী ও মেয়েকে মারধোর করে আড়াই লক্ষ টাকা ও প্রচুর পরিমাণে গয়না নিয়ে চম্পট দিল সশস্ত্র ডাকাতদল। শুক্রবার রাতে এই...
severe-water-shortage-in-summer-villagers-protest

Water Crisis | গরমে তীব্র জলকষ্ট, পিএইচই কর্মীদের আটকে বিক্ষোভ গ্রামবাসীর

0
কালিয়াগঞ্জ: তীব্র গরমে জমির মাটি ফাটার জোগাড়। কমছে জলস্তর। পুকুরগুলো জলশূন্য হয়ে পড়ছে। ফলে কালিয়াগঞ্জের(Kaliaganj) বিভিন্ন গ্রামীণ এলাকায় দেখা দিয়েছে জলকষ্ট(Water Crisis)। তারমধ্যে গ্রামের...

Kazakhstan | স্ত্রীকে পিটিয়ে খুন কাজাখস্তানের প্রাক্তন মন্ত্রীর, প্রকাশ্যে অত্যাচারের সিসিটিভি ফুটেজ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কাজাখস্তানের (Kazakhstan) প্রাক্তন অর্থমন্ত্রীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল আগেই। এবার সেই হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ (CCTV footage) আদালতে...

Balurghat | তীব্র তাপপ্রবাহে বিশেষ উদ্যোগ, ‘হিট কর্নার’ খুলল বালুরঘাট হাসপাতাল

0
বালুরঘাট: গত দু'সপ্তাহেরও বেশি সময় ধরে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায় তীব্র তাপপ্রবাহ চলছে। তাপমাত্রা পারদ ৪০ থেকে ৪২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে।...

Most Popular