Wednesday, May 29, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গ৩০ বছর ধরে মায়ের আরাধনায় ময়নাগুড়ির মকবুল

৩০ বছর ধরে মায়ের আরাধনায় ময়নাগুড়ির মকবুল

অভিরূপ দে, ময়নাগুড়ি : বহুদিনের প্রশ্ন। উত্তরটা তিনি। তাঁকে দেখেই যুগ যুগ ধরে আমাদের মধ্যে ঘাঁটি গেড়ে বসে থাকা সমস্যাটি পিঠটান দিতে পারে। অনায়াসে। মকবুল হুসেন ময়নাগুড়ি টেকাটুলি কালীরহাট মোড় লাগোয়া গ্রামের বাসিন্দা। পেশা চাষবাস। খুব সাধারণ মানুষ। কিন্তু একটি ক্ষেত্রে অসাধারণ বলেই তাঁকে নিয়ে আস্ত এক প্রতিবেদন।

ময়নাগুড়ি ফুটবল ময়দানের সর্বজনীন দুর্গাপুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে তিনি। এই পুজোর যাবতীয় আয়োজনে বলতে গেলে মকবুলই একমেবাদ্বিতীয়ম। বেলতলায় গোবর লেপে সাফ, পুজোর জন্য পদ্ম, দূর্বা সহ অন্যান্য উপকরণ নিয়ে আসা, পুজোর ঘট ধোয়া, সবেতেই তিনি। এক-দু’বার নয়, মকবুল এই পুজোর সঙ্গে প্রায় ৩০ বছর ধরে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে। মুসলিম হয়ে মায়ের পুজোয় এভাবে যুক্ত হওয়া? মানুষটি অকপট, ‘আমার কাছে আল্লা আর ভগবানে কোনও তফাত নেই। সবই সমান। আমরা সবাই সেই পরম শক্তিরই সন্তান।’

এখন বয়স ৪৫। বয়স যখন ১৫-১৬, মকবুল সেই সময় এই পুজোর কাজে এগিয়ে এসেছিলেন। তাঁর ঘর থেকে পুজোমণ্ডপটি প্রায় আট কিলোমিটার দূরত্বে। পুজোর সময় এলেই সেই দূরত্ব কিন্তু বেমালুম উধাও। ঝড় হোক, জল হোক বা চাঁদিফাটা রোদ্দুর, সবকিছু শিকেয় তুলে এই সময়টা কিন্তু মকবুলের মণ্ডপে হানা দেওয়া চাই-ই চাই। প্রতিবারের মতো এবারেও তিনি ইতিমধ্যেই মন্দির পরিষ্কার করা, বেলতলার আগাছা পরিষ্কারের কাজ শুরু করেছেন। এই বেলতলাতেই মায়ের বোধন হয়। পুজোর সময় গোটা মন্দির চত্বর মকবুল নিজের হাতেই পরিষ্কার করেন। পুজোয় পুরোহিতকে সর্বতোভাবে সাহায্যের দায়িত্ব তাঁরই কাঁধে। পুজোর সমস্ত সামগ্রী জোগাড়, নবপত্রিকাকে স্নান। পুজো যতই এগিয়ে আসে মানুষটির দায়িত্বের পাল্লাটা ততই ভারী হতে শুরু করে। বলির চালকুমড়ো হোক বা পুজোর পায়েসের জন্য গোরুর দুধ, মকবুল সব নিজের বাড়ি থেকেই নিয়েই আসেন। তাঁর বাড়ির গোরুর দুধেই এই মন্দিরে অষ্টমীর পুজো।

ফুটবল ময়দান দুর্গাবাড়ির পুজো ময়নাগুড়ি শহরের সব থেকে প্রাচীন পুজো। এবারে এই পুজোর ১৩৩তম বছর। ফুটবল ময়দানের এক কোণে দুর্গার স্থায়ী ঠাকুরদালান। পাশেই বেলতলা। এখানেই প্রতি বছর উমার আরাধনা হয়। এই পুজোয় জাঁকজমক নেই, কিন্তু নিষ্ঠা ভরপুর। আর? পুজো কমিটির সম্পাদক ঝুলন দে’র কথায়, ‘দুর্গাপুজোকে আমরা সর্বজনীন বলি। কিন্তু শব্দটির আক্ষরিক অর্থ আমরা ক’জনায় জানি? মকবুলকে দেখলেই কিন্তু এর মানে বোঝাটা খুব সহজ।’

মাথা নেড়ে সায় দেন এই পুজোর পুরোহিত নাড়ু চক্রবর্তী, ‘মায়ের কাছে সবাই সমান। কোনও ভেদাভেদ নেই।’ ময়নাগুড়ি দুর্গাবাড়ির নাটমন্দিরে খড়ের ওপর একমেটে দোমেটে করে উমা ফুটে উঠছেন। সেদিকে ঠায় তাকিয়ে থাকতে থাকতে মকবুল বলে ওঠেন, ‘খোদা আর মায়ের মধ্যে কোনও পার্থক্যই নেই। তবুও আমরা কেন নিজেদের মধ্যে মারামারিতে ব্যস্ত?’ কেউ যে তাঁর এই প্রশ্নের উত্তর দেবেন না সেটা মকবুল ভালোমতোই জানেন। আর তাই আরও বেশি করে পুজোর আয়োজনে ডুব দেন।

নিরঞ্জনপর্বে মায়ের বিদায়। এই ক’টা দিন ধরে মাকে রীতিমতো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা মকবুলের চোখ এই সময়টায় জল টলটল। বিড়বিড়িয়ে বলে ওঠেন, ‘আবার এসো মা, ভালো থেকো আর সব্বাইকে ভালো রেখো!’

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy working as a Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sud Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Bangladesh MP murder | সেপটিক ট্যাংক থেকে উদ্ধার পিস পিস করে কাটা বাংলাদেশের সাংসদের...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কুচি কুচি করে নৃশংসভাবে খুন করা হয়েছিল বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমকে। চিকিৎসা করাতে তিনি কলকাতায় এসেছিলেন। তারপর থেকেই নিখোঁজ হয়ে...

ED Raid | ব্যাংক জালিয়াতি কাণ্ডে ইডির হানা বরাহনগরে, রাজনৈতিক যোগ খুঁজছে তৃণমূল-বিজেপি    

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ১ জুন লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফা নির্বাচন। আর নির্বাচনের আগেই ফের বাংলায় হানা দিল কেন্দ্রীয় এজেন্সি। মঙ্গলবার বিকেলে...

T-20 World Cup 2024 | বিশ্বকাপ শুরুর আগেই বিপত্তি, টর্নেডোয় লন্ডভন্ড ডালাসের স্টেডিয়াম, ভেঙে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ (T-20 World Cup 2024) খারাপ আবহাওয়া ও ঝড়ের কারণে বাতিল করা হল বাংলাদেশ বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তুতি ম্যাচ। এদিন...

PM Narendra Modi Road Show in Kolkata | শেষ দফা নির্বাচনের আগে প্রচারে ঝড়...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ১ জুন রাজ্যের ৯টি আসনে শেষ দফার নির্বাচন (Lok Sabha Election 2024)৷ তার আগে দিনভর রাজ্যে প্রচারে ঝড় তুললেন...

Hindu-Muslim harmony | সম্প্রীতির নিদর্শন পতিরামের বুড়ি কালীপুজো, হিন্দুদের পাশাপাশি শামিল হন মুসলিমরাও   

0
পতিরামঃ প্রায় শতবর্ষ প্রাচীন কালীপুজোকে কেন্দ্র করে পতিরামে মেতে ওঠেন হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মানুষজন। পাশাপাশি পুজোকে কেন্দ্র করে গ্রামে তিনদিন ধরে মেলার আয়োজন হয় গ্রামে।...

Most Popular