Monday, May 20, 2024
HomeBreaking Newsশুটিংয়ে ফের জয়জয়কার, এশিয়াডে কুয়েত-চিনকে টপকে সোনা জিতল ভারত    

শুটিংয়ে ফের জয়জয়কার, এশিয়াডে কুয়েত-চিনকে টপকে সোনা জিতল ভারত    

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ফের সোনা শুটিংয়ে। রবিবার এশিয়ান গেমসে সোনা এল পুরুষদের দলগত ট্র্যাপ ইভেন্টে। দেশকে সোনা দিলেন কিনান দারিয়াস, জ়োরাভার সিংহ সান্ধু এবং টি পৃথ্বীরাজ। নতুন গেমস রেকর্ড করেছেন ভারতীয় শুটারেরা। এই সোনা জয়ে এ বারের এশিয়ান গেমসে ১১তম সোনা হল ভারতের। শুটিংয়ে ভারতের ঝুলিতে এসেছে সপ্তম সোনা।

কুয়েতকে পিছনে ফেলে রবিবার শুটিংয়ে পুরুষদের দলগত ট্র্যাপ ইভেন্টে সোনা জিতল ভারত। ভারতের মোট পয়েন্ট ৩৬১। কুয়েতের শুটাররা পেয়েছেন ৩৫৯। তৃতীয় স্থানে ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে চিনকে। চিনের পয়েন্ট ৩৫৪। এর আগে পুরুষদের দলগত ট্র্যাপ ইভেন্টে রেকর্ড ছিল কুয়েতের। এদিন সেই রেকর্ড ভেঙে দিলেন ভারতীয় শুটাররা।

এদিন প্রথম রাউন্ড থেকেই পুরুষদের ট্র্যাপ ইভেন্টে ভারত, কুয়েত এবং চিনের মধ্যে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। প্রথম রাউন্ডে ভারত তোলে ৭৪ পয়েন্ট। কুয়েত ৭২ এবং ৭৩ পয়েন্ট স্কোর করে চিন। দ্বিতীয় রাউন্ডে খানিকটা পিছিয়ে পরে ভারত। ভারতের ফল ভাল হয়নি। ৬৯ পয়েন্ট তোলেন দারিয়াস, জ়োরাভার সিংহ সান্ধু এবং টি পৃথ্বীরাজ। কুয়েত এবং চিন তোলে যথাক্রমে ৭৩ এবং ৬৯ পয়েন্ট। তৃতীয় রাউন্ডে ভারতের ঝুলিতে আসে ৭২ পয়েন্ট। কুয়েত ৭২ এবং চিন ৭০ পয়েন্ট পায়। ভারতকে জয় নিশ্চিত হয় চতুর্থ রাউন্ডের পারফরম্যান্সে। ৭৪ পয়েন্ট তুলে অনেকটা এগিয়ে যায় ভারতীয় দল। সেখানে কুয়েত ৭২ এবং চিন ৬৯ পয়েন্ট তোলে। চতুর্থ রাউন্ডের পরেই সোনার লড়াই থেকে কার্যত ছিটকে যায় চিন। শেষ দফায় চাপ সামলে লক্ষ্যে অবিচল থেকে কুয়েতকে পিছনে ফেলে সোন এনে দেন ভারতের দারিয়াস, সান্ধু এবং পৃথ্বীরাজ।

এ দিনই আরও একটি রুপো এসেছে শুটিং থেকে। মহিলাদের ট্র্যাপের দলগত ইভেন্টে দ্বিতীয় স্থানে শেষ করেছেন ভারতের রাজেশ্বরী কুমারী, মনীষা কের এবং প্রীতি রজক। এই নিয়ে এ বারের এশিয়ান গেমস থেকে সপ্তম সোনা জিতলেন ভারতীয় শুটারেরা। সব মিলিয়ে শুটিং থেকে ২১ পদক এসেছে ভারতের ঝুলিতে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Part time teachers recruitment | আংশিক সময়ের শিক্ষক নিয়োগে বড় সিদ্ধান্ত! কী জানাল শিক্ষা...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের কোনও সরকারি বিদ্যালয়ে (Goverment school) স্কুল শিক্ষা দপ্তরের অনুমতি ছাড়া নিয়োগ (Recruitment) করা যাবে না আংশিক সময়ের শিক্ষক। শিক্ষা...

BJP | আদালতে ধাক্কা বিজেপির! নির্বাচনি বিজ্ঞাপনে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিজেপির (BJP) নির্বাচনি বিজ্ঞাপনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। পাশাপাশি বিতর্কিত বিজ্ঞাপন আর কোনও সংবাদমাধ্যমে দেওয়া...

Ramakrishna Mission | রামকৃষ্ণ মিশনে জমি মাফিয়াদের হামলা, আক্রান্ত সন্ন্যাসীরা

0
শুভঙ্কর চক্রবর্তী, শিলিগুড়ি: শিলিগুড়িতে (Siliguri) জমি মাফিয়াদের (Land Mafia) হাতে আক্রান্ত রামকৃষ্ণ মিশনের (Ramakrishna Mission) সন্ন্যাসীরা। আগ্নেয়াস্ত্র নিয়ে সন্ন্যাসীদের উপর হামলা চালাল একদল গুন্ডা।...

Ranveer-Deepika | অন্তঃসত্ত্বা অবস্থাতেই ভোট দিতে গেলেন দীপিকা, ক্যামেরায় প্রথমবার দেখা গেল ‘বেবিবাম্প’

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ দেশে পঞ্চম দফার লোকসভা নির্বাচন। ভোট দিতে সকাল থেকেই পোলিং বুথে ভিড় জমিয়েছেন বলিউড তারকারা। এদিন সকালে ভোট দিতে...

Accident | ঘাতক গাড়ির নাবালক চালককে ‘অভিনব’ শাস্তি! লিখতে হবে দুর্ঘটনার ‘রচনা’, ১৫ দিনের...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ একটি বাইককে পিছন থেকে ধাক্কা মারে বেপরোয়া গতির একটি পোর্শে গাড়ি। এই ঘটনায় মৃত্যু হয় দুই বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে...

Most Popular