Sunday, May 19, 2024
HomeMust-Read Newsপ্রধান বিচারপতিকে চিঠি লিখে বিচার চাইল ১৫টি সংবাদমাধ্যম গোষ্ঠী

প্রধান বিচারপতিকে চিঠি লিখে বিচার চাইল ১৫টি সংবাদমাধ্যম গোষ্ঠী

নয়াদিল্লি: নিউজক্লিক পোর্টালের অফিস এবং কর্মচারী সাংবাদিকদের একাংশের বিরুদ্ধে নয়াদিল্লিতে পুলিশি অতি সক্রিয়তা নিয়ে উত্তপ্ত সব মহল। বুধবার নয়াদিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়া চত্বরে জাতীয় সংবাদমাধ্যমের কয়েক হাজার প্রতিনিধি মিলিত হন এবং কেন্দ্রীয় সরকার কৃত এই ‘উইচ হান্টে’র তীব্র নিন্দা এবং সমালোচনার পাশাপাশি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের মতপ্রকাশের অধিকার এবং সার্বভৌমত্ব অখণ্ড রাখতে দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি লিখে জরুরি সংরক্ষণ দাবি করা হয়। প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের উদ্দেশে লেখা চিঠিতে গণতান্ত্রিক এবং নিরপেক্ষ সাংবাদিকতা তথা সংবাদমাধ্যমের উপর নেমে আসা কেন্দ্রীয় শাসকদলের স্বৈরাতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে সরব হয়ে অত্যাবশকীয় সংরক্ষণের দাবি তোলে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান উওম্যান প্রেস কর্পোরেশন, প্রেস এসোসিয়েশন, দিল্লি ইউনিয়ন অফ জার্নালিস্ট, কলকাতা প্রেস ক্লাব, মুম্বাই প্রেস ক্লাব, ফাউন্ডেশন ফর মিডিয়া প্রফেশনাল এর মতো ১৫টি সংবাদ গোষ্ঠী। নিউজক্লিকের বিরুদ্ধে নেমে আসা শাসকদলের রোষানল তথা ষড়যন্ত্রের বিরুদ্ধে সরব হয়ে দিল্লি প্রেস ক্লাবে জমায়েত হয় হাজার হাজার মানুষের, একসুরে কেন্দ্রীয় সরকারের এই অপশাসনের নিন্দা এবং দিল্লি পুলিশের অতি সক্রিয়তার সমালোচনাও করা হয়। সমাবেশে সাংবাদিকদের স্বাধীনতা ও অধিকার নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতা, ভাষা শ্রীরাম, সুহাসিনী হায়দারের মতো ব্যক্তিত্বরা। পরে দিল্লি প্রেস ক্লাব চত্বরে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলও করেন বহু সাংবাদিকরা। গোটা অনুষ্ঠান ঘিরে ছিল দিল্লি পুলিশের অভাবনীয় নজরদারি এবং নিরাপত্তার বেষ্টনী যা কার্যত বিস্ময়কর বলে মনে করছেন শাহী দিল্লির সাংবাদিক মহলের সদস্যরা।

উল্লেখ্য, মঙ্গলবার প্রায় গোটা দিন ধরে দিল্লির সংবাদসংস্থা নিউজক্লিকের অফিসে, কর্মচারী সাংবাদিকদের বাড়িতে অভিযান চালিয়েছে দিল্লি পুলিশ যাকে কেন্দ্র চরম বিতর্ক দানা বাঁধে। একদিকে যখন কৃষি ভবনে তৃণমূল সাংসদ ও কর্মীদের বিরুদ্ধে দিল্লি পুলিশের অতিসক্রিয়তার অভিযোগ সামনে এসেছে ঠিক তখনই নিউজ পোর্টাল নিউজক্লিকের অফিসে এবং সংবাদ সংস্থার সঙ্গে যুক্ত একাধিক সাংবাদিকের বাড়িতে অনৈতিকভাবে ম্যারাথন অভিযান চালান দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিকরা। মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় চলে এই অভিযান। নিউজক্লিকের একাধিক সাংবাদিকের বাড়িতে তল্লাশি অভিযানের নামে তাদের মোবাইল ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করে দিল্লি পুলিশের বিশেষ দল। দিল্লি পুলিশের কর্মকর্তারা অভিযান প্রসঙ্গে জানিয়েছেন যে নিউজক্লিক পোর্টাল এবং এর সঙ্গে যুক্ত বেশ কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরঞ্জয় গুহ ঠাকুরতা, উর্মিলেশ, অভিসার শর্মা সহ অনেক সিনিয়র সাংবাদিক সহ এই পোর্টালের একাধিক কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দিল্লি পুলিশ। পুলিশের তরফে দাবি, নিউজক্লিকের আমদানির উৎস জানার জন্যই এই খানা-তল্লাশি। সিনিয়র সাংবাদিক উর্মিলেশ এবং পরঞ্জয় গুহ ঠাকুরতা সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশের বিশেষ সেলের লোধি রোড অফিসে নিয়ে যাওয়া হয়। যদিও এখনও পর্যন্ত এই গোটা ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে দিল্লির সাংবাদিক মহল। শুরু হয় প্রতিবাদ এবং ধর্না প্রদর্শন। প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার তরফে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়। এরপরেই বুধবার দিল্লি প্রেস ক্লাবে বিরাট জমায়েত ডেকে সরাসরি দেশের প্রধান বিচারপতির কাছে সংরক্ষণ দাবি করেন সাংবাদিকরা। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবেও এই নিয়ে বিক্ষোভ প্রদর্শন হবে।

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

0
পুলিশ প্রশাসনের নাকের ডগায় এয়ারভিউ মোর সংলগ্ন মহানন্দা সেতুর নিচেই দিনে দুপুরে চলছে জুয়ার আসর। অভিযোগ, প্রতিদিনই সকাল থেকে মহানন্দা সেতুর নিচের এই জায়গায়...

Siliguri | বৃষ্টিতে ডেঙ্গির প্রকোপ বাড়ার শঙ্কা, নজরদারি বাড়াচ্ছে পুরনিগম

0
রাহুল মজুমদার, শিলিগুড়ি: বৃষ্টি নিয়ে দোলাচলে শিলিগুড়ি (Siliguri) পুরনিগমের দুই দপ্তর। জল সংকটের মাঝে বৃষ্টিতে ক্ষণিক স্বস্তি নিগমের জল সরবরাহ বিভাগ। কিন্তু এই বৃষ্টিতে...

COVID-19 | ফের থাবা করোনার! সিঙ্গাপুরে আক্রান্ত প্রায় ২৬ হাজার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সিঙ্গাপুরে (Singapore) নতুন করে থাবা বসাল করোনা ভাইরাস (COVID-19)। করোনার নতুন ঢেউয়ে সিঙ্গাপুরে ৫ থেকে ১১ মে পর্যন্ত আক্রান্ত হয়েছেন...

Elephant | ফের জঙ্গলে রুটিন টহলদারিতে শিলাবতী

0
ময়নাগুড়ি: দেখতে দেখতে তিন মাসের বেশি সময় হয়ে গেল। রামশাই (Ramsai) মেদলা ক্যাম্পের জঙ্গলে সেভাবে কাজে দেখা যায়নি তাকে। জঙ্গল সুরক্ষা থেকে শুরু করে...

Health Care Centre | উদ্বোধনের পাঁচ মাস পরেও অচল স্বাস্থ্যকেন্দ্র

0
কার্তিক দাস, খড়িবাড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন অধিকারীর বারাসতভিটার সুস্বাস্থ্যকেন্দ্র (Health Care Centre)। তারপর পাঁচ মাস পেরিয়ে গেলেও চালু...

Most Popular