Saturday, May 18, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গ‘অভিষেকের ভয়ে পালিয়ে এসেছেন’, উত্তরবঙ্গে এসে রাজ্যপালকে বিঁধলেন সেচমন্ত্রী

‘অভিষেকের ভয়ে পালিয়ে এসেছেন’, উত্তরবঙ্গে এসে রাজ্যপালকে বিঁধলেন সেচমন্ত্রী

শিলিগুড়ি ও বেলাকোবা: সিকিমে মেঘভাঙা বৃষ্টির জেরে তিস্তায় জল বেড়েছে। তিস্তার জল ঢুকে উত্তরবঙ্গের জলপাইগুড়ির একাধিক গ্রাম জলমগ্ন। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে করেছেন রাজ‍্যপাল, সেচমন্ত্রী। দুজনেই দিয়েছেন সাহায্যের আশ্বাস।

বৃহস্পতিবার সকাল নটা নাগাদ জলপাইগুড়ির গজলডোবায় একটি সরকারি আবাসনে প‍্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। সেই বৈঠকে রাজ‍্যের চার মন্ত্রী, সাংসদ, বিধায়ক, সেচ দপ্তরের আধিকারিক, জেলাশাসক এবং পুলিশ সুপার উপস্থিত ছিলেন। প্রায় এক ঘণ্টা বৈঠকের পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান সেচমন্ত্রী। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, মুখ‍‍্যমন্ত্রীর নির্দেশ মতো তিনি এসেছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করবেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করার পরই ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যাবে।

রাজ্যপাল সিভি আনন্দ বোসও উত্তরবঙ্গে আসছেন, এদিন বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের থেকে একথা শুনে সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়ে রাজ্যপাল উত্তরবঙ্গে আসছেন। রাজ্যপাল তাঁকে দেখে পালাচ্ছেন। অভিষেককে দেখে গিরিরাজ সিং পালাচ্ছেন, প্রতিমন্ত্রী পালাচ্ছেন, এখন রাজ্যপালও পালাচ্ছেন। গরিব মানুষের হকের টাকা চাইতে যাচ্ছেন অভিষেক। তাঁকে হেনস্তা করা হচ্ছে। কারও কাছে এর জবাব নেই বলে এখন তাঁকে দেখে পালাচ্ছেন সকলে।’

অন‍্যদিকে, গজলডোবায় সেচমন্ত্রী আসার কিছুক্ষণ পরই জলপাইগুড়ির সদর ব্লকের পাটকাটা গ্রাম পঞ্চায়েতের রংধামালিতে আসেন রাজ‍্যপাল সিভি আনন্দ বোস। সেখানে মৌয়াবাড়ির চরবাউলি বাড়ির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। রংধামালি বাজারে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ও তাঁদের অভিযোগ শোনেন। এরপর যান রংধামালি প্রাইমারি স্কুলের ত্রাণ শিবিরে। সেখানে আশ্রয় নেওয়া মানুষদের সঙ্গে কথা বলেন।

ক্ষতিগ্রস্ত কৃষক মিন্টু দাস, সঞ্জীব সরকারদের অভিযোগ, প্রতি বছর নদীর জল ঢুকে তাঁদের বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হচ্ছে। তাঁরা এই সমস্যা সমাধানে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেন। রাজ্যপাল এবিষয়ে তাঁদের আশ্বস্ত করে জানান, এই বিষয়ে রাজ‍্য সরকার এবং কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলবেন। ক্ষতিগ্রস্ত পরিবার পিছু এদিন ১০০০ টাকা করে আর্থিক সাহায্য তাঁর তহবিল থেকে দেওয়ার আশ্বাস দেন রাজ‍্যপাল।

পাটকাটার প্রধান দীননাথ রায় বলেন, ‘রাজ্যপাল তাঁর তহবিল থেকে পরিবার পিছু ১০০০ টাকা করে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন। রাজ্যপালের মাধ্যমে ক্ষতিগ্রস্তরা উপকৃত হবেন বলে আশা।’ প্রধান আরও জানান, এলাকার চার হাজার ছয়শো হেক্টর চাষের জমি বর্তমানে জলের তলায়। গ্রাম পঞ্চায়েত থেকে যতটা সম্ভব সহযোগিতা করা হচ্ছে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Siliguri | উত্তরবঙ্গ সংবাদের খবরের জের, নির্মাণকারীকে বোরিংয়ের পাইপ তোলার নির্দেশ পুরনিগমের

0
শিলিগুড়িঃ শুধু কলেজপাড়া নয়, এবার শিলিগুড়ি পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের এক নার্সিংহোম ও এক হোটেলে সদ্য বোরিং করে জল তোলার ছবি ধরা পড়ল। এক...

Siliguri | দু চাকায় ভর করে ভারত ভ্রমণের ইচ্ছে! প্রশাসনের কাছে সহযোগিতা প্রার্থনা শিলিগুড়ি...

0
শিলিগুড়ি: নয়া দাবিতে সরব হলেন শিলিগুড়ি সাইকেলিং কমিউনিটি। শনিবার এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে প্রশাসনের কাছে সহযোগিতা চাইলেন সংগঠনের সদস্যরা। এদিনের বৈঠক থেকে তাঁরা বলেন, যারা...

Antibiotics | কমছে দেহের রোগ প্রতিরোধ! অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রুখতে কড়া কেন্দ্র

0
শিলিগুড়িঃ মুড়িমুড়কির মতো অ্যান্টিবায়োটিকের ব্যবহারে রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে মানব শরীরের। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার পর ওষুধ সেভাবে কাজ করছে না। চিকিৎসায় সাড়া না...

Accident | ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহীর মৃত্যু, দেহ ঘিরে বিক্ষোভ

0
রসাখোয়া: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর। শনিবার দুর্ঘটনাটি (Accident) ঘটে রসাখোয়ার (Rasakhowa) মহেশপুরে। মৃতের নাম, জিয়াউর রহমান (৪৫)। এদিন সকালে মাঠ...

Lightning | মাঠ থেকে গরু আনতে গিয়ে বিপত্তি, বজ্রাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির

0
তুফানগঞ্জ: মালদার পর তুফানগঞ্জ। বাজ (Lightning) পড়ে মৃত্যু (Death) হল এক ব্যক্তির। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, তুফানগঞ্জ (Tufanganj) ১ ব্লকের...

Most Popular