Friday, May 3, 2024
HomeBreaking Newsশনিবার কলকাতায় এলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি

শনিবার কলকাতায় এলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি কলকাতায় এলেন শনিবার।কেন্দ্রীয় মন্ত্রী কলকাতায় আসার আগেই তৃণমূলের কংগ্রেসের উদ্দেশে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রস্তাব দিয়েছিলেন, ‘শাসকদল চাইলে বিজেপি পার্টি অফিসে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর হাতে দাবিসনদ তুলে দিতে পারে।’ সেই প্রস্তাবের পাল্টা দাবি তুলে তৃণমূল বলে, ‘কেন্দ্রীয় মন্ত্রী অভিষেকের ধর্নামঞ্চে এসে ক্ষমা চেয়ে যান।’

রাজ্য তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রীই বরং অভিষেকের ধর্নায় আসুন। এসে বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে যান।ওই মন্ত্রী অভিষেকের ধর্নামঞ্চে এসে হাত জোড় করে বলুন, সে দিন তিনি মিথ্যে কথা বলেছিলেন।সময় দিয়েও তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেননি।তার পর জোর করে পুলিশ দিয়ে নির্যাতন করে তিনি অন্যায় করেছিলেন এবং তাঁর দলও অন্যায় করেছিল।সেইসঙ্গে এও বলে যান, ১০০ দিনের কাজ ও আবাস যোজনায় বাংলার সমস্ত বকেয়া টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে দেবে।’

উল্লেখ্য, গত মঙ্গলবার দিল্লিতে কৃষি ভবনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে গত মঙ্গলবার দিল্লিতে দেখা করেননি।তৃণমূলের অভিযোগ ছিল, দীর্ঘক্ষণ অপেক্ষা করানোর পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তাঁর দপ্তর থেকে বাইরে বেরিয়ে গিয়েছিলেন পিছনের দরজা দিয়ে।পুলিশ তৃণমূল নেতৃত্বকে কৃষি ভবনের ভিতর থেকে আটক করে তুলে নিয়ে গিয়েছিলেন।তৃণমূলের প্রতিনিধিরা কৃষি ভবনে হাজির হওয়ার আগে অবশ্য সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন নিরঞ্জন।

রাজ্যের শাসক দল দিল্লি থেকে কলকাতায় ফিরে এসে এ বার কেন্দ্রের প্রতিনিধি চাপ বাড়াতে শুরু করে রাজ্যপালের উপর। এর নেতৃত্বে অভিষেক।বৃহস্পতিবার থেকে রাজভবনের সামনে শুরু করেছেন অবস্থান। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূল যে আগ্রাসী মেজাজে রাস্তায় নেমেছে তা বিজেপির জন্য খুব একটা স্বস্তির নয়।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Partha Chaterjee | আদালতে অর্পিতাকে দেখে গদগদ হাসি, ‘লাল জামা পড়াটা কে?’ রসিকতা পার্থর...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আজও অর্পিতাকে ভোলেননি জেলবন্দি পার্থ। একবার অর্পিতাকে দেখে লাভ সাইন দেখিয়েছিলেন। আবার কখনও জেল থেকেই খোঁজ নিয়েছিলেন অর্পিতা কেমন আছে?‌...

Road Accident | বেপরোয়া গতি! উলটে গেল যাত্রীবাহী পিকআপ ভ্যান, আহত ৭

0
বামনগোলা: নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল যাত্রীবাহী পিকআপ ভ্যান (Road Accident)। আহত (Injured-7) হলেন কমপক্ষে ৭ জন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাট...
trisha from poor family with good result in Madhyamik

Madhyamik Result | মেধার কাছে হার মানল দারিদ্র্য, মাধ্যমিকে নজরকাড়া ফল তৃষার

0
সৌরভ দেব, জলপাইগুড়ি: মেধার কাছে হার মানল দারিদ্র্য। মাধ্যমিকে ৮৫ শতাংশ নম্বর পেয়ে দুঃস্থ পরিবারে সন্তান তৃষা মজুমদার নজির গড়ল। তৃষা জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস...

Madhyamik Result 2024 | চরম দরিদ্রতার সঙ্গে লড়াই করে মাধ্যমিকে নজরকাড়া ফল জলপাইগুড়ির ববোইয়ের

0
অনসূয়া চৌধুরী, জলপাইগুড়ি: সংসারে নুন আনতে পান্তা ফুয়োয় অবস্থা। চরম আর্থিক অনটনের সঙ্গে লড়াই করে এবার মাধ্যমিকে (Madhyamik Result 2024) নজরকাড়া ফল করেছে ববোই...

Howrah | পঞ্চায়েত অফিসে ঢুকে প্রধানকে লক্ষ্য করে গুলি, সাসপেন্ড অভিযুক্ত ৩ তৃণমূল নেতা,...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার দুপুরে গুলি চালনার ঘটনা ঘটল বাঁকড়া-৩ পঞ্চায়েত অফিসে। মুখে কাপড় বেঁধে পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।...

Most Popular