Monday, June 17, 2024
HomeMust-Read Newsতৃণমূল সাংসদের বাড়িতে দুষ্কৃতী হামলা, আটক ৬

তৃণমূল সাংসদের বাড়িতে দুষ্কৃতী হামলা, আটক ৬

আলিপুরদুয়ার: বুধবার গভীর রাতে রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিকবরাইকের বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ। আলিপুরদুয়ার শহরের চার নম্বর ওয়ার্ডের ভাড়া ফ্লাটে আচমকাই দুষ্কৃতী হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ৬ জনের একটি দল বুধবার রাত প্রায় বারোটা নাগাদ একটি চার চাকার গাড়ি ও একটি মোটর বাইক করে এসে প্রকাশবাবুর বাড়িতে আচমকাই হানা দেয়। ওই সময় বাড়িতে প্রকাশবাবু ছাড়াও কালচিনির দলের সভাপতি বীরেন্দ্র বাড়া ওরাওঁ সহ ৮ জন দলীয় নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।

প্রকাশবাবু বলেন, ‘তিন মদ্যপ যুবক খোকন বলে কারওঁ খোঁজ করতে করতেই আচমকা আমার ফ্ল্যাটে ঢুকে পড়ে। তারা আমাদের দলের এক কর্মীর উপর চড়াও হয়ে ঘুসি লাথি মারতে থাকে। পরিস্থিতি বেগতিক বুঝে ঘরে থাকা সকলে মিলেই ওই মদ্যপদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। বাড়ির নীচে আরও তিনজন যুবক ছিল। তাদের কাছে ধারালো অস্ত্র ছিল বলেও জানা গিয়েছে। কেন আচমকা দুষ্কৃতীরা আমার ফ্ল্যাটে এল বুঝতে পারছি না। তবে এর পেছনে কোনও বড় ষড়যন্ত্র থাকতে পারে, পুলিশ তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এটাই আশা করছি।‘

আলিপুরদুয়ার থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য বলেন, ‘ধারালো অস্ত্র সহ ৬ দুষ্কৃতীকে আটক করা হয়েছে। ধৃতদের বাড়ি আলিপুরদুয়ার শহর সংলগ্ন বীরপাড়া এলাকায়। তবে ঘটনার তদন্ত চলছে, ঠিক কী কারণে এমনটা হল, তা খতিয়ে দেখা হচ্ছে।‘ শাসকদলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদদের নিরাপত্তায় যখন প্রশ্নচিহ্নের মুখে, তখন আলিপুরদুয়ারের আইনশৃঙ্খলা ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা  নিয়ে প্রশ্ন উঠেছে। শাসক দলের জেলা সভাপতি প্রকাশবাবু বলেন, ‘মদ মাতাল নেশাখোরদের দৌরাত্ম্য অনেকটাই বেড়ে গিয়েছে। নিশ্চয়ই বিষয়টি পুলিশ খুব গুরুত্ব দিয়ে দেখবে।‘ রাজ্যসভার সাংসদদের নিজস্ব নিরাপত্তারক্ষী ঘটনার সময় অনুপস্থিত ছিলেন। যদিও প্রকাশবাবু এ ব্যাপারে বলেন, ‘ফ্ল্যাট বাড়িতে থাকার জায়গার অভাব থাকায় নিরাপত্তারক্ষীরা রাতে অন্যত্র ঘুমোতে গিয়েছিলেন। আবাসিক এলাকায় গভীর রাতে এমনটা হবে, ভাবতেই পারিনি।‘

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Train accident | ট্রেন দুর্ঘটনা, শেষ হল উদ্ধারকাজ, কী বলল রেল?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ট্রেন দুর্ঘটনায় (Train accident) কাঞ্চনজঙ্ঘার গার্ড, মালগাড়ির চালক, সহ চালক সহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জন। একটি সংবাদসংস্থা সূত্রে...

Euro cup | সার্বিয়াকে হারিয়ে ইউরো কাপে যাত্রা শুরু করল ইংল্যান্ড, গোল করলেন জুড...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সার্বিয়াকে হারিয়ে ইউরো কাপে যাত্রা শুরু করল ইংল্যান্ড। রবিবার জুড বেলিংহ্যামের একমাত্র গোলে সার্বিয়াকে ১-০ হারাল তারা। এদিন জয় পেলেও...

Pannun Murder Plot | পান্নুনকে খুনের ষড়যন্ত্র, অভিযুক্ত ভারতীয়কে প্রত্যর্পণ আমেরিকায়

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: খলিস্তানপন্থী জঙ্গি গুরপাতোয়ান্ত সিং পান্নুনকে (Gurpatwant Singh Pannun) খুনের ষড়যন্ত্রের অভিযোগে আগেই গ্রেপ্তার হয়েছিলেন ভারতীয় নাগরিক নিখিল গুপ্তা (Nikhil Gupta)।...

Train | পুলিশের প্রশ্রয়ে দাদাগিরি! সংরক্ষিত কোচেও বিনা টিকিটে ‘অবাধ’ প্রবেশ

0
সানি সরকার, শিলিগুড়ি: জায়গা ছাড়তে হওয়ায় অনেকে রাতে দু’চোখের পাতা এক করতে পারেননি। অনেকে আবার ভিড় ঠেলে শৌচাগারে যেতে না পেরে পেট চেপে বসে...

Train accident | ট্রেন দুর্ঘটনা, ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাঙাপানির কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Train accident)। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে (Kanchanjungha Express) ধাক্কা মারল মালগাড়ি। ঘটনায় বেলাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি কামরা।...

Most Popular