Friday, May 3, 2024
HomeBreaking Newsটিকিটের কালোবাজারি! সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে তলব পুলিশের

টিকিটের কালোবাজারি! সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে তলব পুলিশের

কলকাতা: কলকাতায় বিশ্বকাপের টিকিটের কালোবাজারি তদন্তে এবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে তলব করল কলকাতা পুলিশ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে ময়দান থানায় হাজিরা দিতে বলা হয়েছে। সিএবির তরফে অবশ্য কলকাতা পুলিশের ডেকে পাঠানোর বিষয়টি অস্বীকার করা হয়েছে। একই সঙ্গে ডাক পাঠানো হয় অনলাইনে টিকিট বিক্রি করা একটি সংস্থার প্রতিনিধিদের। জানা গিয়েছে, টিকিটের কালোবাজারির অভিযোগে শুক্রবার দুপুর পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের ৯৪টি টিকিট। ময়দান এবং এন্টালি, এই দুই থানায় সাতটি এফআইআর হয়েছে সিএবি এবং অনলাইনে টিকিট বিক্রি করা ওই সংস্থার বিরুদ্ধে।

প্রসঙ্গত, ইডেন গার্ডেন্সে আগামী রবিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ রয়েছে। আর সেই ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। স্টেডিয়ামে আসন সংখ্যা সীমিত। তাল মেলাতে হিমশিম খাচ্ছেন সিএবি কর্তারা। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীদের একাংশ সিএবি এবং অনলাইনে টিকিট বিক্রি করা এক সংস্থার বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ এনে এফআইআর দায়ের করেছেন। তারই ভিত্তিতে তদন্ত শুরু হয়।

যদিও এবিষয়ে সিএবি কর্তারা জানাচ্ছেন, তাঁদের কার্যত কিছু করার নেই। সিএবি’র সভাপতি স্নেহাশিসের বক্তব্য, বিসিসিআই একটি সংস্থাকে অনলাইনে টিকিট বিক্রির দায়িত্ব দিয়েছে। সিএবি শুধু ম্যাচের আয়োজক। বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, ভারতের খেলার টিকিটের চাহিদা প্রচুর। স্টেডিয়ামের আসন সংখ্যা সীমিত। তাই সবাই টিকিট পাবেন না এটাই স্বাভাবিক। চাহিদা প্রবল বলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

ক্ষমতার লড়াই: পাওয়ার বনাম পাওয়ার

0
সম্বিত পাল বারামতির করাঞ্জে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে গাছের ছায়ায় সিমেন্ট বাঁধানো চত্বরে যখন গোল হয়ে বসলেন তাঁরা, তখন মনে হল এঁরা সবাই ভাইপোর...

জগন্নাথের রাজ্যে ভোটে তামিল মাহাত্ম্য

0
রূপায়ণ ভট্টাচার্য ভিকে পান্ডিয়ান নামে কি কাউকে চেনেন? না চিনলে চিনে রাখুন। জেনে রাখুন। জিকে ক্লাসে কাজে লাগবে। ভবিষ্যতের জন্যও। ভি কার্তিকেয়ন পান্ডিয়ান ভারতীয় রাজনীতিতে...

0
Elephant Attack | হাতির হানায় মৃত্যু মহিলার চালসা: রীতিমতো বাড়িতে এসে এক প্রৌড়াকে পিসে দিল হাতি। ঘটনাস্থলেই ওই প্রৌরার মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো...

Car Accident | গাড়ি দুর্ঘটনায় মৃত্যু সুরেশ রায়নার ভাইয়ের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নার ভাই। বুধবার হিমাচল প্রদেশের কাঙরা জেলায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা...

Nagrakata | ৪টি ঘোড়াই রুজির অবলম্বন শেখরের

0
শুভজিৎ দত্ত, নাগরাকাটা: ঘোড়ার গাড়ি চললেই জীবনের চাকা ঘোরে শেখর যাদবের। এলাকায় ছোট-বড় অসংখ্য গাড়ি থাকলেও শেখরের ঘোড়ার গাড়ির কদর কিন্তু কম নয়। এক...

Most Popular