Sunday, June 2, 2024
HomeMust-Read Newsচা বাগানের লিজের সরলীকরণের দাবি

চা বাগানের লিজের সরলীকরণের দাবি

নাগরাকাটা: ২০০১ এর ৩০ জুনের পর থেকে ২০১৭ সালের ৭ নভেম্বর পর্যন্ত গড়ে ওঠা উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষি ও প্রোজেক্ট চা বাগানগুলির জমির স্থায়ী বন্দোবস্ত করে দেওয়া নিয়ে ভূমি ও ভুমি সংস্কার দপ্তরের তরফে গত এপ্রিলে বিজ্ঞপ্তি জারি করা হয়। এবার ক্ষুদ্র চা চাষিদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন (সিস্টা) চাইছে জমির কনভারশন ও লিজ দেওয়ার বিষয়টির সরলীকরণ হোক। পাশাপাশি ওই বাবদ হেক্টর পিছু যে পরিমাণ টাকা ধার্য করা হয়েছে সেটাও ক্ষুদ্র চাষিদের সাধ্যের মধ্যে নিয়ে আসার আর্জি জানানো হয়েছে।

সম্প্রতি, ওই দুই মূল দাবিতে রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে একটি চিঠি পাঠানো হয়েছে সিস্টার পক্ষ থেকে। সংগঠনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী বলেন, ‘দীর্ঘ ২২ বছর পর ক্ষুদ্র চা চাষিদের জমি নিয়ে রাজ্য সরকার সুস্পষ্ট নীতি গ্রহণ করার বিষয়টিকে আমরা আগেই স্বাগত জানিয়েছি। তবে কনভারশন কিংবা লিজের ক্ষেত্রে যে সেলামি ধার্য করা হয়েছে সেটা সামান্য আয়ের চাষিদের সাধ্যের বাইরে। ওই পরিমাণ কমানো উচিত। পাশাপাশি জমির কনভারশনের জন্য চাষিদের কাছ থেকে নির্দিষ্ট ফর্মে আবেদনের সঙ্গে যে সমস্ত নথিপত্র চাওয়া হয়েছে তা প্রায় কারও কাছেই নেই। এই বিষয়টির সরলীকরণ না করা হলে উদ্দেশ্য ব্যহত হবে।’

গত ৫ এপ্রিলের সরকারি গেজেট বিজ্ঞপ্তি দু’ধরনের জমিতে গড়ে ওঠা চা বাগানের জন্য আলাদা করে জারি করা হয়। একটি রায়তি ও অপরটি খাস। রায়তি জমির ক্ষেত্রে চা চাষের জন্য জমির কনভারশনের হেক্টর পিছু দর ধার্য করা হয় ২৫ হাজার টাকা। অন্যদিকে সরকারি খাস জমিতে গড়ে ওঠা চা বাগানের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি লিজ বাবদ হেক্টর পিছু সেলামি ধার্য করা হয়েছে ৫০ হাজার টাকা। এর বাইরে দিতে হবে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর নির্ধারিত বার্ষিক খাজনা। বিজয় গোপাল চক্রবর্তী বলেন, ‘দাবির বিষয়টি পুনর্বিবেচনা করে দেখা ছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলিতে যাতে সচেতনতা শিবির করা হয় এমন অনুরোধও ভূমি দপ্তরের কাছে করা হয়েছে।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Elora of Jalpaiguri in the final of Mrs. Canada

Mrs Canada | মিসেস কানাডা’র ফাইনালে জলপাইগুড়ির ইলোরা

0
জ্যোতি সরকার, জলপাইগুড়ি: মিসেস কানাডা(Mrs Canada) সুন্দরী প্রতিযোগিতায় জলপাইগুড়ির(Jalpaiguri) ইলোরা মিত্র নজর কাড়লেন। একমাত্র ভারতীয় বাঙালি প্রতিযোগী হিসাবে ইলোরা প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন। ইলোরা জলপাইগুড়ি...

Lamahatta | পর্যটন মরশুমে রেকর্ড আয় লামাহাটা ইকো পার্কে

0
তমালিকা দে, লামাহাটা: পর্যটন(Tourism) মরশুমে একধাক্কায় অনেকটাই আয় বাড়ল লামাহাটা ইকো পার্কে(Lamahatta Eco Park)। মাসে প্রায় সাত লক্ষ টাকার টিকিট বিক্রি হচ্ছে। পার্কে আসা...

UEFA | ইতিহাস তৈরি করল রিয়াল মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড ২-০ গোলে হারিয়ে জিতল চ্যাম্পিয়ন্স...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ফুটবলে গোলই শেষ কথা বলে। সেটাই করে দেখাল রিয়াল মাদ্রিদ। মাত্র ৯ মিনিটের ঝড়ে উড়ে গেল জার্মানির ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড।...

Assam Flood | রেমালের প্রভাবে বন্যায় বিপর্যস্ত অসম, মৃতের সংখ্যা বেড়ে ১৫

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রেমালের প্রভাবে ভয়াবহ বন্যা পরিস্থিতি অসমে (Assam flood)। এই বন্যায় বর্তমানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫। শনিবার নতুন করে প্রাণ...
Siliguri's Ankit has an AI research opportunity in California

AI | ক্যালিফোর্নিয়ায় এআই নিয়ে গবেষণার সুযোগ শিলিগুড়ির অঙ্কিতের

0
তমালিকা দে, শিলিগুড়ি: অর্থের অভাবে স্কুলছুট। দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন ওপেন স্কুল থেকে। শুধুমাত্র নিজের মেধা, অধ্যবসায় ও জেদের জোরে ক্যালিফোর্নিয়ার টিউরিং কোম্পানিতে কৃত্রিম বুদ্ধিমত্তা...

Most Popular