Thursday, May 9, 2024
Homeজাতীয়সন্ত্রাসে আর্থিক মদত ৮৫ কোটি! কাশ্মীরে চক্রের হদিস পেল স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি...

সন্ত্রাসে আর্থিক মদত ৮৫ কোটি! কাশ্মীরে চক্রের হদিস পেল স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার অপরাধে শ্রীনগরে ধরা পড়ল একটি চক্র। চক্রটিকে ধরা পরে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তদন্তকারী সংস্থা ‘স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি (এসআইএ)’। অভিযোগ চক্রটি ৮৫ কোটি টাকা তুলে দিয়েছে জঙ্গিদের হাতে। তদন্তকারী সংস্থার অনুমান, এই ঘটনা্র সঙ্গে জড়িত কাশ্মীর পুলিশের এক উচ্চপদস্তকর্তা এবং শ্রীনগরের এক ধনী ব্যবসায়ী। ইতিমধ্যেই পুলিশের ওই উচ্চপদস্থ আধিকারিকের বাড়িতে তল্লাশি চালিয়েছে স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি।

জানা গিয়েছে, গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে স্টেট ইনভেস্টিগেশন এজেন্সির গোয়েন্দারা গত তিনদিনে শ্রীনগরের ২২টি জায়গায় অভিযান চালায়। শুক্রবার সকালে শ্রীনগর, পুলওয়ামা এবং অনন্তনাগ জেলার ১০টি জায়গায় তল্লাশি চালানো হয়। অভিযান চলাকালীন সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত বহু সামগ্রী উদ্ধার করেছেন তদন্তকারী আধিকারিকেরা। যার মধ্যে প্রচুর পরিমাণ বৈদ্যুতিন যন্ত্র রয়েছে।

এদিকে, গত অগাস্ট মাসেই সন্ত্রাসবাদী কার্যকলাপে সহায়তা করার জন্য আর্থিক মদত দেওয়ার অভিযোগ সামনে এসেছিল। এই ঘটনা সামনে আসতেই একটি মামলা দায়ের করে তদন্তে নামে এসআইএ। এসআইএ একটি বিবৃতিতে জানিয়েছে, ‘এটি জঙ্গিদের আর্থিক মদত দেওয়ার একটি মামলা। যেখানে ৮৫ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে এবং গোপন মাধ্যমে সেই টাকা জঙ্গিদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। সেই টাকা কাশ্মীরে সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য ব্যবহার করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।’ এর আগে জঙ্গিদের মোটা অংকের আর্থিক সাহায্য দেওয়ার মতো তদন্ত সংস্থার মতে, সাম্প্রতিক কালে জঙ্গিদের অর্থ দিয়ে সাহায্য করা এত বড় চক্র পুলিশের জালে ধরা পড়েনি।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Koushani Mukherjee | শত্রুঘ্ন সিনহার সমর্থনে বারাবনিতে কৌশানির রোড শো 

0
বারাবনি: আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) সমর্থনে রোড শো (Road show) করলেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় (Koushani mukherjee)। বৃহস্পতিবার আসানসোলের...

Madhyamik Results 2024 | দিনে রোজগার ৫০ থেকে ১০০ টাকা, হতদরিদ্র পরিবার থেকেই চিকিৎসক...

0
নিশিগঞ্জ: দরিদ্র মেধাবী পড়ুয়ার একাদশে ভর্তির টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিলেন স্কুল কতৃপক্ষ। শুধু তাই নয় একাদশ ও দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান নিয়ে পড়তে বইপত্রসহ...

Bishnoi gang shooter arrested | বড় সাফল্য পুলিশের, ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার লরেন্স বিষ্ণোই...

0
কিশনগঞ্জ: বিহার পুলিশের হাতে ধরা পড়ল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের শার্প শুটার (Bishnoi gang shooter arrested) কৃষ্ণ কুমার ওরফে জয় প্রকাশ। নেপাল সীমান্ত লাগোয়া বিহারের...

Huge cash recovered | লোকসভা ভোটের মাঝেই ট্রাক থেকে উদ্ধার টাকার পাহাড়, পরিমাণ জানলে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার চতুর্থ দফার লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। ওইদিনই অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) ২৫ আসনে ভোট। তার ঠিক আগে সেখানে...

HS Result 2024 | বাবা পানের দোকান চালান, অদম্য জেদকে সঙ্গী করেই উচ্চমাধ্যমিকে ভালো...

0
জলপাইগুড়ি: ইচ্ছে পুলিশ হওয়ার। সেই ইচ্ছে কতটা পূরণ হবে জানে না সদ্য উচ্চমাধ্যমিকে (HS Result 2024) ৮৮.৮ শতাংশ নম্বর পেয়ে পাশ করা জলপাইগুড়ির রূপসা...

Most Popular