Tuesday, April 30, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গশতাব্দী প্রাচীন বোল্লা কালীপুজোয় বলি প্রথা বন্ধের দাবিতে সরব পশুপ্রেমীরা

শতাব্দী প্রাচীন বোল্লা কালীপুজোয় বলি প্রথা বন্ধের দাবিতে সরব পশুপ্রেমীরা

বালুরঘাট: শতাব্দী প্রাচীন বোল্লা রক্ষা কালীপুজোয় বলি প্রথা বন্ধের দাবিতে সরব দেশের বিভিন্ন প্রান্তের পশুপ্রেমীরা। পিপলস ফর অ্যানিমেলস নামে সংগঠনের সোশ্যাল মিডিয়ার অফিসিয়াল পেজ থেকে ভিডিও বার্তা দিয়ে মন্দির কমিটির কাছে বলি বন্ধের আবেদন জানালেন পশুপ্রেমী মেনকা গান্ধি। শুধু তাই নয়, দেশের বিভিন্ন প্রান্তের পশুপ্রেমীরা জেলাশাসকসহ বিভিন্ন আধিকারিকদের কাছে চিঠি দিয়ে ওই বলি বন্ধের অনুরোধ জানিয়েছেন। আর পশুপ্রেমীদের এমন আবেদনের পরেই খোদ জেলাশাসক বিজিন কৃষ্ণা মন্দির কমিটির সঙ্গে এবিষয়ে আলোচনা করবেন বলে এদিন জানিয়েছেন। তবে যে বলি প্রথা নিয়ে এত হইচই, তা কার্যত মানতে নারাজ মন্দির কমিটি। তাদের মতে, ভক্তরা মায়ের কাছে উৎসর্গ করে। মন্দির কমিটিও মন্ত্র পড়ে তাদের ছেড়ে দেয়।

দক্ষিণ দিনাজপুর জেলা তথা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বোল্লা রক্ষা কালীপুজো রাস পূর্ণিমার পরের শুক্রবার অনুষ্ঠিত হয়। এই পুজোকে ঘিরে চারদিন ধরে বোল্লা মায়ের মন্দির এলাকায় বিরাট মেলা বসে। পুজোর দিন উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসে এখানে। তাদের আসার জন্য সারারাত গাড়ি চলাচল করে। যেমন এখানে অগণিত ভক্তের সমাগম হয়। তেমনই প্রচুর মানুষ মায়ের কাছে ছাগল বলি দেওয়ার মানত করেন। সেই মানত পূরণ করার জন্য পশুবলি দিতে আসেন তারা। আর তা দেওয়ায় জন্য কালীপুজোর দিন সকাল থেকেই মন্দির কমিটির কাছে ভিড় জমে সিরিয়াল নম্বর জোগাড়ের জন্য। এত জনস্রোত সামলাতে পুলিশ প্রশাসনকে রীতিমতো হিমশিম খেতে হয়। প্রত্যেক বছর প্রায় হাজারের উপর পশুবলি হয় বোল্লা রক্ষা কালীপুজোয়। শুধু ছাগল বলি নয়, সঙ্গে মহিষ পর্যন্ত বলি হয়ে থাকে এই পুজোর দিন। যা নিয়ে এবছর জেলা ও দেশের পশুপ্রেমী সংগঠনের সদস্যরা প্রতিবাদ জানাতে শুরু করেছেন। তারা এই বলি প্রথা বন্ধের আবেদন করে পুজো উদ্যোক্তাদের পাশাপাশি জেলা প্রশাসনের কাছে। রাজস্থান হাইকোর্টের আইনজীবী চাঁদনি খান্ডওয়াল লিখিতভাবে জেলাশাসক ও পুজো কমিটির কাছে এই বলি বন্ধের আবেদন জানিয়েছেন। আরও কয়েকটি সংস্থা চিঠি পাঠিয়েছেন।

পিপলস ফর আনিম্যালস এর জেলা আহ্বায়ক ব্রতীন চক্রবর্তী বলেন, দেশজুড়ে পশুপ্রেমীরা এই বলি প্রথা বন্ধের আবেদন জানাচ্ছে। মন্দির কমিটি কি সিদ্ধান্ত নেবেন তা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু শ্রীমতি মেনকা গান্ধি ইতিমধ্যেই জেলাশাসক, পুলিশ সুপার, মন্দির কমিটির সহ সকলকে ফোন করে এই বলি বন্ধের আবেদন জানিয়েছেন। এছাড়াও তিনি সোশ্যাল মিডিয়াতে তার অফিসিয়াল পেজেও ভিডিও বার্তা দিয়েছেন।

জেলাশাসক বিজিন কৃষ্ণ জানান, বলি বন্ধ নিয়ে পশুপ্রেমীদের চিঠি পেয়েছি। বোল্লা পুজো কমিটির সঙ্গে এই নিয়ে আলোচনা করা হবে। পশু প্রেমীদের আবেদনকে মান্যতা দিয়ে যদি বলি বন্ধ হয় তাহলে বিমর্ষ হয়ে পড়বে ভক্তজনরা। তাই এখন পুরো বিষয়টি প্রশাসন ও মন্দির কমিটি কীভাবে বিষয়টি সামাল দেয়।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Adventure Tourism | শীতে সামসিংয়ে অ্যাডভেঞ্চার ট্যুরিজম, চালু হচ্ছে মাউন্টেন বাইকিং

0
পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: এবার শীতের মরশুমে উত্তরবঙ্গে বিশেষ অ্যাডভেঞ্চার ট্যুরিজম (Adventure Tourism) চালু করতে চলেছে বন দপ্তর। গরুমারা (Gorumara) বন্যপ্রাণ বিভাগের উদ্যোগে নেওড়াভ্যালি জাতীয়...

Flood control | কোচবিহার ও আলিপুরদুয়ারে বন্যা নিয়ন্ত্রণে বরাদ্দ ৮০ কোটি

0
গৌরহরি দাস, কোচবিহার: উত্তরবঙ্গের কোচবিহার (Cooch Behar) ও আলিপুরদুয়ার (Alipurduar) জেলার অনেক নদীই বন্যাপ্রবণ। প্রতিবছর বর্ষায় নদী লাগোয়া এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়। দুই...

IPS Debashis Dhar | ‘প্রার্থীপদ’ রক্ষা করতে সুপ্রিম-দুয়ারে দেবাশিস ধর, আবেদন ফেরাল শীর্ষ আদালত

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের (IPS Debashish Dhar) আবেদন ফেরাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার দেশের শীর্ষ আদালত দেবাশিস ধরকে...

Indian Navy Chief | ভারতীয় নৌবাহিনীর ২৬তম প্রধানের দায়িত্ব নিলেন দীনেশ কুমার ত্রিপাঠী

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় নৌবাহিনীর ২৬তম প্রধান (Indian Navy Chief) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী (Admiral Dinesh Kumar Tripathi)। মঙ্গলবার...

নখ দেখেই চেনা যাবে রোগ! কোন কোন উপসর্গ দেখলে সতর্ক হবেন?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শরীরে কোনও সমস্যা দেখা দিলে ত্বক, গলার স্বর, চুল কিংবা নখের দিকেও লক্ষ রাখা খুব জরুরি। বিশেষ করে নখের উপর।...

Most Popular