উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের (IPS Debashish Dhar) আবেদন ফেরাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার দেশের শীর্ষ আদালত দেবাশিস ধরকে উদ্দেশ করে স্পষ্ট জানায়, ‘আপনি সময় মতো ‘নো ডিউস’ সার্টিফিকেটের জন্য আবেদন জানাননি। এক্ষেত্রে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গৃহীত হবে।’
বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রায়ের (Shatabdi Roy) বিপরীতে বিজেপির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছিল দেবাশিস ধরকে। নাম ঘোষণার পর জোরদার প্রচারও সেরেছেন বীরভূমে। কিন্তু গত ২৫ এপ্রিল বীরভূমের জেলাশাসকের দপ্তরে মনোনয়ন (Nomination) জমা দেন অপর এক বিজেপি নেতা দেবতনু ভট্টাচার্য। পরদিন অর্থাৎ ২৬ এপ্রিল দেবাশিসের মনোনয়ন বাতিলের কথা সামনে আসে। বাতিলের কারণ হিসেবে নির্বাচন কমিশন জানায়, ‘নো ডিউ সার্টিফিকেট’ জমা করেননি প্রার্থী। এ প্রসঙ্গে দেবাশিস ধর জানিয়েছিল, প্রার্থী পদ বাতিল হওয়ায় এবং দ্রুত শুনানির জন্য তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। এদিন তাঁর মামলা ফিরিয়ে দেন বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ।
আবেদন ফেরানোর কারণ হিসেবে আদালত দেবাশিস ধরকে জানায়, ‘আপনি সময় মতো ‘নো ডিউস’ সার্টিফিকেটের জন্য আবেদন জানাননি। মনোনয়নপত্র বাতিলের মুহূর্তে আবেদন জানিয়েছেন। আপনি তো সাধারণ মানুষ নন, আইপিএস। নিয়মকানুন জানার কথা ছিল। এক্ষেত্রে নির্বাচনি আধিকারিক এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তই গ্রাহ্য হবে। আদালতের কিছু করার নেই।’