Wednesday, May 29, 2024
HomeMust-Read Newsভয়ে ধান কেটে নিয়ে গেছে চাষিরা, এবার হাতির নজর পড়েছে সবজি খেতে...

ভয়ে ধান কেটে নিয়ে গেছে চাষিরা, এবার হাতির নজর পড়েছে সবজি খেতে   

রাঙ্গালিবাজনাঃ জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে এসে তাণ্ডব চালাল দুটি হাতি। লোকালয়ে এসে তছনছ করল গ্রামের বাঁধাকপি ও ফুলকপির খেত। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মাদারিহাটের ইসলামাবাদ গ্রামে। জানা গিয়েছে, প্রতিরাতেই খাবারের লোভে জঙ্গল ছেড়ে বেরিয়ে আসছে হাতি। লোকালয়ে এসে নষ্ট করছে জমির ফসল। রবিবার ভোরে হাতি হানা দেয় মাদারিহাটের ইসলামাবাদ গ্রামে। তছনছ করে দেয় স্থানীয় বাসিন্দা মহম্মদ শহিরউদ্দিনের বাঁধাকপি ও ফুলকপির খেত। এরপর স্থানীয় তাড়া খেয়ে হাতি ফিরে যায় জঙ্গলে।

রবিবারই সন্ধ্যায় ফের ২ টি হাতি হানা দেয় ওই গ্রামে একই সবজিখেতে। বাঁধাকপি ও ফুলকপি খাওয়ার পাশাপাশি এবার নষ্ট করে বেগুন, লঙ্কা, রসুনগাছ। পায়ে মাড়িয়ে পুরো খেত তছনছ করে দেয় হাতিগুলি। জমিতে থাকা মটরশুঁটি ও লাউগাছগুলির প্রায় একশো শতাংশ উদরস্থ করে খয়েরবাড়ি ফরেস্টে ফেরে হাতি দু’টি। এতে মাথায় হাত ক্ষতিগ্রস্ত পরিবারের।

লাগাতার হাতির হানায় ক্ষোভ বাড়ছে বন লাগোয়া ওই গ্রামে। প্রসঙ্গত ওই এলাকাতেই রয়েছে বলোয়াধুরা মহল্লাটি। সেখানে হাতি তাড়াতে গিয়ে সম্প্রতি হাতির আক্রমণে মৃত্যু হয় প্রেমনাথ ওরাওঁ নামে এক যুবকের। এরপরও হাতির হানা রুখতে বনকর্মীরা সক্রিয় হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। সোমবার অবশ্য ঘটনাস্থল পরিদর্শন করেন খয়েরবাড়ির বিট অফিসার বিধান দে। তিনি জানান, হাতির হানার খবর পেয়ে রবিবার রাতেই সেখানে যান বনকর্মীরা।

ওই গ্রামের গা ঘেঁষে রয়েছে খয়েরবাড়ি ফরেস্ট। হাতির লাগাতার হানায় অনেকেই মাঠের ধান ঘরে তুলতে পারেননি। কেউ আবার ধান চাষ না করে সবজি চাষ করেছিলেন। হাতি এবার হানা দিতে শুরু করেছে সবজিখেতেও। গ্রামপঞ্চায়েতের স্থানীয় সদস্য সাজু হোসেন জানান, হাতির লাগাতার হানায় ক্ষতিগ্রস্তদের অনেকেই জমি পতিত রেখে ভিনরাজ্য ও প্রতিবেশী রাষ্ট্র ভুটানে শ্রমিকের কাজ করতে গিয়েছেন।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Brij Bhushan Sharan Singh | ব্রিজভূষণের ছেলের কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত্যু দুই শিশুর, উত্তেজনা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কুস্তিগিরদের যৌন হেনস্তায় অভিযুক্ত তথা উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিদায়ী সাংসদ ব্রিজভূষণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) ছেলে করণভূষণ সিংয়ের (Karan...

Arvind Kejriwal | ফের ধাক্কা কেজরির, জামিনের মেয়াদবৃদ্ধি নিয়ে শুনানিতে অরাজি সুপ্রিম কোর্ট

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি করতে চেয়ে আবেদন জানালেও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আর্জি নিয়ে শুনানি করতে রাজি হল...

Dinhata | নকল সোনার বাটকে আসল বলে বিক্রি! প্রতারণার দায়ে ধৃত ৩

0
দিনহাটা: নকল সোনার বাটকে (Fake Gold Bar) আসল বলে বিক্রি! প্রতারণার দায়ে তিনজনকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ (Dinhata Police)। ধৃতরা হল সফিকুল ইসলাম,...
Eggs are beneficial not only for hair but also for skin

শুধু চুল নয়, ত্বকের জন্যও উপকারী ডিম, কীভাবে মাখবেন?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুধু রান্নাতেই নয়, চুলের ক্ষেত্রে ডিম যে কতটা উপকারী তা কমবশি সকলেই জানেন। কিন্তু চুলই নয়, এমনকি ত্বকের ক্ষেত্রেও ডিম...

Minor death | নাবালকের মৃত্যুতে ধুন্ধুমারকাণ্ড, তৃণমূল নেতার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ

0
শিলিগুড়ি: নাবালকের মৃত্যুকে (Minor death) কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি চম্পাসারী গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় তৃণমূলের (TMC) মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার...

Most Popular