Sunday, May 19, 2024
HomeMust-Read Newsঅ্যাম্বুল্যান্স নিয়ে পিকনিক! প্রশ্ন করতেই পগারপার চার যুবক

অ্যাম্বুল্যান্স নিয়ে পিকনিক! প্রশ্ন করতেই পগারপার চার যুবক

নিবেদিতা দাস, মাটিগাড়া: গত বৃহস্পতিবারই বীরপাড়া হাসপাতালে যখন ফোন করে অ্যাম্বুল্যান্স না মেলায় এক চা শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। যা নিয়ে রাজ্যজুড়ে তোলপাড় পড়ে গিয়েছে, সেখানে অ্যাম্বুল্যান্স নিয়ে পিকনিক করতে দেখা গেল একদল যুবককে। শিলিগুড়ির কাছে গুলমার ঘটনা। জনপ্রিয় এই পিকনিক স্পটে এদিন চারজন যুবক হঠাৎই চলে আসেন একটি অ্যাম্বুল্যান্স নিয়ে। বিনা বাক্যব্যয়ে তাঁদের ঢুকতেও দেন পিকনিক স্পটের নিরাপত্তারক্ষী। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত উত্তরবঙ্গ সংবাদের প্রতিনিধি তাঁদের অ্যাম্বুল্যান্স নিয়ে পিকনিকে আসার কারণ জানতে চাইলে বেজায় অস্বস্তিতে পড়ে যান তাঁরা। পড়িমরি করে তখন পিকনিক স্পট থেকে পালিয়ে যায় তাঁরা। যাওয়ার সময় জানায়, অ্যাম্বুল্যান্সটি তাঁদের ব্যক্তিগত।

যদিও মাটিগাড়া ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডঃ অরিন্দম দে বলেছেন, ‘অ্যাম্বুল্যান্সের মতো জরুরি পরিষেবা প্রদান করা একটি গাড়ি কখনই কোনও ব্যক্তিগত কাজ কিংবা পিকনিকের জন্য ব্যবহার করা উচিত নয়।’ এই ঘটনার পরই অ্যাম্বুল্যান্সের ব্যবহার নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

অন্যদিকে, গুলমায় পিকনিক স্পটে জোরালো শব্দযুক্ত সাউন্ড বক্স বাজানোয় অতিষ্ঠ হচ্ছেন গ্রামবাসীরা। তাঁদের কথায়, সারাদিন এভাবে গান বাজনা চলছে ফলে বন্যজন্তুরা দিনের শেষে গ্রামে আক্রমণ করছে। সুকনা বন বিভাগের এক আধিকারিক বলেন, ‘ওই এলাকাটি আমাদের আওতায় পড়ে না।’ এরপর চম্পাসারি গ্রামপঞ্চায়েত প্রধান জনক সাহার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন তোলেননি। এদিন আশ্রম পাড়ার বাসিন্দা সঞ্জয় মিত্র তাঁর পরিবার এবং আত্মীয়দের সঙ্গে এসেছিলেন পিকনিক করতে। তিনি বলেন, ‘যুবক যুবতিদের জোরালো শব্দযুক্ত সাউন্ড বক্স চালিয়ে নাচ এবং মদ্যপানে পিকনিকের পরিবেশকে নষ্ট হচ্ছে।’

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

0
হাতির হামলায় ভাঙল দোকান ঘর,ক্ষতি ফসলের সুভাষ বর্মন,ফালাকাটা,১৯ মে:হাতির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হল ফালাকাটার বালুরঘাট,বংশীধরপুর,রাইচেঙ্গা ও কালীপুর গ্রামে। শনিবার রাতে ৭-৮টি হাতির দল জলদাপাড়া বনাঞ্চল...

Balurghat | শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে নীলগাই! তল্লাশি বন দপ্তরের

0
বালুরঘাট: বর্তমানে নীলগাই বিপন্ন প্রজাতিতে পরিণত হয়েছে। অনেকে এই নীলগাই দেখে বাছুর ও হরিণের মিশ্রণ ভেবে ভুল করতে পারেন। কিন্তু হঠাৎ যদি দেখেন আপনার...

নতুন মডেল

0
  দেবাশিস দাশগুপ্ত গত ৭ মে নিজের মুর্শিদাবাদ কেন্দ্রে বিভিন্ন বুথে ঘুরে ঘুরে ভূত তাড়িয়েছেন। অর্থাৎ ভুয়ো ভোটার কিংবা ভুয়ো এজেন্ট ধরেছেন। কাউকে ঘাড় ধাক্কা...

‘স্পটার’ প্রণবের নির্বাচিতের অগ্নিপরীক্ষা

0
  সুমন ভট্টাচার্য সুকান্ত মজুমদার যদি রাজ্য বিজেপির সভাপতি হন, তাহলে শুভেন্দু অধিকারী বিধানসভায় বিরোধী দলনেতা। কোনও সন্দেহ নেই, এঁদের দুজনকে ভর করেই দলের হাইকমান্ড...

সবার দায় আর নেওয়া নয়

0
  দেবদূত ঘোষঠাকুর  দলের নীচুতলার উপরে তাঁর একচ্ছত্র আধিপত্য বা নিয়ন্ত্রণ যে অনেকটাই চলে গিয়েছে, তা এতদিনে অনেকটাই পরিষ্কার। আর এবার বোধ হয় মুখ্যমন্ত্রী মমতা...

Most Popular